হ্যালো টেকটিউন্স কমিউনিটি। আশা করি সবাই ভাল আছেন।আপনারা হয়তো আপনার পিসি ফাস্ট কাজ করানোর জন্য অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকেন ।কিন্তু পোহাতে হয় লাইসেন্স বা সিরিয়াল কী এর ঝামেলা। অথবা ট্রায়াল প্রিয়ড পর্যন্তই কারো দৌড় শেষ হয়ে যায়।কেউ বা সিরিয়াল কী খুজে নিয়ে ফুল ভার্সন করে নেন কিন্তু এক বছর পর নতুন লাইসেন্স খুজা।এছাড়াও বহুত সমস্যায় ভুগতে হয়। কিন্তু আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব অসাধারন এবং কাজের একটি সফটওয়্যার যার কোন সিরিয়াল কী দরকার নেই এবং আজীবন মেয়াদী এবং এওয়ার্ড প্রাপ্ত কার্যকরী সফটওয়্যার।
এতে যে ফিচার গুলো আছে তা একনজর দেখে নেওয়া যাক।
কেন ডাউনলোড করবেন এটা কাজ কেমন করবে এমন চিন্তা মনে যদি এসে থাকে তো নিচে দেখুন।
এবার ডাউনলোড করার পালা যার লাগবে সে নিচ হতে ডাউনলোড করে নিন।
Baidu_Pc_Faster_Click_Here_For_Download
আজকের জন্য বিদায় দেখা হবে নতুন কিছু নিয়ে অন্য কোন দিন।সবাই ভাল থাকবেন এবং আশা রাখি সাথেই থাকবেন।
সৌজন্যেঃসাইবার প্রিন্স সৌরভ
আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician
nice…..