আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ভাল লাগা তিনটি কাজের সফট, আজ পিসিতে বিভিন্ন সফট খুঁজতে গিয়ে এই ৩টি সফট পেলাম! আগে নিজেই ব্যবহার করে দেখলাম। ভাল লাগলো তাই সকলের মাঝে শেয়ার করা। আশা করি ভাল লাগবে সবার।
এক নজরে সফট গুলোঃ
১। Windows Original Install Date : এই সফট এর দ্বারা আপনি অতি সহজে আপনার উনডোজ এর অরজিনাল তারিখ দেখতে পারবেন। নিচের মত করে। ডাউনলোড
২। PyDict Bangla : আমি অনেক গুলো ডিকশোনারী ব্যবহার করেছি কিন্তু যখন এই সফট টির দেখা পেলাম তখন থেকে অন্য গুলো ব্যবহার বাদ দিয়েছি। নিচে দেখুন সফটির এক ঝলক। ডাউনলোড
৩।. Shadhin Ovidhan: এটি ও অনেক কাজের আমি নিজেও ব্যবহার করছি এবং অনেক শব্দের ব্যবহার জানতে পারছি এই সফট এর দ্বারা। এক নজরে সফট টি ।
ডাউনলোড
ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না…
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
প্রথমটা তেমন কাজে না আসলেও পরের দুটো কাজে আসবে। ধন্যবাদ হোছাইন আহম্মদ ভাই।