লাইভ সিডি মানে কি? এখানে আমার নতুন করে বলার কিছু নাই। আবার যারা এর আগে উইন্ডোজ এক্সপি বা অন্য অপারেটিং সিস্টেম এর লাইভ ব্যবহার করেন নি (যাদের লাইভ সিডি সম্পর্কে কোন ধারনা নাই)। তাদের জন্য মনে হচ্ছে যে কিছু লিখি।
আমাদের অনেক কারনে পিসির সমস্যা হয় যেমন মনে করেন যে আপনার সিস্টেম এর সমস্যা হয়েছে পিসি কোন ভাবে চালু হচ্ছে না তখন আপনি কি করবেন? অবস্যই সিস্টেম চেঞ্জ (অপারেটিং সিস্টেম ইন্সটল) করবেন। কিন্তু আপনার অবসসই মনে থাকার কথা যে আপনার কোন জরুরি ফাইল বা ডকুমেন্ট রয়ে গেছে সিস্টেম ড্রাইভ এ। অপারেটিং সিস্টেম চেঞ্জ করলে সেগুলো আপনার ফেরত পাওয়ার কন বুদ্ধি নাই।
তো লাইভ সিডি এমন একটা জিনিশ যার মধ্য অপারেটিং ইন্সটল করা আছে। আর এটার কাজ হচ্ছে যে আপনার পিসি তে হার্ড ডিস্ক থাকুক বা না থাকুক বা আপনার অপারেটিং সিস্টেম ইন্সটল করার থাকুক বা না থাকুক লাইভ সিদি দারা আপনি পিসি ঞ্চালু করতে পারবেন।
*.Rar ফাইল এর ৪ টা পার্ট ডাউনলোড করার পর পর Winrar বা Winzip দিইয়ে অপেন করেলে আপনি একটা *.iso ফাইল পাবেন সেটা Extract করে নিন। এবং Nero অন্য কোন রাইটিং সফটওয়্যার দারা সিডি বা ডিভিডি তে রাইট করে নিন। ব্যাস সব কাজ শেশ এবার সিডি রোম এ ঢুকিয়ে পিসি রিস্টার্ট করুন। তাহলে দেখতে পাবেন মজা।
ফাইল সার্ভ থেকে ডাউনলোড
আপলোড টু থেকে ডাউনলোড
ফ্রেক সেয়ার থেকে ডাউনলোড
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এত কিছু দিলেন মিডিয়াফায়ার কেন দিলেন না? http://www.interupload.com/ এ গিয়ে মাত্র একবার আপ্লোড করলেই ত আমরা সবগুলায় পেতাম, আপনার নিজের বিভিন্ন ফাইল শেয়ারিং সাইটের একাউন্টেও ফাইল পাঠানোর ব্যবস্থা আছে এটা দিয়ে। প্লিজ মিডিয়া ফায়ার দেন।