আজ আমি আপনাদেরকে একটি ভালমানের উইন্ডোজ উপহার দেব। এটি আমার নিজের জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরী উইন্ডোজ এক্সপির একটি নতুন ভার্সন। এটি ইনস্টল করতে কোন প্রকার ড্রাইভার লাগে না। এছাড়াও এটিতে নতুন সব ধরনের রানটাইম, মিডিয়া কোডেক, থার্ড পার্টি অ্যাডঅন্স, এবং গেমিং সফ্টওয়ারও পূর্বে থেকেই সংযুক্ত করা আছে। নিচে এটির বিস্তারিত তথ্য এবং স্ক্রিনশট দেওয়া আছে।
বৈশিষ্ঠ –
আর বাকি গুলো আপনারা ব্যবহার করতে করতে বুঝে যাবেন।
ইনস্টল পদ্ধতি-
সাধারণ উইন্ডোজের মতই এর ইনস্টল পদ্ধতি। তবে এই উইন্ডোজের একটি বৈশিষ্ঠ হল, এটি সম্পূর্ণ স্বয়ংপদ্ধতিতে(Unattended) ইনস্টল হয়।
প্রথমে উইন্ডোজের ডিভিডি-টি রমে প্রবেশ করিয়ে কম্পিউটার রিস্টার্ট দিন। অতপর কম্পিউটার স্টার্ট হবার পর যে কোন একটি বাটনে চাপতে থাকুন। উইন্ডোজের ফাইল লোড হতে শুরু হবে। তারপর আপনার উইন্ডোজের ড্রাইভটি(সাধারণত ড্রাইভটি হল C:) সিলেক্ট করে ফরমেট দিয়ে ওকে করে দিন। এরপর এটি নিজেই নিজেই ইনস্টল হতে থাকবে। সম্পূর্ন ইনস্টল হওয়ার মধ্যে আপনাকে শুধু মাত্র ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ড্রাইভ ফরমেট হ্ওয়ার পরে আপনাকে আর কোন কাজ করতে হবেনা।
সাধারনত উইন্ডোজ এক্সপির মতই কিনফিগারসম্পন্ন যে কোন কম্পিউটার হলেই চলবে। তবে এই উইন্ডোজের ক্ষেত্রে আপনার RAM – 1GB (Minimum) এবং HARD DISK SPACE- 10 GB হতে হবে।
ডাউনলোড লিংক- Google Drive
ডিভিডি কভার লিংক- Google Drive
ডাউনলোড সাইজ- 3.90GB
আমি সাব্বির ইকবাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সর্বদা কোন না কোন কিছু নিয়েই ব্যস্ত থাকি। প্রযুক্তির প্রতি অনেক আগ্রহ, বলতে গেলে অনেকটা দূর্বলতা কাজ করে। নতুন কিছু তৈরি করতে বেশি আনন্দ পাই। সেই ছোট বেলা থেকে শুরু করেছি, এখনো কোন অংশে আগ্রহ কমে নাই। আল্লাহর কৃপায় আরও অনেক জানতে চাই, জানাতে চাই এবং শিখতে চাই। সবাই দোয়া...
Link ta bujhi nai vai…..Direct link ta ki dea jabe?