আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে। (কিছুক্ষণ আগেই ভূমিকম্প হয়ে গেল আমার এখানে)
শুরুতেই বলে নিচ্ছি এটা আমার প্রথম টিউন, তাই যেকোন ধরনের ভুল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 🙂
চলে যাচ্ছি টিউনে, আমরা পিসিতে দ্রুত ডাউনলোডের জন্যে প্রায় সবাই IDM এর উপর নির্ভরশীল। কিন্তু এটা পেইড সফটওয়্যার হওয়ায় এটিতে Cracking, প্যাচিং নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়। তাও আবার মাঝে মধ্যে সব ব্রাউজারে সেটা সাপোর্ট করেনা। তাই এর বিকল্প হিসেবে বের করে ফেললাম "EDM" (EagleGet Download Manager)। এটাতে IDM এর সকল সুবিধা তো আছেই এবং সেটার চেয়ে বেশী সুবিধাই পাবেন বোধ করি। 😉 ডাউনলোড স্পিড IDM এ যা থাকে সেটাই এতেও পাবেন। এছাড়া এটি সব ব্রাউজার সাপোর্টেড। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটি ফুল ফ্রি সফটওয়্যার, তাই কোন Crack এর জন্যে হাতাহাতি করা লাগবেনা। 😛
এক নজরে এর সুবিধাগুলো দেখে নিন-
1. Increase Download Speed Greatly
2. Support All Popular Browsers
3. Automatic Refresh Expired Download Address
4. Schedule and Manage Downloading Jobs Smartly
5. Download Audio and HD Videos from ANY Websites
6. Convert Web Videos to Multiple Formats
7. Flexible Notification Configurations & Silent Mode
8. Automatic Malware Checker & File Integrity Verifier
9. Customizable User Interface
10. Multi Language Support
11. Freeware Offers Smoothest Experience Ever
আরও বিস্তারিত এখানে দেখতে পারেন 🙄
চলুন দেখে নেই কয়েকটা স্ক্রিনশট-
কথা আর বাড়ালাম না, ডাউনলোড করে নিন এক ক্লিকে (মাত্র ৫.৫ এম.বি.) 🙂
এখানে ক্লিক দিন> ডাউনলোড EDM
*বিঃদ্রঃ আপডেট আসলে আপডেট ইন্সটল দিবেন, লেটেস্ট ইজ বেস্ট 😉 ; নরমালি ইন্সটল দিলেই হয়ে যাবে। আর হ্যা, ইন্সটলের আগে অবশ্যই অন্য যেকোন ডাউনলোড ম্যানেজার ইন্সটল দেয়া থাকলে তা আনইন্সটল করে নিবেন। 😎 ; মন্তব্যের অপেক্ষায় রইলাম। 🙄
আমি মোঃ মাহবুব আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Downloaded and examined. It’s nice. But koto din free thake sheitai dekhar bisoy.
Thank you very much for sharing.