উন্নত মানের ভিডিও টিউটরিয়াল তৈরীর কথা ভাবছেন? তাহলে ডাউনলোড করুন স্ক্রিন রেকর্ডিং এবং ভিডিও এডিটিং সুবিধাযুক্ত 299 ডলার মূল্যের #১ সফটওয়্যার Camtasia Studio সম্পূর্ণ ফ্রি! আজিবন নিশ্চিন্ত থাকতে আর কি চাই?!!!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

স্ক্রিন রেকর্ডিং করা কিংবা ভিডিও টিউটরিয়াল বা ভিডিও ডকুমেন্ট তৈরী করা খুব প্রয়োজনীয় একটি জিনিস। বর্তমান সময়ে প্রযুক্তির উৎকর্ষতা সাধনের পাশাপাশি মানুষের মননশীলতা এবং সৃজনশীলতার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান সময়ে কোন কিছু সহজে উপস্থাপন এবং অন্যের কাছে সহজে বোধগম্য করে তোলার জন্য ভিজুয়াল প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ। একারনেই আমরা প্রত্যেকটা টিউনে লিখিত বর্ণনার পাশাপাশি স্ক্রিনশট এবং ভিডিও টিউটরিয়াল দিয়ে থাকি। ভিডিও টিউটরিয়াল তৈরীর জন্য ছোট বড় অনেক সফটওয়্যার এখন পাওয়া গেলেও প্রয়োজনের সাথে ফিচারের সামঞ্জস্য খুব কম থাকে। অধিকাংশ সফটওয়্যার যেটা বাহ্যিক দিক থেকে ভালো মনে হলেও কাজের দিক থেকে ততোটা আপনার প্রয়োজন মেটাতে পারেনা। আপনার চাহিদার কথা ভেবে আজ আপনার জন্য থাকছে স্ক্রিন রেকর্ডিং এবং ভিডিও এডিটিং সুবিধা যুক্ত বিশ্বের নাম্বার ওয়ান সফটওয়্যার Camtasia Studio. কিছুদিন আগে আমি শুধুমাত্র স্ক্রিন ক্যাপচারের জন্য বিশ্বের নাম্বার ওয়ান সফটওয়্যার নিয়ে একটি টিউন করেছিলাম। আপনারা চাইলে নিচের লিংক থেকে টিউনটি দেখে নিতে পারেন।

Camtasia Studio | Price $299

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে স্ক্রিন ক্যাপচারের জন্য বিশ্বের সেরা সফটওয়্যার নিয়ে টিউন করার পরেও আবার একই বিষয়ে টিউন কেন? আসলে আগে যে সফটওয়্যারটি শেয়ার করেছিলাম সেটা মুলত স্ক্রিন ক্যাপচারের জন্য ব্যবহার করা যায়। কিন্তু আজ যেটা নিয়ে টিউন করছি এটা উন্নত মানের স্ক্রিনক্যাপচারের পাশাপাশি ভিডিও এডিটিং সুবিধা দিয়ে থাকে। যার সাহায্যে আপনি খুব সহজে উন্নত মানের ভিডিও তৈরী করতে পারবেন। সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংক থেকে সফটওয়্যারটির অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসতে পারেন।

Camtasia Studio | Official Website

অফিশিয়াল সাইট হতে আপনারা হয়তো সফটওয়্যারটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। তবুও আপনাদের জ্ঞাতার্থে সফটওয়্যারটি সম্পর্কে সামান্য কিছু উপস্থাপন করছি।

  • সহজেই আপনার পিসির নির্দিষ্ট অংশ কিংবা পুরো স্ক্রিন রেকর্ড করতে পারবেন।
  • যেকোন অংশের সহজে স্ক্রিনশট নিতে পারবেন।
  • রেকর্ড করা ফাইলে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন।
  • সাউন্ড এবং ভিডিও ফ্রেম কারেকশন করতে পারবেন।
  • রেকর্ড করা ফাইল সহজেই শেয়ার করতে পারবেন।
  • ভিডিও এডিটিংয়ের জন্য রয়েছে অসাধারন ভিডিও এডিটর। একনজরে একবার দেখে নিন এই অসাধারন ফিচারটি।
  • এছাড়াও সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আরও অনেক কিছু করতে পারবেন। তবে এসব কিছুর জন্য আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করে তারপর ব্যবহার করতে হবে।

ডাউনলোড

সফটওয়্যারটির ফিচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে মিলে যায় তাহলে নিচের অফিশিয়াল ডাউনলোড লিংক থেকে ২৪৭ মেগাবাইটের সফটওয়্যারটির ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিন। ফুল ভার্সন ডাউনলোড করতে চাইলে আপনাকে গুনতে হবে মাত্র ২৯৯ ডলার বা বাংলাদেশি ২৪০০০ টাকার মতো।

Camtasia Studio Latest Version | Size 247MB

আপনাদের অবস্থা তো আমি জানি, টাকা দিয়ে সফটওয়্যার পাবার জন্য নিশ্চয় টেকটিউনসে আসেননি। সমস্যা নেই, আমি আপনাদের সফটওয়্যারটির লাইসেন্স ফ্রিতেই দিবো। তবে সময় পেলে আমাকে একবার কেএফসি থেকে ঘুরিয়ে আনলেই হবে। যাহোক, সফটওয়্যারটি ফুল ভার্সন করার জন্য নিচের লিংক থেকে লাইসেন্স ফাইল সংগ্রহ করে নিন।

Camtasia Studio License Files

ফুল ভার্সন একটিভেশন নির্দেশিকা

ফুল ভার্সন একটিভেশনের জন্য আজ আর ইন্টারনেট কানেকশন বন্ধ করতে বলবো না। লাইসেন্স তো দিয়েই দিয়েছি আগে। তবে কেউ আবার বেশি বুঝে আগ বাড়িয়ে লাইসেন্স-কী দিয়ে ইনস্টল দিতে যাবেন না যেন। তার আগে কিছু কাজ করে নিতে হবে।

  • প্রথমে আপনার কম্পিউটারের হোস্ট ফাইল এডিট করতে হবে। কম্পিউটারের C:\Windows\System32\drivers\etc লোকেশনে থাকা হোস্ট ফাইলে নিচের লাইনগুলো যুক্ত করে দিন।
  • 127.0.0.1 activation.cloud.techsmith.com
    127.0.0.1 oscount.techsmith.com
    127.0.0.1 updater.techsmith.com
    127.0.0.1 camtasiatudi.techsmith.com
    127.0.0.1 tsccloud.cloudapp.net
    127.0.0.1 assets.cloud.techsmith.com

  • হোস্ট ফাইলে কিভাবে কোন কিছু যুক্ত করতে হয় সেটা জানতে আমার নিচের টিউনটি দেখুন। এই টিউনে হোস্ট ফাইল সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আজকের টিউন থেকে শুরু করে পরবর্তি অনেক টিউনে এখন হোস্ট ফাইল এডিটিংয়ের ব্যাপারটা আসবে। সুতরাং ভালোভাবে আজই শিখে নিন।
  • হোস্ট ফাইল এডিটিং কমপ্লিট হলে এখন সফটওয়্যারটি স্বাভাবিক নিয়মে ইনস্টল করতে থাকুন। এক সময় নিচের চিত্রের মতো লাইসেন্স অপশন আসলে যথারীতি লাইসেন্স ফাইলে থাকা যেকোন একটা লাইসেন্স ব্যবহার করুন। তারপর ইনস্টলেশন প্রক্রিয়া শেষ করুন।
  • ইনস্টলেশন প্রক্রিয়া শেষে সফটওয়্যারটি ওপেন করুন। প্রথমে একটা এরর মেসেজ দেখাতে পারে। তবে ঘাবড়াবার কিছু নেই। সফটওয়্যারটি বন্ধ করে আবার চালু করুন। দেখবেন ফুল ভার্সন হয়ে গেছে।
  • হোস্ট ফাইল এডিট করা ছাড়াও কোন সফটওয়্যারকে ইন্টারনেট অ্যাক্সেস থেকে ব্লক করতে চাইলে ফায়ারওয়ালের সাহায্য নিতে পারেন। ফায়ারওয়াল দিয়ে কীভাবে সফটওয়্যারের ইন্টারনেট কানেকশন বন্ধ করতে জানতে নিচের টিউনটি দেখুন।
  • আশা করি আজকের টিউনটি আপনারা ভালো ভাবে বুঝতে পেরেছেন। কারো কোন সমস্যা হলে আগে নিশ্চিত হয়ে নিন যে আপনি সবগুলো ধাপ খুব সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছেন। একবার সমস্যা হলে আরও দুইবার চেষ্টা করুন। তারপর সাহায্যের কথা ভাবুন। সবকিছু সমাধানে নিজেকে যোগ্য করে তুলুন, তাহলে দেখবেন সমস্যা আপনাকে দেখে পালাবে।

    শেষ কথা

    টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

    আপনাদের সাহায্যার্থে আমি আছি........

    ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাউ

আরেকবার ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ ভাই।

এই সফটওয়্যার দিয়া আমার কিছু তৈরি করা ভিডিও টিউটোরিয়াল – https://www.youtube.com/AvmoTech

থাঙ্কস । খুব ভাল সফট । তবে আপনার সিরিয়াল ডাউনলোড লিঙ্কে একটু সমস্যা আছে । যদিও আমার অসুবিধা হয়নি , তবে অনেকের হতে পারে ।

ধন্যবাদটা না দিলে কিপটেমি হয়ে যাবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ……

Host ফাইল খুজে পাইছি। edit ও করছি। কিন্তু save করতে পারছি না।

    নোটপ্যাডকে এডমিন হিসাবে রান করে তারপর হোস্ট ফাইল ব্রাউজ করে এডিট করুন। কাজ করবে শতভাগ।

ভাউ আমি আগেও বলেছি এখনো বলছি আই লাভ ইউ :p কি একখান কামের জিনিস যে দিলেন । এগেইন ভালুবাসি 🙂

Level 0

আস্‌সালামু আলাইকুম সানিম ভাই,

আমি Win 7 Ultimate 64 bit ব্যাবহার করি। কিন্তু হোষ্ট ফাইল খুজে পেলাম না কোনোভাবে! স্ক্রীনশটটা দেখতে পারেন এখানে http://goo.gl/njpdhz।
এখানে http://goo.gl/EvG0Wf এবং http://goo.gl/zNf4Cw
হাবিজাবি অনেক কিছু লেখা আছে সব করে দেখলাম কিন্তু কাজ হয়নি। আপ্নার কোন সমাধান চাই।

ধন্যবাদ

bhai 18 din pore ai problem dekhasse…
image link http://imgur.com/6uLvTx6
Please help
1ta kotha bhai ami firewall dia block korsilam na akhn ki korte pari….
please help