গ্রন্থকীট [পর্ব-২৫] :: নামিয়ে নিন রম্য রসিক সৈয়দ মুজতবা আলীর রচনাসমগ্র।

ই পড়ুয়া টিউডারগণ কেমন আছেন? ভালো নিশ্চয়! গত পরশুদিন আমার ল্যাপটপের লক ফট করে ভেঙে গেলো। ডিসপ্লে বসেই না। ল্যাপটপ ভাঙলে মন খারাপ হবে স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন আমার মনে হলো ইশ আর টেকটিউনসে বই নিয়ে বক বক করা হচ্ছে না! রাত পেরোতেই এলিফ্যান্ট রোড ছুটে গেলাম। মাল্টিপ্লানে গিয়ে সেরে নিয়ে এলাম। দোকানির ব্যবহার মিষ্টি। একটি অধিক মিষ্টি। চিনির মত নয় স্যাকারিনের মত। খসিয়েও নিলো ৩০০০ টাকা। কবে যে ডিজিটাল বাংলাদেশে সব কিছু লিমিটের মধ্যে আসবে! যাই হোক। বইপ্রেমীদের জন্য আজ কয়েকটি বই নিয়ে এলাম। ভালো লাগলে ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করার চেষ্টা করতে পারেন। আমি কিন্তু মেপে দেখবো ছয় ফুট থেকে কয় ইঞ্চি কমলো!

বাংলা সাহিত্যে রম্য ধাঁচের রচনা কার হাত ধরে শুরু হয়েছে তা আমি বলতে পারবো না। কিন্তু এটার পূর্ণতা পেয়েছে সৈয়দ মুজতবা আলীর হাতে সেই বিষয়ে আমার বিশ্বাস বড় টনটনা। কবি গুরু রবীন্দ্রনাথের ছাত্র সৈয়দ মুজতবা আলী কথার রসে পাঠককে ভিজিয়েছেন বারবার। তার অমর সৃষ্টি দেশে বিদেশে পড়ার সময় পাঠকেরা ঘুরে আসেন যুদ্ধ বিদ্ধ্বস্ত আফগানিস্তান থেকে। ইতিহাস, ভূগোল সব কিছুর সাথেই পাঠক ঘুরবে এই ভ্রমন উপন্যাসের সাথে। বই পড়ুয়াদেরকে মুজতবা আলীর সাথে নতুন করে পরিচয় করে দেয়ার কিছুই নেই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ১১ খন্ডে প্রকাশিত সৈয়দ মুজতবা আলী রচনা সমগ্র। না নামালে অনেক কিছুই মিস করবেন। আই বেট! যারা অবগত নন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি বইয়ের লিংক ছবিতে পাবেন। বিশ্বাস না হলে ক্লিক করেই দেখুন।

সাথে বোনাস পাচ্ছেন হুমায়ুন আহমেদের তারা তিনজন

এবং বনফুলের গল্প সমগ্র

আপনি যদি বইয়ের পোকা হয়ে থাকেন, বাংলা বই পড়তে ভালোবাসেন তবে আমার এই সাইট ঘুরে দেখতে পারেন। বই নামাতে আপনাকে আর নেটে কোণায় কোণায় খুঁজে বেড়াতে হবে না। আমি যে লিংকগুলো খুঁজে পেয়েছি সেই গুলো সাজিয়ে রেখেছি বইপোকাদের জন্য।

গ্রন্থকীট

 

 

Level 2

আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথম তিনটে আছে । বাকিগুলো ডাউনলোড দিলাম ।

বিজ্ঞান+ গোয়েন্দা মূলক বই চাই ভাইয়া 🙁

মুহাম্মদ জাফর ইকবাল এর সায়েন্স ফিকসন সমগ্র বই টা থাকলে দিন ভাই।

টিউনার ভাই, অষ্টম-খন্ড বোধ হয় মিসিং …