বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফাইল রান করে থাকি এতে অধিকাংশ ক্ষেত্রে ই আমাদেরকে ওই ফাইল সাপোর্টের সফটওয়্যার ব্যবহার করতে হয়। আর যদি সাপোর্ট অনুযায়ী সফটওয়্যার না ইন্সটল করি তাহলে ফাইটি ওপেন কিংবা রান করতে পারবো না। যেমন- কোন FLV ফরমেটের ফাইল রান করতে Flash Player ইন্সটল করা দরকার, আবার PDF ফরমেটের ফাইল রান করার জন্য PDF Reader সফটওয়্যারটি ইন্সটল করা দরকার হবে। আজকে আমি এমন একটি ফ্রী সফটওয়্যার নিয়ে আলোচনা করবো যা দিয়ে কিনা অগনিত ফরম্যাটের ফাইল ওপেন কিংবা রান করানো যাবে নির্দিধায়। সফটওয়্যার টির নাম ফ্রী অপেনার। তাহলে কি আর এক একটা ফাইল ওপেরে জন্য আলাদা আলাদা সফটওয়্যার এর দরকার আছে ?
কোন দরকার নাই; কারন এটা দিয়ে যেসব ফাইল ওপেন করতে পারবেন তার লিষ্ট নিচে দেওয়া হলো :
Microsoft® Word Documents (.doc, .docx)
Code Files (.vb, .c, .cs, .java, .js, .php, .sql, .css, .aspx, .asp)
Web Pages (.htm, .html)
Photoshop Documents (.psd)
Images (.bmp, .gif, .jpg, .jpeg, .png, .tif, .tiff)
XML Files (.resx, .xml)
PowerPoint® Presentations (.ppt, .pptx, .pps)
Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv, .3gp, .flac)
SRT Subtitles (.srt)
RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)
Icons (.ico)
Open XML Paper (.xps)
Torrent (.torrent)
Flash Animation (.swf)
Archives (.7z, .gz, .jar, .rar, .tar, .tgz, .zip)
Rich Text Format (.rtf)
Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)
Apple Pages (.pages)
Microsoft® Excel Documents (.xls, .xlsm, .xlsx)
Comma-Delimited (.csv)
Outlook Messages (.msg)
PDF Documents (.pdf)
vCard Files (.vcf)
EML Files (.eml)
আরো অনেক ধরনের ফাইল ওপেন করা যাবে মাত্র ২৫ মেগাবাইটের এই ফ্রী সফটওয়্যারটি দিয়ে।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
তো এখন যারা এই সফ্টওয়্যারটি ডাউনলোড ও ইন্সটল করলেন আশাকরি সকলের ই প্রয়োজনীয় ফাইল সমূহ সাপোটিং সফটওয়্যার ছাড়া ই চালাতে পারছেন। আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।
আমি রাফসান জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই কি যে কইয়া ধন্যবাদ দিমু।সেইটার ভাষা খুজে পাইতাছি না।এখন নামাইয়া দেখি কীরকম সার্ভিস দেয়।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ