পিসির জন্য কয়েকটি প্রয়োজনীয় সফটওয়্যার

আমরা সাধারনত Windows এর Temp File গুলো মুছতে ও Junk File গুলো থেকে PC Clean রাখতে Windows এর Built In "Disk Clean Up" ব্যবহার করি।
কিন্তু ইদানিং অনেক Pc Cleaner Software বের হয়েছে এবং এগুলো বেশ ভালো Software। তবে এদের মধ্যে "Ccleaner" বেশ উল্লেখযোগ্য। আপনি এই সফটওয়্যার টি ব্যবহার করে আপনার পিসি কে পুরোপুরি Temp ও Junk File থেকে মুক্ত রাখতে পারবেন।

955__cc2_1.png

এছাড়া এই সফটওয়্যার এ "Built In Registry Cleaner" ও বিদ্যমান, যা আপনাকে আপনার রেজিষ্ট্রি ক্লিন রাখতেও সাহায্য করবে।

956__cc2_2.png

তাই দেরি না করে আজই ডাউনলোড করুন জরুরি এই ফ্রি সফটওয়্যারটি।
আপনি FileHippo অথবা Software Author Piriform থেকে এই সফটওয়্যার টি ডাউনলোড করতে পারেন।

এছাড়াও পিরিফর্ম সাইটে আপনি আরও কিছু দরকারি সফটওয়্যার যেমন :

  • 1. Defraggler
  • 2. Recuva

ইত্যাদি সফটওয়্যার গুলো পাবেন।
এদের মধ্যে Defraggler সফটওয়্যার দ্বারা আপনি কয়েক মিনিটে আপনার প্রয়োজনীয় ফাইল গুলো ডিফ্রাগ করে নিতে পারবেন।

1136__df5.png

এই সফটওয়্যারটি খুব দ্রুত আপনার পিসি ডিফ্রাগমেন্ট করে দিবে।
Defraggler সফটওয়্যারটিও আপনি FileHippo তে পাবেন।
আশা করি এই সফটওয়্যারগুলো আপনাদের কাজে আসবে।

Level 0

আমি লিংকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a tiny worm In this vast Cyber World.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সিক্লিনার নিয়ে আমার একটি পূর্ণ রিভিউ টিউন আছে। দেখুন https://www.techtunes.io/featured/tune-id/60/

একই বিষয় নিয়ে বারবার টিউন হচ্ছে, এতে করে টেকটিউন গুরুত্বপূর্ণ স্পেস যেমন নষ্ঠ হচ্ছে তেমনি পাঠকের মনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাই আমার মতে প্রত্যেক নতুন টিউনারদের সব টিউন পড়ে তবে টিউন করা উচিত।

Level 0

lincoln ভাই আপনি যে ক টি টিউন করেছেন সব গুলো খুবই পুরান নতুন কিছু শেয়ার করেন।
যাতে আমরা বলতে পারি Welcome to Techtunes

ব্যপারটা অনেকটা পুরান চালের মতো, ভাতে বাড়ে। তারপরও একই বিষয় নিয়ে বারবার না লিখে নতুন নতুন সফটওয়ার নিয়ে লিখলে ভাল হয়।