সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সফটওয়্যার সমুদ্রে লাখো কোটি সফটওয়্যারের ভিড়ে সেরা সফটওয়্যার খুঁজে পাবার নিমিত্তে আমার চেইন টিউনের ১০ম পর্ব।
আমাদের ব্যক্তিগত যেকোন তথ্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরবর্তিতে ব্যবহারের জন্য আমরা এগুলো সংরক্ষণ করে রাখি কম্পিউটারের হার্ডডিস্কে, পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ডে। কিন্তু মাঝে মাঝেই অসাবধানতা বশত আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ডিলেট হয়ে যায়, হারিয়ে যায় কিংবা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায়। কথায় আছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। খুব কম সংখ্যক মানুষ আছেন যারা হারিয়ে যাওয়া ডাটা গুলোকে ঠিকঠাক মতো ফেরত পান। যদিও আমরা অনেক প্রকার ডাটা রিকোভারি সফটওয়্যার ব্যবহার করে থাকি, তারপরেও সেগুলো প্রয়োজনের সময়ে খুব কমই কাজে লাগে। আমার এই চেইন টিউনের মূল উদ্দেশ্য ছিলো আপনাদের বিশ্বসেরা কিছু সফটওয়্যার উপহার দেওয়া। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই বর্তমান দুনিয়ায় অসংখ্য ডাটা রিকোভারি সফটওয়্যারের ভিড়ে ব্যবহারকারীদের মতামত এবং প্রডাক্টের কার্যকরীতার উপর ভিত্তি করে আপনাদের জন্য সেরা সফটওয়্যারটি আজ উপস্থাপন করছি।
২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ডাটা রিকোভারি সফটওয়্যারগুলোর নাম নিচে দেওয়া হলো। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে। সব মনে রাখবেন দামে বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো নাও হতে পারে। দাম দিয়ে পণ্যের বিচার করাটা সব সময় ঠিক নয়।
উপরের তালিকাটির শীর্ষে থাকা Data Rescue PC সফটওয়্যারটিকে প্রথম স্থান দিলেও সফটওয়্যারটির লেটেস্ট আপডেট না থাকা, অনলাইন ইনস্টলেশন প্রক্রিয়া এবং কার্যকর মেডিসিন ফাইলের সমস্যার কারনে তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সফটওয়্যারটি নিয়ে আজ আমরা আলোচনা করবো এবং টিউন শেষে এটার ফুল ভার্সন নিয়ে ঘরে ফিরবো।
উপরে বর্ণিত লিস্টে বেসিক লেভেলের ডাটা রিকোভারি সফটওয়্যারগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু আমি আজ আপনাদের জন্য সেরাদের সেরাটাই উপহার দিবো। ৪৯৯ ডলার মূল্যের সফটওয়্যারটি ডাউনলোড করার পূর্বে চলুন এর গুরুত্বপূর্ণ ফিচারগুলো সম্পর্কে এক নজরে একটু ধারনা নেওয়া যাক।
গুরুত্বপূর্ণ ফিচারগুলো এক নজরে নিশ্চয় দেখে নিয়েছেন। এবার চলুন সফটওয়্যারটির অন্দর মহল থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। কথায় আছে প্রথমে দর্শনধারী তারপরে গুন বিচারী। দেখতে ভালো লাগলেই তো ডাউনলোড করতে মন চাইবে।
সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার প্রয়োজনের সাথে মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে মেডিসিন ফাইল সহ ৫৩ মেগাবাইটের জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড সাইজ আপাততো সাধ্যের মধ্যে থাকায় এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না।
ডাউনলোড প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে ডাউনলোকৃত জিপ ফাইলটি মাউসের রাইট বাটন ক্লিক করে আনজিপ করে নিন। তবে অবশ্যই খেয়ার রাখবেন এই সময় যেন আপনার পিসির ইন্টারনেট সংযোগ এবং এন্টিভাইরাস বন্ধ অবস্থায় থাকে। জিপ ফাইলটি আনজিপ করার পরে এর ভেতরে ২ টি ফোল্ডার (Setup এবং Upadate) এবং Medicine.exe নামের একটি ফাইল পাবেন। প্রথমে Setup ফোল্ডার থেকে ER_WIN_ENT.exe ফাইলটি সেটাপ দিন। তবে সেটাপ প্রক্রিয়া যখন নিচের চিত্রের মতো শেষ অবস্থায় আসবে তখন চিহিৃত চেকমার্ক তুলে দিয়ে সেটাপ কমপ্লিট করবেন।
এবার Upadate ফোল্ডার হতে সবগুলো ফাইল কপি করুন এবং C:\Program Files\Kroll Ontrack\Ontrack EasyRecovery11 Enterprise লোকেশনে গিয়ে সবগুলো ফাইল পেস্ট করুন। পেস্ট করার সময় সবগুলো ফাইলকে ওভার রাইট করতে বললে ওভার রাইট করুন। সেটাপ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার একটিভেট করার পালা।
সফটওয়্যারটির একটিভেশন প্রক্রিয়া খুবই সহজ। আমি না দেখালেও আপনারা অনেকেই কাজটি একা একা করতে পারতেন। কিন্তু নতুন ব্যবহারকারীদের কথা চিন্তা করেই বিস্তারিত বর্ণনা করছি। প্রত্যেকটি স্টেপ মনযোগ দিয়ে দেখুন এবং নিজে চেষ্টা করুন। আশা করছি কেউ অকারন ঘাবড়ে যাবেন না।
আশা করি আপনারা প্রত্যেকটা ধাপ খুব মনযোগ সহকারে দেখেছেন এবং সফলভাবে সফটওয়্যারটি একটিভেট করতে পেরেছেন। যদি কোন প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে প্রথম থেকে আবার চেষ্টা করুন। সফটওয়্যারটি অধিক নিরাপদে ব্যবহার করতে চাইলে মেইন ফাইলটিকে ফায়ালওয়্যাল দিয়ে ব্লক করে দিন। ফায়ালওয়াল বিষয়ক বিস্তারিত জানতে আমার নিচের টিউন দুটি এক নজরে দেখে নিতে পারেন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
দেখি কি কি রিকভার করা যায় … টিউনের জন্য ধন্যবাদ…নিরন্তর শুভকামনা…