ডেস্কটপের কোন অংশ মনে রাখার দরকার নেই সরাসরি সংরক্ষণ করার জন্য উনাকে ব্যবহার করুন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

 বিভিন্ন ওয়েব এড্রেসে অথবা বিভিন্ন সোশ্যাল নেটওয়্যার্কে গিয়ে বিভিন্ন ডকুমেন্ট, ছবি,  ঠিকানা, যে অংশটুকু দরকার মনে রাখতে হয়। কিন্তু আমি ব্রাউজ করতে করতে এত ক্লান্ত যার ফলে এত ভালোভাবে মনে রাখতে  আর মন চায় না তবে আমাকে মনে রাখতে সাহায্য করে ছোট্ট একটি সফ্টওয়্যার। আমার যে অংশটুকু প্রয়োজন সে অংশটুকু আমি আমার পিসির হার্ডডিস্কে আনন্দের সাথে সংরক্ষণ করে নেই। আর সংরক্ষন করতে গিয়ে আমার মন মতো তার গুণের কদর করি।

সফ্টওয়্যার টির নাম হচ্ছে LIGHT Shot

তার চেহারা

এর গুণাগুণ

১. সোশাল নেটওয়ার্কে শেয়ার করতে সাহায্য করে

২.  প্রিন্ট করিয়ে দেয়

৩.  সেভ করতে সাহায্য করে

৪. আনডোর সিস্টেম আছে

৫. টেক্স লিখতে পারে  (কালারসহ)

৬.  বক্স আকতে পারে

৭. আ্যরো দিতে পারে

৮. লাইন আকতে পারে

৯. লেখার জন্য পেনও আছে

১০. নিজের ইচ্ছে মত রেজুলেশনের মাপ করে নিতে ভূমিকা রাখে

আরও আছে মার্কার, আপলোডের ব্যবাস্থা, গুগলে ইমেজ সার্চ করার সুবিধা, কপি  ও পেস্ট করার সুবিধা

সাথে আছে, মানে আর বলতে পারছি না।

তো আর কি নিয়ে নিন। আপনার জন্য নিচে

DOWNLOAD  link

ধন্যবাদ আপনাকে, এত কষ্ট করে সময় দিয়ে আমার ক্ষুদ্র টিউনটি পড়ার জন্য

যদিও ছোট টিউন। কী করবো, শিখছি আপনাদের কাছ থেকে শিখে শিখে দেখে দেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো।

ভালো থাকবেন।

Level 0

আমি এস বাবু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল লিখছেন,ভাই…

স্ক্রীন ক্যাপচার এর জন্য খুব ভালো সফট। ভালো লাগলো। ধন্যবাদ।