আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।আজ পিসিতে কাজ করতে করতে হঠাৎমনে হল একটি টিউন করি তাও আবার একটি মজার সফটওয়্যার নিয়ে। আজ আপনাদের এমন একটি সফটওয়্যার এর কথা বলব যা ব্যবহার করলে আপনার বন্ধু বা পরিচিত অপরিচিত সকলের তথ্য আপনার পিসিতে চলে আসবে। এটি একটি ছোট ইউটিলিটি সফটওয়্যার যার সাহায়্যে pendrive খেকে Data Automatically Hard Drive এ নেওয়া যায়।অর্থাৎ যারাই আপনার পিসিতে পেনড্রাইভ প্রবেশ করাবে তার পেন্ড্রাইভের সকল তথ্য সকলের অজান্তে আপনার পিসিতে চলে আসবে। এমনকি যে গতিতে আমরা তথ্য কপি করি তার চেয়ে অনেক গুণ বেশি গতিতে ডাটা বা ফাইল আপনার পিসিতে কপি হবে ঐ পেন্ড্রাইভ থেকে। Silent ভার্সন কোন প্রকার ঝামেলা ছাড়াই সরাসরি নিদিষ্ট Folder এ ফাইল কপি করে।তবে ভাই মনে রাখবেন মজা করতে করতে অন্যের কোন ক্ষতি করে বসবেন না। আমি এ জাতীয় অনেক সফটওয়্যার দেখেছি এবং নাম জানি কিন্তু এটার মতো চমৎকার ও গতিশীল এক্তা ও পাইনি। তা ছাড়া যে সফটওয়্যার গুলো গুগল সার্চ করে পাওয়া যায় সে গুলো আবার download link থেকে সফটওয়্যার টি মুছে ফেলা হয়েছে। তাই আমি এই অ্যাপ্লিকেশানটি গুগল ড্রাইভ এ আপলোড করে আপনাদের সাথে শেয়ার করেছি। ব্যবহার করে দেখুন , ভাল লাগবে।
সফটওয়্যারটি ইন্সটল করার সময় আপনাকে নির্বাচন করে দিতে হবে কোন ড্রাইভের কোন ফোল্ডারে পেনড্রাইভের ফাইল গুলো কপি হবে।
ইন্সটল করার সময় কোন একটি ড্রাইভ কে ব্রাউস করে দেখিয়ে দিতে হবে।ইন্সটল সম্পন্ন হলে কম্পিউটারের টাস্ক বারের ডান দিকে যে ট্রে আইকন আছে তাতে ক্লিক করুন।
সেখানে pen drive copy সফটওয়্যারটির আইকনের উপর রাইট বাটন ক্লিক করে setting এ যান ।
এবং সেখানে Run at Startup বক্সে টিক দিয়ে ওকে করুন।
এবার পিসি রিস্টার্ট দিন এবং কোন পেনড্রাইভ বা ইউএসবি ডিভাইস লাগান আর মজা দেখুন ।
software টি Download করতে এই লিঙ্কে ক্লিক করুনঃ Google drive download
ভাল লাগলে কমেন্টস করবেন...। আল্লাহ হাফেয।
আমি Anamul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanx