বেশ কিছুদিন হয়ে গেলো গ্রন্থকীট নিয়ে কোন টিউন করতে পারিনি। এক পর্যায়ে ভেবেছিলাম ২১ তম পর্বটি ২১ শে ফেব্রুয়ারী দিবো। কিন্তু চাকরির ব্যস্ততার কারণে হয়ে উঠলো না। আজ আরো কিছু বই নিয়ে হাজির হলাম। বর্ননা থাকছে না। সব বইয়ের রিভিউ লেখার দরকার হয় না। বিখ্যাত বইয়ের রিভিউ লিখতে ভালো লাগে। তবে সব বই যেমন বিখ্যত হয় না সত্য তেমনি সত্য হচ্ছে সবসময় বিখ্যাত বই পড়ার ম্যুড থাকেনা। অনেক সময় হুমায়ুনে ডুবে থাকতে ইচ্ছে করে। সায়েন্স ফিকশান গল্পের জন্য হুমায়ুনের ছোট ভাই জাফর ইকবাল নামকরা হলেও আমার প্রিয় হুমায়ুন আহমেদ কিন্তু কম যান না। শুরুতেই থাকছে আজকের টিউনের বোনাস তিনটি বই- তিন খন্ডে প্রকাশিত হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশান সমগ্র। তারপর থাকছে অনেকের প্রিয় তিন গোয়েন্দা সিরিজের নয়টি কিশোর ক্লাসিক। যার যেটি ইচ্ছে নামিয়ে নিন।
সায়েন্স ফিকশান সমগ্র - হুমায়ুন আহমেদ
তিন গোয়েন্দা কাজী রকিব হাসান
বিষাক্ত অর্কিড - অকিমুরো কর্পোরেশন - গেলো কোথায়
পুরোনো ফাইল - জাল নোট - মাকড়শা মানব
ভয়ঙ্কর অসহায় - প্রেতাত্মার প্রতিশোধ - মায়া নেকড়ে
আর কেন! এত দিন তো বলতেন ভাইয়া তিন গোয়েন্দা সিরিজের বই চাই। আজ একসাথে নয়টি বই নামানোর লিংক দিলাম। এবার নামিয়ে নিয়ে পড়া শুরু করুন। এগুলো শেষ হলে আরো দেবো।
আর বই নামানোর জন্য একটা সাইট দাঁড় করালাম। যেখানে কথার কচকচানি থাকবে না। থাকবে না লিংক দেয়ার কথা বলে বিজ্ঞাপণে ক্লিক করানোর ধান্দা। স্কিপ এডের মত বিরক্তিরকর মানসিকতা। থাকবে শুধুই বই নামানোর সরাসরি লিংক। আপাতত ব্লগস্পটেই কাজ সারছি। পাঠকের আগ্রহ দেখলে ডোমেইন কিনে সেট করে দেবো। সাইটটি দেখার পরে কোন পরামর্শ থাকলে দিতে একদম দেরী করবেন না। আর বইয়ের পোকা ভাইগুলা কোথায়? তাদের সাহায্য পরামর্শই তো আমার বেশী দরকার। সাইটের ঠিকানাঃ http://bookdownloader.blogspot.com/
আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।
গ্রামে আছি,ডাউনলোড দিতে পারব না। তাই পেজটা সেভ করে রাখলাম।
আপনার সবগুলো টিউন-ই ভালো হয়।
আর এইতো কিছুদিন আগে ইলিয়াড ও ওডিসি এর সন্ধান দিলেন সেজন্য কৃতজ্ঞ থাকব।
কিন্তু দুঃখকর ব্যাপার এইযে, সেটার ফন্টস ভালো ছিলনা। মোবাইলে পড়তে পড়তে চোখ ব্যাথা হয়ে গিয়েছে। অতিকষ্ট করে ওডিসি শেষ করলাম।
অনুরোধ রইলো যে,মোটামুটি ক্লিয়ার ও ভাল ফন্টে লেখা পিডিএফ উপহার দিবেন।