কম্পিউটারে কাজ করার সময় অনেক অপ্রয়োজনীয় ফাইল জমা হয়ে যায়! এর এই ফাইল গুলো আমাদের কম্পিউটারে যায়গা নিয়ে জমা হয়ে থাকে। এই অপ্রয়োজনীয় ফাইল গুলো ডিলেট করার জন্য আমরা কতরকম সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু আজ আমি এমন একটি সফটওয়্যার এর সাথে পরিচই করিয়ে দিব সেই সফটওয়্যার টি মাত্র 73.3 KB সাইজ এর।
যেভাবে ব্যবহার করবেনঃ-
প্রথমে এখানে ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
এবং আন-জিপ করে ওপেন করুন।
ওপেন হলে নেক্সট (Next) বাটনে ক্লিক করুন।
এখানে Check All এ চেক দিলে লিস্টের সকল ধরনের ফাইল সিলেক্ট হয়ে যাবে।
আর Create Log এ চেক দিলে কোন জাইগা থেকে কোন ফাইল ডিলেট হল টা শেষে দেখাবে।
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice……….go ahead..