আসসলামু আলাইকুম। সবাই কেমন আছেন। আজকে আইডিএম এর নতুন ভার্সন এবং এ্যাকটিভ করা নিয়ে টিউন করব । আমরা যারা ইন্টারনেট এর মাধ্যমে কোন ফাইল ডাউনলোড করি তার জন্য ব্যবহার করি IDM এটা সকলের কাছে জনপ্রিয় একারনে যে, এর বিশেষ কিছু গুন আছে, যার দ্বারা আমরা সহজেই ইউটিউব, ফেসবুক সহ নানান প্রকার সাইড থেকে ডিভিও দ্রুত ডাউনলোড করতে পারি। এ নিয়ে বেশি কিছু বলার নাই, ব্যবহার যখন করেন তাহলে বুঝিয়ে দেবার কিছুই নাই। Pro ভার্সনের জন্য টাকা খরচ করতে হবে, সবার কি সাধ্য আছে কিনে ব্যবহার করার, আর কিনতে গেলেও নানান সমস্যা ভিসা কার্ড, মাস্টার কার্ড ব্যবহার কর। এগুলি সবা্র কাছে থাকে?। তাই বলে IDM ব্যবহার করে না এমন লোক আছে? হ্যা তবে এর বিপরীত একটা আছে নাম ইগলগেট। আমি ব্যবহার করেছি কিছুদিন কিন্তু IDM এর মত মজা পাইনা, তো আর কথা না বাড়িয়ে ডাউনলো করে ফেলুন। নিচের লিঙ্ক থেকে IDM 6.23 Build 12 ডাউনলোড করে নিন।
IDM 6.23 Bui1ld 12 ক্র্যা-ক ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে
IDM 6.23 Bui1ld 12 ডাউনলোড করার পর পুরান টি আনইস্টল করে নতুনটি ইনস্টল করুন তারপর ডাউনলোড করা ক্রো-ক ফাইলটি ডাবল ক্লিক করে কাজ সারেন। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে নেবেন, ডাউনলোডে কোন সমসন্যা হলে জানাবেন আবার নতুন করে লিঙ্ক দেব। সবাই ভালো থাকবেন আগামী টিউনে আবার দেখা হবে সে আশায় আমার টিউনের সমাপ্তি ঘোষনা করলাম। ধন্যবাদ
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Error Massage diccay Edaning. Apner ta ki day? JPls Janan. Tylay puran ta uninstall koray apnar ta dibo