Softওয়্যার [ পর্ব -৩] এবার হ্যাক হবে জিপ ফাইল । কিভাবে ??? চলুন দেখা যাক !!!

Softওয়্যার [ পর্ব -৩] এবার হ্যাক হবে জিপ ফাইল । কিভাবে ??? চলুন দেখা যাক !!!

আসসালামু আলাইকুম । আশা করছি সবাই ভালো আছেন । সফটওয়্যার নিয়ে লেখা আমার ধারাবাহিক এই পর্বে আজকে থাকছে কিছুটা অন্য রকম । আজকের বিষয় টিকে কেউ তুলনা করতে পারেন হ্যাকিং এর সাথে আবার কেউ তুলনা করতে পারেন টেকনিক এর সাথে । যাই হোক মূল কোথায় আসি । আমরা প্রায়ই নেট থেকে বিভিন্ন বই বা দরকারি ডকুমেন্ট ডাউনলোড করে থাকি । অনেক সময় দেখা যায় যে আপনি নেট থেকে একটি বই ডাউনলোড করলেন জিপ ফাইল আকারে । কিন্তু ফাইলটি Extract করতে গিয়ে দেখলেন ফাইল হল পাসওয়ার্ড প্রটেক্ট । এই অবস্থায় মেজাজা খারাপ হওয়াটা কিন্তু স্বাভাবিক । মেজাজ আর খারাপ হবে যদি আপনি দেখেন যে আপনি ফাইলটি যে সাইট থেকে ডাউনলোড করেছিলেন সে খানে ফাইল টির পাসওয়ার্ড নেই বা পাসওয়ার্ড পেতে হলে সারভি ফীলআপ করতে হবে ।

এখন এই ক্ষেত্রে সেই ফাইলটি আপনার ডিলিট করে দেয়া ছাড়া আর কোন উপায় থাকে না । আজকের লেখাটি মুলত এই বিষয় নিয়েই । ধরা যাক যদি আপনি এই ধরণের কোন বিপদে পরেন তখন কি করবেন ?? আজকে আপনাদের সাথে একটি টুল শেয়ার করছি যার মাধ্যমে আপনি জিপ ফাইল এর পাসওয়ার্ড ভাঙতে পারবেন । এই টুলটি সঠিক ভাবে কাজে লাগালে শুধু জিপ ফাইল ই নয় বরং এর সাথে আরও পারবেন ডক , xps , exe ,ইত্যাদি ফাইল এর পাসওয়ার্ড ব্রেক করতে । সফটওয়্যার টির নাম হল Ultimate cracker ।

সফটওয়্যার টির মূল ইন্টারফেস উপরের মত । যে ফাইল টির পাসওয়ার্ড ব্রেক করতে চান ব্রাউস অপশনে যেয়ে ফাইল টি সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন । এই টুল দিয়ে আপনি একাধিক ভাবে জিপ ফাইল এর পাসওয়ার্ড বের করতে পারবেন । সম্পূর্ণ কাজটি কিভাবে করবেন টা জানতে নীচের ভিডিও টি একবার ফলো করুন । আশা করছি বুঝতে পারবেন ।

ভিডিও লিঙ্ক ঃ-

https://www.youtube.com/watch?v=thEymiGbZ1c

সফটওয়্যার টি ডাউনলোড করে নিতে পারেন নীচের লিঙ্ক থেকে

ডাউনলোড 

কিছু কথা

১ । পাসওয়ার্ড কতোটা শক্তিশালী তার উপর সফটওয়্যার এর প্রসেস নির্ভর করবে । যদি পাসওয়ার্ড বেশি বড় হয় তাহলে ব্রেক করতে বেশি সময় লাগবে ।

২। ভালো ফলাফল পেতে সব character গুলো (upper case , lower case , symbol etc) এক সাথে সিলেক্ট করুন

ইউটিউব এ Subscribe করতে পারেন আমার চ্যানেল এ

সবাই ভালো থাকুন , সুস্থ থাকুন । বিদায় ...............

48

Level 2

আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সফটওয়ার ডাউনলোড করার সাথে সাথে আন্টি ভাইরাস তা ডিলিট করে দিল

chintar kono karon nei.egulo ekrakom virus,apnar pc te khoti korbe na,

ভালো জিনিস দিলেন 😀 ধন্যবাদ

Level 2

তরে ব্লক করেনা ক্যান মালাউন

এরকম আগে একটা নিয়েছিলাম , তবে তেমন কাজে দেয় নি ।দেখা যাক এটা কাজে দেয় কি না ।

কোন জিনিস শেয়ার করার আগে নিজে আগে চেষ্টা করে দেখবেন। নিজের পিসির স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন।
নেট থেকে একটা উইন্ডোজ এক্সপি এবং আরেকটা উইন্ডোজ সেভেনের স্ক্রিনশট দিয়ে টিউন করলে আমরা বুঝবো কি?
সত্যি করে বলেন আপনি নিজে ব্যবহার করে দেখেছেন এটা? আমি এরকম অনেকগুলো প্রিমিয়াম সফটওয়্যার দিয়ে কাজটি করার চেষ্টা করেছি, ফলাফল শুন্য। শুধু সময়ের অপচয়, কারন ১০ কিলোবাইট ফাইল আনলক করবে বলে ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে নেয় কিন্তু কাজের কাজ কিছুই করে না। যাহোক, আমার টিউমেন্ট আপনাকে ছোট করার জন্য না। শুধু অন্য কেউ যাতে পরবর্তি সময়ে আপনার এই ভুলগুলো ধরতে না পারে সেজন্য টিউমেন্ট করেছি। ভালো থাকবেন, আপনার কাছ থেকে সব সময় সুন্দর সুন্দর টিউন প্রত্যাশা করি।

This all are crap….

Level 0

osomvob vai..

@সানিম মাহবীর ফাহাদ: একদম সত্য কথা বলছেন ভাই।
অযথা সময় নষ্ট। আর ডাউনলোড লিংকে রিফেরার লিংক।
যা টিটির নিয়মে পড়ে না।

@সানিম ভাই আসলে আমি কিন্তু নিজের পিসি তে ট্রাই করেই এই জিনিসটি সম্পর্কে লিখেছি । টিউন এ আমার নিজের করা একটি ভিডিও দেয়া হয়েছে আশা করছি সেটা আপনি দেখেছেন । একটা কথা বলে রাখি যে পাসওয়ার্ড কত টা শক্তিশালী তার উপরে প্রসেস Depend করে । কোন একটি জিপ ফাইল এর পাসওয়ার্ড যদি এমন হয় 7f%s তাহলে এই টুল দিয়ে আপনি সহজেই সেটি ব্রেক করতে পারবেন কিন্তু যদি এমন হয় যে পাসওয়ার্ড 4g9K”04504J এই রকম বড় length এর তাহলে এই টুল দিয়ে সেটি ব্রেক করতে সময় নিবে । আমি কোন জিনিস নিজে ট্রাই না করে কোন সময় দেই না আশা করছি আপনি বিষয় টা বুঝবেন

@Kalamfaim কাসেম আগে দেখো তার পরে কমেন্ট করো

recover বা পাসওয়ার্ড ব্রেক এর টুল গুলো অনেক অ্যান্টিভাইরাস Virus হিসেবে ডিটেক্ট করে থাকে @আমি মাতাব্বর

আগে এরকম অনেক সফট দিয়ে করেছি । কাজ হয়নি । ডাউনলোড করে দেখি এটা ।

amio downlod kore dekhi

Level 0

জিন্দেগী ধরে খুজেই যাবে কিন্তু পাবেনা। এই সফট এ কমন কিছু পাসওয়ার্ড দেয়া থাকে যেগুলা সাথে যদি মিলে তবেই খুলবে অন্যথা খুলবে না। পুরাই ফালতু জিনিস

কি ভাবছিলাম আর শেষে এসে কি দেখলাম 🙁 ধুর!!!