-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
বইকে বলা হয় মানুষের সব থেকে সব থেকে বড় বন্ধু। বইকে বলা হয় জ্ঞানের প্রতিক, জ্ঞানের ভান্ডার। বইকে যতোকিছুই বলা হোক না কেন, আমরা প্রত্যেকেই জানি প্রয়োজন এবং আনন্দের খোরাক হিসাবে বই আমাদের জীবনের সাথে উৎপ্রোতভাবে মিশে আছে। যখন ছোট ছিলাম তখন বছরের শুরুতে নতুন পাঠ্যপুস্তক পেতাম। তারপর নতুন বইয়ের ফাঁকে মুখ লুকিয়ে গন্ধ নিতাম আর বই পড়তাম। তারপর যতো দিন গেলো পাঠ্য পুস্তকের সাথে যুক্ত হলো অন্যান্য বই, কিন্তু প্রত্যেক নতুন বইয়ের মজাই থাকতো অন্য রকম। দিনের বদল হয়েছে, এখন আমরা আর কাগজের বই বেশি পড়িনা। পাঠ্যপুস্তকগুলো ল্যাপটপের ভেতর ঢুকিয়ে ফেলেছি কয়েক বছর আগেই। চিরাচরিত চক ডাস্টার ব্ল্যাক বোর্ড বিদায় নিয়েছে বহু আগে। এখন বই পড়া মানে মনিটরের দিকে তাকিয়ে থেকে বই পড়া। মাউসের ক্রল বাটন ঘুরিয়ে একের পর এক অন্য পেইজে যাওয়া। সেই পাতা উল্টিয়ে উল্টিয়ে বই পড়ার মজাটা এখন পাওয়া যায় না। প্রযুক্তি কি তবে আমাদের কাছ থেকে সুন্দর সুখের মূহুর্তগুলো কেড়ে নিচ্ছে? মুদ্রার সব সময় দুটো দিক থাকে, তাই সব কিছুর ভালো মন্দ অবশ্যই থাকবে। কম্পিউটার বা মোবাইল ফোন আমাদের নতুন বইয়ের গন্ধ এনে দিতে না পারলেও পাতা উল্টিয়ে বই পড়ার ব্যবস্থা অবশ্যই করে দিতে পারে। আজ আমি আপনাদের সামনে এমন একটি সফটওয়্যার উপস্থাপন করতে যাচ্ছি যার সাহায্যে আপনারা পাতা উল্টিয়ে উল্টিয়ে একেবারে ৩ ডাইমেনশনালি বই পড়তে পারবেন।
কিছুদিন আগেই আমি পাতা উল্টিয়ে বই পড়ার জন্য প্রায় ১২০ মেগাবাইটের একটি প্রিমিয়াম সফটওয়্যার শেয়ার করেছিলাম। তারপরেও আজ একই বিষয়ে টিউন আপনাদের বিরক্ত করতে পারে। আসলে ভালো কিছুর কোন সীমা পরিসীমা নেই। যখন ভালো কিছু পাই তখনি সেটা শেয়ার করার জন্য মনটা আকুপাকু শুরু করে। ক্রমাগত কয়েকদিন ভালো ভালো রিডার নিয়ে টিউন করার পর আমার টিউনের নিয়মিত টিউমেন্টার নিওফাইট নিটোল ভাইয়া ক্রন্দনের ইমো দিয়েছিলেন পুরাতন রিডারগুলো ছাড়ার কারনে। আমার বিশ্বাস এই জিনিস ব্যবহার করার পর আপনারা সবাই আপনাদের পুরাতন সফটওয়্যারগুলো ছাড়তে হবে ভেবে ক্রন্দনের ইমো দিবেন। যাহোক এবার কাজের কথায় আসি, মাত্র ৫ মেগাবাইটের এই ফ্রিওয়্যার সফটওয়্যারটির ফিচারগুলো সংক্ষেপে তুলে ধরছি।
ফিচার গুলো এখনই শেষ হয়নি, তবে এতো কিছু বিস্তারিত বর্ণনা করা আর সম্ভব হচ্ছেনা। আপনারা সফটওয়্যারটি ব্যবহার করলেই বাকি ফিচারগুলো সহজেই বুঝতে পারবেন। তাহলে ব্যবহার করার আমন্ত্রন রইলো, অবশ্যই ডাউনলোড শেষ করার পরে।
সফটওয়্যারটির ফিচারগুলো নিশ্চয় ভালো লেগেছে। যদি ভালো লেগেই তাহলে নিশ্চয় ডাউনলোড করতে মন চাইছে। আগের সফটওয়্যারটি তাদের বিশাল সাইজের কারনে অনেকেই ডাউনলোড করতে পারেন। কিন্তু আজকের এই ৫ মেগাবাইটের সফটওয়্যারটি আপনারা খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারেন।
সফটওয়্যারটি ডাউনলোড করার পর স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন। ফ্রিওয়্যার হওয়াতে কোন প্রকার লাইসেন্স বা মেডিসিন ফাইলের প্রয়োজন হবে না। এখন শুধু আনলিমিটেড ব্যবহার করে যাওয়া।
3D বই পড়ার জন্য আগের টিউনটি যদি কেউ দেখতে চান তাহলে নিচের লিংকটি থেকে দেখে নিতে পারেন।
অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীরা নিশ্চয় এতোক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন আপনাদের জিনিস আসবে এই জন্য। অবশেষে আপনাদের জন্যও উপরের ফিচারগুলো সম্বলিত একটি অ্যান্ড্রোয়েড অ্যাপস নিয়ে হাজির হয়েছি যা আপনাকে অন্যন্য রিডারের চাইতে বহুগুন সুবিধা দিবে। আমি আগে এই বিষয়ে একটি টিউন করেছিলাম। টিউনটি অনেক আগে হওয়াতে বর্তমান ভার্সনের সাথে সামান্য পার্থক্য আছে। চলুন বর্তমান ভার্সনটি ডাউনলোডের পূর্বে একনজরে দেখে নেই।
যদি ভালো লেগে থাকে তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে ঝটপট ডাউনলোড করে নিন।
মুনরিডার নিয়ে আমার টিউনটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ধন্যবাদ। ফাহিম ভাই। সুন্দর পিডিএফ রিডার এর জন্য।