Windows XP Lite with Drivers and Softwares

 

আজ আমি আপনাদেরকে একটি ভালমানের উইন্ডোজ উপহার দেব। এটি আমার নিজের জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরী উইন্ডোজ এক্সপির একটি নতুন ভার্সন। এটি ইনস্টল করতে কোন প্রকার ড্রাইভার লাগে না। এছাড়াও এটিতে নতুন সব ধরনের রানটাইম, মিডিয়া কোডেক, থার্ড পার্টি অ্যাডঅন্স, এবং গেমিং সফ্টওয়ারও পূর্বে থেকেই সংযুক্ত করা আছে। নিচে এটির বিস্তারিত তথ্য এবং স্ক্রিনশট দেওয়া আছে।

বৈশিষ্ঠ –

  • Net Framework: Microsoft Net 1.1 +SP1 + Hot fix, Microsoft Net 1.1 Lang Files, Microsoft .net 2.0 + SP2+Hot fix, Microsoft net 2.0  Lang Files, Microsoft .net 3.0 + SP2+ Hot fix, Microsoft net 3.0 Lang.Files, XML Paper Specification, DirectX9 Software Resterizer, Microsoft XML6.0 SP1, Microsoft .net 3.5+SP1 With Hotfixes Microsoft Net 4 Core, Hotfix Microsoft .net 4 Extended
  • Driverpacks: DP _ Graphics A_12.06,  DP _ Graphics B_12.06 DP_Graphics C_12.06, DP_Sounds A_11.11, DP_Sounds B_11.00, DP _ Mass Storage_12.03,  DP_Chipset _ 12.03, DP _C.P.U_10.05 DP _ LAN _ 12.02,  DP_W.LAN _ 12.02, DP_Graphics Language_11.07 DP _ Runtimes12.06,  DP _ Graphics _PhysX, DP_ATI Try Tools
  • System Runtimes: General Runtimes, Microsoft Direct X 9.0, DirectX Managements Code, DirectX 9.0 Lang Files, Allgemeine Runtimes, Visual C++ Redistribute 2005, Visual C++ Redistribute 2008, Visual C+ + Redistributable 2010, Java Runtimes Environ. Adobe Shockwave player, Adobe Flash Player 11.6, Adobe Flash Player11 Active X, Microsoft Silver Light v5, Visual J-Sharp 2.0
  • 3rd Party Programs: UX Theme Patcher, Folder Background Changer, Try Clock,auto CCleaner Auslogics Disk Defragmenter, System information Viewer, Windows Vista & 7 Sounds, DSIv5.3
  • Accessories Lite: Disable Cut, copy, Paste. Driver Protector, Format Factory, Rufus Bootable USB Creator, MP3 Tag Editior, Revo Uninstaller Pro2.4, Calender, Internet Download Manager
  • OSXP LiTe Games: Angry Birds Classic, Feeding Frenzy 2, Chess 3D, Fishdom, Flash Ludo, Whist from special K.

আর বাকি গুলো আপনারা ব্যবহার করতে করতে বুঝে যাবেন।

 

ইনস্টল পদ্ধতি-

সাধারণ উইন্ডোজের মতই এর ইনস্টল পদ্ধতি। তবে এই উইন্ডোজের একটি বৈশিষ্ঠ হল, এটি সম্পূর্ণ স্বয়ংপদ্ধতিতে(Unattended) ইনস্টল হয়।

প্রথমে উইন্ডোজের ডিভিডি-টি রমে প্রবেশ করিয়ে কম্পিউটার রিস্টার্ট দিন। অতপর কম্পিউটার স্টার্ট হবার পর যে কোন একটি বাটনে চাপতে থাকুন। উইন্ডোজের ফাইল লোড হতে শুরু হবে। তারপর আপনার উইন্ডোজের ড্রাইভটি(সাধারণত ড্রাইভটি হল C:) সিলেক্ট করে ফরমেট দিয়ে ওকে করে দিন। এরপর এটি নিজেই নিজেই ইনস্টল হতে থাকবে। সম্পূর্ন ইনস্টল হওয়ার মধ্যে আপনাকে শুধু মাত্র ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ড্রাইভ ফরমেট হ্ওয়ার পরে আপনাকে আর কোন কাজ করতে হবেনা।

সাধারনত উইন্ডোজ এক্সপির মতই কিনফিগারসম্পন্ন যে কোন কম্পিউটার হলেই চলবে। তবে এই উইন্ডোজের ক্ষেত্রে আপনার RAM – 1GB (Minimum) এবং HARD DISK SPACE- 10 GB হতে হবে।

ডাউনলোড লিংক- Google Drive

ডিভিডি কভার লিংক- Google Drive

ডাউনলোড সাইজ- 3.90GB

ডাউনলোড ফরমেট- .ISO

বিঃ দ্রঃ যে কোন সমস্যা অথবা সহযোগিতার জন্য আমাকে ইমেইল করতে পারেন – [email protected] এ। অথবা আমার ফেইজবুক পেজ-https://www.facebook.com/SISeHelp এছাড়াও এই উইন্ডোজটির কভার এর জন্য আমাকে মেইল করতে পারেন। এটি সম্পূর্ন বিনামূল্যে বিতরনের জন্য। এর জন্য আমাকে অথবা অন্য কাউকে কোন রকম চার্জ প্রদান করতে হবে না।

সবাইকে ধন্যবাদ

Level 0

আমি সাব্বির ইকবাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সর্বদা কোন না কোন কিছু নিয়েই ব্যস্ত থাকি। প্রযুক্তির প্রতি অনেক আগ্রহ, বলতে গেলে অনেকটা দূর্বলতা কাজ করে। নতুন কিছু তৈরি করতে বেশি আনন্দ পাই। সেই ছোট বেলা থেকে শুরু করেছি, এখনো কোন অংশে আগ্রহ কমে নাই। আল্লাহর কৃপায় আরও অনেক জানতে চাই, জানাতে চাই এবং শিখতে চাই। সবাই দোয়া...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Link ta bujhi nai vai…..Direct link ta ki dea jabe?

এটা গুগল ড্রাইভ এর লিংক। লিংকে ক্লিক করার পরে নতুন উইন্ডোতে ওপেন হওয়া পেইজ এ নিল কালারের ডাউনলোড আইকনে ক্লিক করুন। তার পর আরো একটি নতুন উইন্ডো ওপেন হবে। সেখানে Download anyway বাটনে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। ডিরেক্ট লিংক- https://docs.google.com/uc?id=0BwWYE0TsLCXsdWdWRXMwcXpZSlk&export=download

সাব্বির ভাই desktop এ যেই ওয়ালপেপার টা দেখতেছি, তা আমাকে দিন please,please,, [email protected]

vi key চায় ।

    ভাই Key চাবে কেন ? এটাতো অটোমেটিক সিস্টেমে ইনস্টল হবে এবং আগে থেকেই সবকিছু কনফিগার করা আছে। আবার Try করেন। নিশ্চই ইনস্টল হবে। ধন্যবাদ…

vi auto hoina key chai.solution dan

“MR49R-DRJXX-M6PX2-V96BF-8CKBJ” এই সিরিয়াল কি টা ইউজ করে দেখেন।

DvD কোথায় পাব ? [email protected]

এক্সপি এত বড় !!!

খাইসেরে এইটা windows Xp naki 7

3.90GB xp ?????
Oh!!!! No

Nice post. via ata ki pendrive bootable kore install kora jabe like windows 7, 8, 8.1 and 10