ছুড়ে ফেলুন IDM, এখন শুধুই “EDM” (অবশ্যই দেখবেন)

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে। (কিছুক্ষণ আগেই ভূমিকম্প হয়ে গেল আমার এখানে)

শুরুতেই বলে নিচ্ছি এটা আমার প্রথম টিউন, তাই যেকোন ধরনের ভুল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।  🙂

চলে যাচ্ছি টিউনে, আমরা পিসিতে দ্রুত ডাউনলোডের জন্যে প্রায় সবাই IDM এর উপর নির্ভরশীল। কিন্তু এটা পেইড সফটওয়্যার হওয়ায় এটিতে Cracking, প্যাচিং নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়। তাও আবার মাঝে মধ্যে সব ব্রাউজারে সেটা সাপোর্ট করেনা। তাই এর বিকল্প হিসেবে বের করে ফেললাম "EDM" (EagleGet Download Manager)। এটাতে IDM এর সকল সুবিধা তো আছেই এবং সেটার চেয়ে বেশী সুবিধাই পাবেন বোধ করি।  😉  ডাউনলোড স্পিড IDM এ যা থাকে সেটাই এতেও পাবেন। এছাড়া এটি সব ব্রাউজার সাপোর্টেড। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটি ফুল ফ্রি সফটওয়্যার, তাই কোন Crack এর জন্যে হাতাহাতি করা লাগবেনা।  😛 

এক নজরে এর সুবিধাগুলো দেখে নিন-
1. Increase Download Speed Greatly
2. Support All Popular Browsers
3. Automatic Refresh Expired Download Address
4. Schedule and Manage Downloading Jobs Smartly
5. Download Audio and HD Videos from ANY Websites
6. Convert Web Videos to Multiple Formats
7. Flexible Notification Configurations & Silent Mode
8. Automatic Malware Checker & File Integrity Verifier
9. Customizable User Interface
10. Multi Language Support
11. Freeware Offers Smoothest Experience Ever
আরও বিস্তারিত এখানে  দেখতে পারেন  🙄

চলুন দেখে নেই কয়েকটা স্ক্রিনশট- 

 

 

 

 

 

 

 

 

 

 

কথা আর বাড়ালাম না, ডাউনলোড করে নিন এক ক্লিকে (মাত্র ৫.৫ এম.বি.)  🙂

এখানে ক্লিক দিন> ডাউনলোড EDM 

*বিঃদ্রঃ আপডেট আসলে আপডেট ইন্সটল দিবেন, লেটেস্ট ইজ বেস্ট  😉  ; নরমালি ইন্সটল দিলেই হয়ে যাবে। আর হ্যা, ইন্সটলের আগে অবশ্যই অন্য যেকোন ডাউনলোড ম্যানেজার ইন্সটল দেয়া থাকলে তা আনইন্সটল করে নিবেন  😎 ; মন্তব্যের অপেক্ষায় রইলাম।  🙄

Level 1

আমি মোঃ মাহবুব আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Downloaded and examined. It’s nice. But koto din free thake sheitai dekhar bisoy.
Thank you very much for sharing.

আগে IDM ব্যবহার করতাম, কিন্তু এতটাই ঝামেলা করত যে , শেষমেশ ওটা বাদ দিলাম। এখন FDM(Freeware) নিয়ে শান্তিতে আছি। এটার আগের ভার্সন ট্রাই করেছিলাম, ততটা ভাল না। দেখি নতুন ভারসন কেমন!

youtube থেকে video grab করতে পারে এটা?

Level 0

hmmm…youtube a kaj kore….r download speed o beshi idm theke

tnx vai… emon aro valo free soft chai..

    @ধূপ ছায়া: আপনাকেও স্বাগতম। এভাবে যদি সাথে থাকেন ইনশাআল্লাহ আরও ভাল কিছু শেয়ার করতে পারব বলে আশা করি। 😎

I am “Ubuntu[Linux]” user. Do you have linux supported “EDM”?

    @কামাল আহমেদ: Sorry bro, EDM hasn’t support for LinuX OS yet; but you can try “XDM” (Xtreme Download Manager) which is also freeware & feature is near to “EDM” 🙂

    To install xtreme download manager in Ubuntu 14.04, please follow these steps

    1. Open a terminal window.

    2. Type in the following commands, then hit Enter after each:

    sudo add-apt-repository ppa:noobslab/apps
    sudo apt-get update
    sudo apt-get install xdman

    বিঃদ্রঃ অবশ্যই নেটে কানেক্টেড থাকা অবস্থায় এটি করতে হবে। সাথেই থাকবেন। ধন্যবাদ।

Level 2

সফটওয়ারটি’র সাথে সেই বিটা ভার্সন থেকেই আছি। ভিডিও ডানউলোডের জন্য দারুন।

    @Kamrul Cox: হুম ভাই, শুধু ভিডিওই না, যেকোন ধরণের ডাউনলোডের জন্যেই আমার কাছে সেরা এটি। 🙂

Level 0

ভালই।

আমার কাছে IDM ই ভাল লাগে @ তবুও দিলাম ডাউনলোড @ কিন্তু Maxthon ব্রাউজার এর IDM এর সাথে দেখি অনেক মিল আছে @ ধন্যবাদ

@MD. GOLJAR ALI: 😀 নিরাশ হবেন না, নিশ্চিত থাকেন। 😉

Level 2

ভালইত মনে হয়

আমার জন্য এটা একটু সমস্যা। কারন আমি Cyberfox (Firefox এর ক্লোন কপি) ব্যবহার করি। কিছুতেই ওটার সাথে ইন্টিগ্রেট হল না…… প্রায় সকল ডাউনলোড ম্যানেজার ট্রাই করেছি, বাট একটাও কাজ করে না।

thanks….. trying.it…..

আপনার টিউন দেখেই আইডিএম আনইন্স্টল করে এটা ইন্স্টল দিলাম, ৩ দিন ধরে EDM ইউজ করছি। তো আমার রিভিউ জানানোর জন্যেই এই কমেন্ট। অসাধারণ একট ফ্রি ডাউনলোড ম্যানাজার এটি। ইউটিউব, ফেইসবুক, ডেইলিমোশন ইত্যাদি সাইট থেকে এক ক্লিকে ভিডিও ডাউনলোড হয়। পজ-রিজিউম, ডাউনলোড কিউ (queue), শিডিউল – ইত্যাদি সব ফিচার সাপোর্ট করে। সাথে বোনাস হিসেবে ভিডিও ফাইলকে অটোম্যাটিক কনভার্ট করার সুবিধাও আছে – এটা কিন্তু আইডিএম এ নাই। অনেক ভালো লেগেছে। খালি একটা ঝামেলা – আমি ম্যাক্সথন পোর্টেবল ভার্সন ব্যাবহার করি, এটাতে অন্যান্য ডাউনলোড ক্যাপচার করলেও ফ্ল্যাশ ভিডিও, অডিও ঠিকমতো ক্যাপচার হয়্না। তারপরেও EDM ইন্টারনেট এক্সপ্লোরারে দারুন কাজ করে। অসাধারণ সফট এটি।

    @ধূপ ছায়া: জ্বি ভাইয়া, সব পোর্টেবল সফটওয়্যারের ক্ষেত্রেই রেজিস্ট্রি ফাইল গুলা যথাযথ প্রসেসিং না হওয়ায় কিছু কিছু রেস্ট্রিকশন থেকেই যায়। 🙂 তবে মোটের উপর দুর্দান্ত রিভিউ+মন্তব্য করার জন্যে অসংখ্য ধন্যবাদ। 😎