যেকোন ইমেল এড্রেসে ইমেল পাঠান যেকোন ইমেল এড্রেস ব্যাবহার করে
কেমন আছেন সবাই? নিশ্চই ভালো। কথা না বাড়িয়ে আপনাদে আমি নিয়মিত এমন কিছু ডিজিটাল প্রডাক্ট দিতে চাই যা আসলেই সবার কাজে লাগবে বলে আমার বিশ্বাস। আশা করি আমার লেখার বিষয় বা যে ডিজিটাল প্রডাক্টনিয়ে লিখছি তা যদি আপনার কাজের মনে না হয় তবে কমেন্ট আকারে নেতিবাচক দিক উল্লেখ না করে আপনার প্রয়োজনীয় ডিজিটাল প্রডাক্টের চাহিদার কথা লিখুন, যাতে আমি আপনার চাহিদা অনযায়ী ডিজিটাল প্রডাক্টএর উপর টিউন করতে পারি। যাই হোক আজকের টিউনের বিষয় হল “যেকোন ইমেল এড্রেসে ইমেল পাঠান যেকোন ইমেল এড্রেস ব্যাবহার করে”
. কিভাবে যেকোন ওয়েব সাইট থেকে ইমেল এড্রেস কালেকশন করবেন?
একাজটি করার কথা চিন্তা করাটা যতটা কঠিন, ঠিক ততটা সহজ কাজটি করা। এখানে আছে একগুচ্ছ সফটয়্যার যা আপনাকে এই অবিশ্বাস্য সুবিধা, এর মাধ্যমে আপনি যে কারো ইমেইল এড্রেসে মেইল পাঠাতে পারবেন যেকারো ইমেল এড্রেস ব্যাবহার করে। যেমন ধরুন xyz@abe.com কে আপনি মেইল করতে চান you@anymail.com or any-mail@anymail.com থেকে, কিন্তু কথা হল আমারা অনেকেই বুঝি আমাদের যদি you@anymail.com or any-mail@anymail.com এই মেইল এড্রেস গুলো না থাকে তবে আমরা মেইল পাঠাতে পারব না, কিন্তু এই অসাধ্যকে সাধন করছে নিম্ন প্রদত্ত সফটয়্যার গুলো। তাই দেরি না করে ডাউনলোড করে দেখেনিন কোনটি আপনার পছন্দ হয়। এ সফটয়্যার গুলোর কাজ খুবই সহজ তাই কিভাবে পাঠাতে হয় তা লিখলাম না।
ডাউনলোড করুন নিচের লিংক থেকে
Super Email Sender
123 Hidden Sender
Zmei Mail Sender
আমি হাশমী বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এক জন ছাত্র( ডিগ্রী BSS ২য় বর্ষে পড়ি)। IT কে আমার খুবই ভাল লাগে তাই IT কে আমার পেশা হিসেবে নিয়েছি। আমি আমার সামান্য জ্ঞানকে সবার সাথে শেয়ার করতে চাই, তার সাথে সাথে আমি যতটুকু জানি তাও জানাতে চাই। দোয়া করবেন অমার কর্ম যেন আপনাদের অন্তরে এন্থান পায়, আমার...
আপনি নিজে ব্যবহার করেছেন?>০
সুপার ইমেইল সেন্ডার এসেট স্মার্ট সিকিউরিটিতে মাল্টিপল থ্রেট ধরা পড়েছে
জেড মি মেইল সেন্ডারে ট্রোজান ইঞ্জেক্টর ট্রোজান ইঞ্জেক্টর