-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
টেক্সট এডিটর কথাটির সাধারন অর্থ হলো যে এডিটর দিয়ে কোন টেক্সট বা লেখাকে এডিট করা যায় বা কোন কিছু লেখা যায়। কিন্তু আজকে আমি যে টেক্সট এডিটরের সাথে পরিচয় করিয়ে দিবো সেটা শুধুমাত্র কোন কিছু লেখা বা এডিট করার জন্য ব্যবহার হয়না। এটা মূলত একটি প্রোগ্রামিং টেক্সট এডিটর। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে নোটপ্যাড++ কিংবা সাবলাইম টেক্সট সফটওয়্যারগুলো ব্যবহার করেছেন। আজকের সফটওয়্যারটিও তাদের মতোই একটি সফটওয়্যার। কিন্তু বিশ্ব র্যাঙ্গিংয়ে বর্তমান সফটওয়্যারটি অন্য সকল এডিটরকে পেছনে ফেলে কয়েক বছর ধরে সবার শীর্ষে অবস্থান করছে। বর্তমান সময়ে বিভিন্ন বিষয়ে সেরা সফটওয়্যারগুলো খুঁজে পাবার নিমিত্তে আমার যে অভিযান শুরু হয়েছে এটা তারই এক ক্ষুদ্র উপহার। সফটওয়্যার দিয়ে মুলত ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং কতিপয় কিছু প্রোগ্রামিং করা হয়। আজকের টিউনে আমরা এই সফটওয়্যারটি সম্পর্কে সংক্ষেপে কিছু জানার চেষ্টা করবো। এবং সবশেষে সফটওয়্যারটির ফুল ভার্সন আপনাদেরকে ফ্রিতে প্রদান করা হবে। তবে তাই হোক, চলুন শুরু করি-
আল্ট্রা এডিট সফটওয়্যারটির ফিচার একটা টিউনে বলে শেষ করা যাবেনা। আপনারা যদি সফটওয়্যারটির পরিপূর্ণ ফিচারগুলো জানতে চান তাহলে সফটওয়্যারটির অফিশিয়াল সাইট হতে জেনে নিতে হবে। সফটওয়্যার সম্পূর্ণ ফিচার জানতে এখানে ক্লিক করুন। তবে সফটওয়্যারটির কিছু ফিচার আমি সংক্ষেপে উল্লেখ করছি-
সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে ফিচারের সামঞ্জস্য থাকে তাহলে নিচের অফিশিয়াল ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির ৩০দিনের ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিন।
ডাউনলোডকৃত ফাইলকে সারাজীবনের জন্য ব্যবহার করার জন্য আপনার প্রয়োজন একটি মেডিসিন ফাইলের। সফটওয়্যারটির মেডিসিন ফাইল নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড শেষ হলে সফটওয়্যারটি স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন এবং ইনস্টলেশন শেষে ওপেন করুন। এখন নিচের চিত্রের মতো আপনাকে সফটওয়্যারটির লেআউট এবং থিম নির্বাচন করতে বলবে। আপনার পছন্দ মতো লেআউট এবং থিম নির্বাচন করে সফটওয়্যারটি ওপেন করুন।
এবার ফুল ভার্সন করার পালা। ফুল ভার্সন করতে নিচের নির্দেশনা অনুসরন করুন।
যে সফটওয়্যার যতো ভালো সেটার ফুল ভার্সন করার পদ্ধতিটাও ততোটাই জটিল। তবে আমি চেষ্টা করবো কোন প্রকার জটিলতা ছাড়া সফটওয়্যারটিকে ফুল ভার্সন করে দেখাতে। সফটওয়্যারটি ফুল ভার্সন করার প্রত্যেকটি ধাপ আপনারা মনযোগ দিয়ে আগে পড়বেন তারপর নিজেরা করার চেষ্টা করবেন। আশা করি কারও কোন সমস্যা হবে না।
হোস্ট ফাইলে কিভাবে কোন কিছু যুক্ত করতে হয় সেটা না জানলে নিচের লিংকে ক্লিক করে আমার টিউনটি দেখে নিন।
আশা করি আপনারা সবাই সফটওয়্যারটি সফল ভাবে ডাউনলোড করে ফুল ভার্সন হিসাবে ব্যবহার করতে পারছেন। প্রত্যেকটা সফটওয়্যার নিজে টেস্ট করে তারপর শেয়ার করা হয়। কারও কোন সমস্যা হলে একবারের পরিবর্তে কয়েকবার চেষ্টা করুন। অপরের উপর নির্ভর না করে নিজে সব কিছু সমাধানের চেষ্টা করুন। একবার না হলেও বারবার চেষ্টাই সফলতা আসবেই, আর না আসলে সেক্ষেত্রে আমরা তো আছিই, তাইনা?
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
Good