সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুসলিমদের পবিত্র আসমানী কিতাব মহাগ্রন্থ আল কোরআনের চমৎকার দুটি ফ্ল্যাশ ভার্সন নিয়ে আমার আজকের টিউন।
রমজান হলো কোরআন নাযিলের মাস। মানব জাতির হেদায়েতের জন্য এই রমজান মাসেই পবিত্র কোরআন মাজিদ নাযিল হয়েছিলো। তারপর যুগ যুগ ধরে মানুষের পথপ্রদর্শনের জন্য আল কোরআন আলোক বর্তিকা হিসাবে কাজ করে যাচ্ছে। আল কোরআন হলো পৃথিবীর একমাত্র গ্রন্থ যার শুরুতে বলা হয়েছে যে এর কোন ভুল নেই এবং মুত্তাকীদের জন্য পথপ্রদর্শক। মুসলমানদের জন্য যতো নফল ইবাদত আছে তারমাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক সওয়াবের হলো কোরআন তেলাওয়াত করা। পবিত্র কোরআন তেলাওয়াতের সময় এর প্রত্যেক হরফের জন্য ১০টি করে নেকী পাওয়া যায়। আর রমজান মাসে প্রত্যেকটি সৎ কাজের নেকীর পরিমান ৭০ থেকে ৭০০ গুন পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলিমের কাছে কুরআনের গুরুত্ব নতুন করে বুঝানোর মতো কিছু নেই। দুনিয়াদারী অনেক বিষয়ে নিয়মিত টিউন করতে করতে অভ্যস্ত এই হাতটুকু মহান আল্লাহ্ তা’আলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার ধর্মগ্রন্থের দুটি মাল্টিমিডিয়া ভার্সন আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলো না। আশা করছি এই টিউনের বিষয়বস্তু আপনাদের এবং আমার নাযাতের উছিলা হবে ইনশাল্লাহ।
Quranflash অ্যাপ্লিকেশনটি কাগজের কুরআন মাজিদের চেয়েও অনেক বেশি সুবিধা সম্পন্ন। বর্তমান প্রযুক্তির যুগে কাগজের বইয়ের চেয়ে ইবুকগুলোই আমাদের কাছে বেশি আপন মনে হয়। পবিত্র কোরআনের ৩০টি পারার সবটুকুই আছে এই অ্যাপ্লিকেশনটিতে। ফ্ল্যাশ দিয়ে তৈরী এই অ্যাপ্লিকেশনটির সবগুলো সুবিধা এক নজরে দেখে নিন।
পবিত্র গ্রন্থ আল কোরআনের এই ফ্ল্যাশ ভার্সনটি যদি আপনার ভালোলেগে থাকে এবং আপনার যদি সত্যিকার অর্থেই কোরআন পড়ার মানষিকতা থাকে তাহলে মাত্র ৬৬ মেগাবাইটের ইনস্টলারটি নিচের ডাউনলোড লিংক থেকে (ছবিতে ক্লিক করে) ঝটপট নামিয়ে নিন। অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ফ্রি, তাই ডাউনলোডের পর সবই আপনার।
Quranflash Warsh অ্যাপ্লিকেশনটি দিয়ে যে কুরআন মাজিদ সুন্দর ভাবে পড়া যায় এতোটুকুই আমি বলতে পারবো। কারন সবগুলো অপশন এরাবিক ভাষায় থাকাতে সেগুলোর পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। দৃষ্টি নন্দন এই ফ্ল্যাশ ভার্সনটি চালানোর জন্য আপনার পিসিতে এডোবি ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল থাকতে হবে। ধারনা করছি সবার কম্পিউটারেই এটা আছে। যাহোক, নিচের ডাউনলোড লিংক থেকে ৫৪ মেগাবাইটের এই সফটওয়্যারটি ঝটপট নামিয়ে নিন।
একটা কথা সব সময় মনে রাখবেন, এই অ্যাপ্লিকেশনগুলো কেবল ডাউনলোডের জন্য নয়। এই অ্যাপ্লিকেশনগুলো ধর্মপ্রাণ মুসলিমদের কুরআন পাঠে সহযোগিতা করার জন্যই তৈরী করা হয়েছে। সুতরাং ডাউনলোড করে না পড়ে কুরআনের অপমান করবেন না। তাছাড়া অনেকেই কুরআন এবং সিনেমা নাটক একই পিসিতে একই সাথে রাখেন। আমি এ ব্যাপারে ইসলামিক বিধান জানিনা, তবে মনে হয় নৈতিক দৃষ্টিকোন থেকে এটা ঠিক নয়। আশা করছি এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকল কর্মপ্রচেষ্টা তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
শেয়ার করার জন্য ধন্যবাদ ।