সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সফটওয়্যার সমুদ্রে লাখো কোটি সফটওয়্যারের ভিড়ে সেরা সফটওয়্যার খুঁজে পাবার নিমিত্তে আমার চেইন টিউনের ১১ তম পর্ব।
কম্পিউটার সুপার ফাস্ট থাকুক এটা প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীর সব সময়ের প্রত্যাশা। এ কারনে কম্পিউটারকে ফাস্ট করার জন্য বিভিন্ন সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করার একটা হিড়িক পড়ে যায়। কিন্তু দুঃখের কথা হলো সিস্টেম ইউটিলিটি সফটওয়্যারের চাপে অনেক কম্পিউটার আরও বেশি স্লো হয়ে পড়ে। ইউটিলিটি সফটওয়্যারগুলো মুলত এমন সফটওয়্যার যেগুলো পিসির পারফরমেন্স বাড়ানোর জন্য মাল্টিপারপাস কাজ করে থাকে। মানে একটি সফটওয়্যার একাধিক সফটওয়্যারের কাজ করে। সফটওয়্যারের দুনিয়ায় অসংখ্য ইউটিলিটি সফটওয়্যার পাওয়া যায়। যাদের কোনটাই পূর্ণাঙ্গভাবে সব কাজ করতে পারে না। সবগুলোরই কিছুনা কিছু লিমিটেশন থাকে। আমি এই সিরিজটি যখন শুরু করি তখন আমার একটাই উদ্দেশ্য ছিলো বিভিন্ন বিষয়ে বিশ্ব সেরা সফটওয়্যারগুলো আপনাদের সামনে তুলে ধরা। টিউনের ১১ তম পর্বে এসেও আমার সেই ইচ্ছের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। তাই হাজারো ইউটিলিটি সফটওয়্যারের ভিড়ে সেরা দশটি সফটওয়্যারের সাথে পরিচিত করানোর পাশাপাশি সেরাদের সেরা সফটওয়্যারটি আপনারকে উপহার দিতেই আমার আজকের সব আয়োজন। আশা করছি এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারের জন্য সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার সম্পর্কে ধারনা পাল্টে দিবে।
২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ইউটিলিটি সফটওয়্যারগুলোর নাম নিচে দেওয়া হলো। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে। সব মনে রাখবেন দামে বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো নাও হতে পারে। দাম দিয়ে পণ্যের বিচার করাটা সব সময় ঠিক নয়।
উপরের তালিকাটি থেকে নিশ্চয় বুঝতে পারছেন যে তালিকার শীর্ষে থাকা System Mechanic সফটওয়্যারটিই সবার সেরা সফটওয়্যার। তাহলে সফটওয়্যারটি ডাউনলোড করার পূর্বে চলুন সফটওয়্যারটি সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নিই। ফিচারের সাথে চাহিদা মিলে গেলেই তো ডাউনলোড করতে মন চাইবে, তাইনা?
উপরে বর্ণিত লিস্টে বেসিক লেভেলের System Mechanic সফটওয়্যারের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু আমি আজ আপনাদের জন্য সেরাদের সেরাটাই উপহার দিবো। সফটওয়্যারটির সবগুলো ভার্সনই অনেক মূল্যবান হলেও সবচেয়ে বেশি সুবিধা রয়েছে এর প্রোফেশনাল ভার্সনটিতে। ৫৯.৯৫ ডলার মূল্যের সফটওয়্যারটির সবগুলো ফিচার সম্পর্কে জানতে তাদের অফিশিয়াল সাইট হতে একবার ঘুরে আসতে পারেন (নিচের ছবিতে ক্লিক করে)।
আপনারা নিশ্চয় ফিচারগুলো দেখেছেন। তারপরেও গুরুত্বপূর্ণ কিছু ফিচার আমি নিচে উল্লেখ করছি।
গুরুত্বপূর্ণ ফিচারগুলো তো এক নজরে নিয়েছেন। এবার চলুন সফটওয়্যারটির অন্দর মহল থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। কথায় আছে প্রথমে দর্শনধারী তারপরে গুন বিচারী। দেখতে ভালো লাগলেই তো ডাউনলোড করতে মন চাইবে।
সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার প্রয়োজনের সাথে মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে মেডিসিন ফাইল সহ ১০৫ মেগাবাইটের জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড সাইজ আপাততো সাধ্যের মধ্যে থাকায় এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না। ফাইলটি সম্পূর্ণ নিরাপদ এবং এভিজি এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করা। তারপরেও কারও সমস্যা হলে ইগনোর করতে পারেন।
সফটওয়্যারটির ইনস্টলেশন এবং একটিভেশন প্রক্রিয়া খুবই সহজ। এই সিরিজের প্রত্যেকটি সফটওয়্যারের ইনস্টলেশন এবং একটিভেশন প্রক্রিয়া জটিল প্রকৃতির হলেও এটা পানির মতো সহজ। মাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখলেই সফল ভাবে সব প্রক্রিয়া শেষ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক।
আশা করি আপনারা প্রত্যেকটা ধাপ খুব মনযোগ সহকারে দেখেছেন এবং সফলভাবে সফটওয়্যারটি একটিভেট করতে পেরেছেন। যদি কোন প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে প্রথম থেকে আবার চেষ্টা করুন। সফটওয়্যারটি অধিক নিরাপদে ব্যবহার করতে চাইলে মেইন ফাইলটিকে ফায়ালওয়্যাল দিয়ে ব্লক করে দিন। ফায়ালওয়াল বিষয়ক বিস্তারিত জানতে আমার নিচের টিউনটি এক নজরে দেখে নিতে পারেন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ধন্যবান আপনাকে মূল্যবান টিউন উপহার দেওয়ার জন্য ।