সেরা দশ থেকে বেছে নিন আপনারটি [পর্ব-১০] :: বিশ্বসেরা ডাটা রিকোভারি সফটওয়্যার! কম্পিউটারের গুরুত্বপূর্ণ ডাটা আবার হারায় নাকি?

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

সেরা দশ থেকে বেছে নিন আপনারটি

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সফটওয়্যার সমুদ্রে লাখো কোটি সফটওয়্যারের ভিড়ে সেরা সফটওয়্যার খুঁজে পাবার নিমিত্তে আমার চেইন টিউনের ১০ম পর্ব।

আমাদের ব্যক্তিগত যেকোন তথ্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরবর্তিতে ব্যবহারের জন্য আমরা এগুলো সংরক্ষণ করে রাখি কম্পিউটারের হার্ডডিস্কে, পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ডে। কিন্তু মাঝে মাঝেই অসাবধানতা বশত আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ডিলেট হয়ে যায়, হারিয়ে যায় কিংবা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায়। কথায় আছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। খুব কম সংখ্যক মানুষ আছেন যারা হারিয়ে যাওয়া ডাটা গুলোকে ঠিকঠাক মতো ফেরত পান। যদিও আমরা অনেক প্রকার ডাটা রিকোভারি সফটওয়্যার ব্যবহার করে থাকি, তারপরেও সেগুলো প্রয়োজনের সময়ে খুব কমই কাজে লাগে। আমার এই চেইন টিউনের মূল উদ্দেশ্য ছিলো আপনাদের বিশ্বসেরা কিছু সফটওয়্যার উপহার দেওয়া। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই বর্তমান দুনিয়ায় অসংখ্য ডাটা রিকোভারি সফটওয়্যারের ভিড়ে ব্যবহারকারীদের মতামত এবং প্রডাক্টের কার্যকরীতার উপর ভিত্তি করে আপনাদের জন্য সেরা সফটওয়্যারটি আজ উপস্থাপন করছি।

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা সফটওয়্যারগুলোর নাম

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ডাটা রিকোভারি সফটওয়্যারগুলোর নাম নিচে দেওয়া হলো। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে। সব মনে রাখবেন দামে বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো নাও হতে পারে। দাম দিয়ে পণ্যের বিচার করাটা সব সময় ঠিক নয়।

  • 01. Data Rescue PC | $29.95
  • 02. Ontrack EasyRecovery | $79.00
  • 03. Recover My Files Professional | $99.95
  • 04. Stellar Phoenix | $49.95
  • 05. Salvage Data Recovery | $99.00
  • 06. GetDataBack | $69.00
  • 07. Power Data Recovery | $69.00
  • 08. R-Studio | $79.99
  • 09. Data Recovery Wizard | $69.95
  • 10. Advanced Disk Recovery | $39.95

উপরের তালিকাটির শীর্ষে থাকা Data Rescue PC সফটওয়্যারটিকে প্রথম স্থান দিলেও সফটওয়্যারটির লেটেস্ট আপডেট না থাকা, অনলাইন ইনস্টলেশন প্রক্রিয়া এবং কার্যকর মেডিসিন ফাইলের সমস্যার কারনে তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সফটওয়্যারটি নিয়ে আজ আমরা আলোচনা করবো এবং টিউন শেষে এটার ফুল ভার্সন নিয়ে ঘরে ফিরবো।

Ontrack EasyRecovery 11 Enterprise | Price $499

উপরে বর্ণিত লিস্টে বেসিক লেভেলের ডাটা রিকোভারি সফটওয়্যারগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু আমি আজ আপনাদের জন্য সেরাদের সেরাটাই উপহার দিবো। ৪৯৯ ডলার মূল্যের সফটওয়্যারটি ডাউনলোড করার পূর্বে চলুন এর গুরুত্বপূর্ণ ফিচারগুলো সম্পর্কে এক নজরে একটু ধারনা নেওয়া যাক।

  • Ontrack EasyRecoveryএর সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর সফটওয়্যার Ontrack EasyRecovery Enterprise
  • আপনার কোম্পানির একাধিক ওয়ার্কস্ট্যাশনের নিরাপত্তার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন।
  • যেকোন তথ্যকে চিরতরে মুছে ফেলা কিংবা যেকোন পরিস্থিতিতে অক্ষত রাখাতে পারবেন।
  • ভার্চুয়াল অপারেটিং সিস্টেম থেকে ডাটা রিকোভার করার জন্যও রয়েছে সুব্যবস্থা।
  • হার্ডওয়্যার এবং সফটওয়্যারের RAID রিকোভারি সাপোর্ট।
  • ডাটা রিকোভারি ছাড়াও রয়েছে মেইল রিকোভারি, Hex Viewer, হার্ডডিস্ক বেড সেক্টর এনালাইছিস, যেকোন ইমেজ (ISO) তৈরীর টুলস, কপি এবং রিফ্রেস ডিস্কের সুবিধা।

গুরুত্বপূর্ণ ফিচারগুলো এক নজরে নিশ্চয় দেখে নিয়েছেন। এবার চলুন সফটওয়্যারটির অন্দর মহল থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। কথায় আছে প্রথমে দর্শনধারী তারপরে গুন বিচারী। দেখতে ভালো লাগলেই তো ডাউনলোড করতে মন চাইবে।

ডাউনলোড এবং ইনস্টলেশন প্রক্রিয়া

সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার প্রয়োজনের সাথে মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে মেডিসিন ফাইল সহ ৫৩ মেগাবাইটের জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড সাইজ আপাততো সাধ্যের মধ্যে থাকায় এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না।

ডাউনলোড প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে ডাউনলোকৃত জিপ ফাইলটি মাউসের রাইট বাটন ক্লিক করে আনজিপ করে নিন। তবে অবশ্যই খেয়ার রাখবেন এই সময় যেন আপনার পিসির ইন্টারনেট সংযোগ এবং এন্টিভাইরাস বন্ধ অবস্থায় থাকে। জিপ ফাইলটি আনজিপ করার পরে এর ভেতরে ২ টি ফোল্ডার (Setup এবং Upadate) এবং Medicine.exe নামের একটি ফাইল পাবেন। প্রথমে Setup ফোল্ডার থেকে ER_WIN_ENT.exe ফাইলটি সেটাপ দিন। তবে সেটাপ প্রক্রিয়া যখন নিচের চিত্রের মতো শেষ অবস্থায় আসবে তখন চিহিৃত চেকমার্ক তুলে দিয়ে সেটাপ কমপ্লিট করবেন।

এবার Upadate ফোল্ডার হতে সবগুলো ফাইল কপি করুন এবং C:\Program Files\Kroll Ontrack\Ontrack EasyRecovery11 Enterprise লোকেশনে গিয়ে সবগুলো ফাইল পেস্ট করুন। পেস্ট করার সময় সবগুলো ফাইলকে ওভার রাইট করতে বললে ওভার রাইট করুন। সেটাপ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার একটিভেট করার পালা।

Ontrack EasyRecovery 11 Enterprise – একটিভেশন

সফটওয়্যারটির একটিভেশন প্রক্রিয়া খুবই সহজ। আমি না দেখালেও আপনারা অনেকেই কাজটি একা একা করতে পারতেন। কিন্তু নতুন ব্যবহারকারীদের কথা চিন্তা করেই বিস্তারিত বর্ণনা করছি। প্রত্যেকটি স্টেপ মনযোগ দিয়ে দেখুন এবং নিজে চেষ্টা করুন। আশা করছি কেউ অকারন ঘাবড়ে যাবেন না।

  • প্রথমে সফটওয়্যারটির আইকন চেপে সেটাকে প্রথমবারের মতো রান করুন। তাহলে নিচের মতো একটিভেশন পেইজ আসবে। এবার চিত্রে চিহিৃত Click Here For Activation Code অপশনে ক্লিক করুন।

  • এবার নিচের মতো করে আপনার কম্পিউটারের ডিফল্ট ব্রাউজার চালু হবে। যেহেতু ইন্টারনেট কানেকশন বন্ধ তাই তাই পেইজ লোড হবেনা। আপনি শুধুমাত্র ব্রাউজারের এড্রেসবার থেকে একটিভেশন URL টা কপি করে নিন।

  • এবার Medicine.exe ফাইলটি কম্পিউটারের এডমিন হিসাবে রান করুন। নিচের প্রথম চিত্রের মতো আসলে খালি বক্সে ব্রাউজারের এড্রেসবার থেকে প্রাপ্ত একটিভেশন URL পেস্ট করে দিন। তাহলে দ্বিতীয় চিত্রের চিহিৃত বক্সে আপনি একটিভেশন কোড পেয়ে যাবেন। এবার এই একটিভেশন কোডটি কপি করে রাখুন।

  • কপি করা একটিভেশন কোডটি নিচের চিত্রে দেখানো জায়গায় পেস্ট করে একটিভেট বাটনে ক্লিক করুন। ব্যাস একটিভেশনের জন্য আপনাকে অভিনন্দন জানাবে সফটওয়্যারটি।

আশা করি আপনারা প্রত্যেকটা ধাপ খুব মনযোগ সহকারে দেখেছেন এবং সফলভাবে সফটওয়্যারটি একটিভেট করতে পেরেছেন। যদি কোন প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে প্রথম থেকে আবার চেষ্টা করুন। সফটওয়্যারটি অধিক নিরাপদে ব্যবহার করতে চাইলে মেইন ফাইলটিকে ফায়ালওয়্যাল দিয়ে ব্লক করে দিন। ফায়ালওয়াল বিষয়ক বিস্তারিত জানতে আমার নিচের টিউন দুটি এক নজরে দেখে নিতে পারেন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি কি কি রিকভার করা যায় … টিউনের জন্য ধন্যবাদ…নিরন্তর শুভকামনা…

নিঃসন্দেহে টিউনটি ভালো হয়েছে এবং প্রয়োজনীয় একটি সফট্য়্যার শেয়ার করেছেন।

ধন্যবাদ ভাই

ধন্যবাদ 🙂

ভাইয়া,আপনি যা দেন চোখ বন্ধ করে ডাউনলোড করি।পারফর্মেন্স নিয়া কোনো চিন্তা করি না।
আশা করি আমার ব্যবহৃত ডাটা রিকোভারি সফটওয়ারগুলোর মধ্যে এটাই বেস্ট এবং এই বেস্ট সফটওয়ার টা দেওয়ার জন্য আপনাকেও আমার বেস্ট ধন্যবাদ।

ভালই মনে হয় পরে কখনো দরকার পরেবে এখন এমবি কম আছে তাই ডাওনলোড দিলামনা
ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

vai download link ta ektu repair korey diben….
.
Bandwidth Exceeded
Sorry, this content has run out of bandwidth.

    @asstha: ডাউনলোড সমস্যার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। টিউনটি খুব শীঘ্রই আপডেট করা হবে। আমি সামান্য আপলোড সমস্যায় ভোগতেছি। রাতে একবার চেষ্টা করুন।

    @asstha: লিংক ঠিক করে টিউন আপডেট করা হয়েছে 🙂

ভাই আমি স্ক্রিনে Folder করে তার ভিতর ফাইল গুলা রাখছিলাম Pendrive থেকে কপি করে।সেগুল ফেরত পাব কি করে?

Level 2

Bandwidth Exceeded
Sorry, this content has run out of bandwidth.

এই সিরিজের প্রত্যেকটা টিউন অনেক প্রয়োজনীয় এবং মানসম্মত। টিউন শেষে জানার মতো কোন প্রশ্ন খুঁজে পাওয়া যায় না। তবে সিরিজটি টিউনার এবং ভিজিটরদের খুব ভালোই ভুগাইছে। তথাকথিত ক্র্যাক কিংবা মেডিসিন ফাইলের জন্য কোন ফাইল শেয়ারিং সাইটই এগুলো রাখতে চায় না। সিরিজের প্রত্যেকটি টিউনের সাথে টিউনারের অসীম ধৈর্য্যের পরিচয় পাওয়া যায়। আজকেও প্রথম লিংক ডেড হওয়া তার প্রমাণ। যাহোক, অবশেষে মিডিয়াফায়ার রেখে দিয়েছে দেখে ভালো লাগলো 🙂

    @Nouman Alam: কষ্ট যাই হোক, টিউজিটরদের উপকার হলেই টিউনারের পরিশ্রম স্বার্থক। ডাউনলোড লিংকের সমস্যার কারনে যদিও নিয়মিত টিউন করার সময় পাচ্ছিনা। কারন অবসর ছাড়া এই সিরিজের টিউন করার দুঃসাহস হয়না। তবুও আশা করছি আরও গোটা দশেক পর্ব সামনের দিনগুলোতে আসবে।

    সুন্দর এবং সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ 🙂

যদিও এই টাইপের সফটুর প্রতি আমার ভক্তি-ভালোবাসা দু’টোই কম (বেশিরভাই আহামরি কাজের না), তারপরও এটার সুরতটা মনে ধরেছে….সময় হলে বাজিয়ে দেখব……ভাগাভাগির জন্য ধইন্যা 🙂

    @নিওফাইট নিটোল: যদিও একটু সচেতন থাকলে এই টাইপ সফটওয়্যারের প্রয়োজন পড়েনা। তারপরেও প্রয়োজনের সময় যদি দুধের স্বাদ ঘুলে মিটে তাহরেও মন্দ না।

    সুন্দর টিউমেন্টের জন্য ধইন্যার বেশি আর কি’বা দিতে পারি বলুন :mrgreen:

অনেক ধন্যবাদ ভাই টিউনটার জন্য 🙂
এটা কি মেমরি কার্ডেও কাজ করবে ?

আসলি আপনার প্রত্যেকটা পোস্ট এ কেমন যেন ভাল লাগে।আসা করি সামনে আর ভাল কোন পোস্ট নিয়ে হাজির হবেন।

ধন্যবাদ ফাহাদ ভাই।।

নিসন্ধেহে অনেক ভাল সফট। আসা করি কাজে লাগবে। ধন্যবাদ সবার সাথে শেয়ার করার জন্য।

ভাইয়া এত সুন্দর করে টিউন করেন কেন? মনে হয় আগেই জানতাম অনেক কাজের জিনিস দিলেন ভাইয়া এখন এমবি কম তাই প্রিওতে রাখলাম পরে ডাউনলোড করব

    @রবিউল হক: টেকটিউনস পরিবারকে অনেক ভালোবাসি তাই যতোটা পারি হৃদয় উজাড় করে টিউন করার চেষ্টা করি। আপনার সুন্দর টিউমেন্টের জন্য ধইন্যা 🙂

কাজ হয়েছে ভাইয়া… ধন্নবাদ!

কাজের কাজের সফটওয়ার গুলা আমার খুব কাজে লাগবে। ধন্যবাদ

Level 1

ফাহাদ ভাই এমন কোন সফটওয়্যার নাই যেটা দিয়ে ডিলিট করা ফাইল গুলো যাতে আর কোন দিনও রিকভার করা না যায়? থাকলে আমাকে জানাবেন ভাই। অপেক্ষায় রইলাম ভাই। 🙂

Level 1

দুঃখিত ভাই,আসলে আমি আপনাকে বুঝাতে পারিনাই বিষয়টা। আমি যেটা বুঝাতে চেয়েছি তা হল আমি আগেই ডিলিট করে ফেলেছি, সেই ফাইল গুলো যাতে করে আর রিকভার না হয় তার কি করা যাবে? কষ্ট করে রিপ্লাই দেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 😀

VAIYA download linkta akto tik kora dan .ota kaj korsa na

I had downloaded it on 5 jun,15. But not used then. today i install it… And discovered a matter:::
The LC Technology company Changed their package name from “LC technology Data Recovery” to “Ontrack Data recovery”…………
Because I already have the older version of this program!!! Which is named by”LC technology Data Recovery”……

Thanks….. to ….the…tuner!!!!!!

ধন্যবাদ, কাজের জিনিষ।

Thanks vai amar hard disk format hoysilo ami khoub chintay silam .but ay soft use kora ami amar file gola recovary korta parisi a jonno apnaka very very Thanks

    টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ জুবাইর ভাই। আপনার উপকারে লেগেছে জেনে ভালো লাগলো।

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।

খুব দরকারি খুব উপকার হলো ভাই

Level 0

আস্সালামু আলাইকুম,
আমার একটি টশিবা 1 টেরাবাইটের ইন্টারনাল হার্ডডিস্ক আছে । এর আগে অনেক সফটওয়্যার দিয়ে ফাইল রিকভার করার চেষ্টা করেছি কিন্তু কোন কাজ হয়নি। টশিবা ইন্টারনাল হার্ডডিস্কটি কয়েকবার ফরমেট দেয়া হয়ে গেছে। আপনার উপরোক্ত সফট্ওয়্যার দিয়ে কি কাজ হবে?সফটওয়্যারগুলোর ডাউনলোড লিংক কোথায়? আপনার ইমেইল এড্রেসটা দিলে ভাল হতো।

Level 0

Upadate ফোল্ডার হতে ফাইল কপি করার সময় C:\Program Files\Kroll Ontrack\Ontrack EasyRecovery11 Enterprise লোকেশনে গিয়ে সব ফাইল Copy করার সময় pest হয় না।

Level 0

There is no resume support.

Level 0

Doesn’t work.

    সত্যিই দুঃখিত। কেন যে কাজ করছে না সেটা বুঝতে পারছি না। টিউনটা যখন পাবলিশড করেছি সেই সময়ে দারুণ কাজ করতো। অপারেটিং সিস্টেম কি আপনার?