3D পড়ার জন্য আর নয় বিশাল বিশাল প্রিমিয়াম সফটওয়্যার। এবার ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে তৈরী করুন সুদৃশ্য বুক শেল্ফ আর যেকোন PDF বই পড়ুন 3D তে। [পিসি + অ্যান্ড্রোয়েড]

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

বইকে বলা হয় মানুষের সব থেকে সব থেকে বড় বন্ধু। বইকে বলা হয় জ্ঞানের প্রতিক, জ্ঞানের ভান্ডার। বইকে যতোকিছুই বলা হোক না কেন, আমরা প্রত্যেকেই জানি প্রয়োজন এবং আনন্দের খোরাক হিসাবে বই আমাদের জীবনের সাথে উৎপ্রোতভাবে মিশে আছে। যখন ছোট ছিলাম তখন বছরের শুরুতে নতুন পাঠ্যপুস্তক পেতাম। তারপর নতুন বইয়ের ফাঁকে মুখ লুকিয়ে গন্ধ নিতাম আর বই পড়তাম। তারপর যতো দিন গেলো পাঠ্য পুস্তকের সাথে যুক্ত হলো অন্যান্য বই, কিন্তু প্রত্যেক নতুন বইয়ের মজাই থাকতো অন্য রকম। দিনের বদল হয়েছে, এখন আমরা আর কাগজের বই বেশি পড়িনা। পাঠ্যপুস্তকগুলো ল্যাপটপের ভেতর ঢুকিয়ে ফেলেছি কয়েক বছর আগেই। চিরাচরিত চক ডাস্টার ব্ল্যাক বোর্ড বিদায় নিয়েছে বহু আগে। এখন বই পড়া মানে মনিটরের দিকে তাকিয়ে থেকে বই পড়া। মাউসের ক্রল বাটন ঘুরিয়ে একের পর এক অন্য পেইজে যাওয়া। সেই পাতা উল্টিয়ে উল্টিয়ে বই পড়ার মজাটা এখন পাওয়া যায় না। প্রযুক্তি কি তবে আমাদের কাছ থেকে সুন্দর সুখের মূহুর্তগুলো কেড়ে নিচ্ছে? মুদ্রার সব সময় দুটো দিক থাকে, তাই সব কিছুর ভালো মন্দ অবশ্যই থাকবে। কম্পিউটার বা মোবাইল ফোন আমাদের নতুন বইয়ের গন্ধ এনে দিতে না পারলেও পাতা উল্টিয়ে বই পড়ার ব্যবস্থা অবশ্যই করে দিতে পারে। আজ আমি আপনাদের সামনে এমন একটি সফটওয়্যার উপস্থাপন করতে যাচ্ছি যার সাহায্যে আপনারা পাতা উল্টিয়ে উল্টিয়ে একেবারে ৩ ডাইমেনশনালি বই পড়তে পারবেন।

Flipping PDF Reader | Free For Windows

কিছুদিন আগেই আমি পাতা উল্টিয়ে বই পড়ার জন্য প্রায় ১২০ মেগাবাইটের একটি প্রিমিয়াম সফটওয়্যার শেয়ার করেছিলাম। তারপরেও আজ একই বিষয়ে টিউন আপনাদের বিরক্ত করতে পারে। আসলে ভালো কিছুর কোন সীমা পরিসীমা নেই। যখন ভালো কিছু পাই তখনি সেটা শেয়ার করার জন্য মনটা আকুপাকু শুরু করে। ক্রমাগত কয়েকদিন ভালো ভালো রিডার নিয়ে টিউন করার পর আমার টিউনের নিয়মিত টিউমেন্টার নিওফাইট নিটোল ভাইয়া ক্রন্দনের ইমো দিয়েছিলেন পুরাতন রিডারগুলো ছাড়ার কারনে। আমার বিশ্বাস এই জিনিস ব্যবহার করার পর আপনারা সবাই আপনাদের পুরাতন সফটওয়্যারগুলো ছাড়তে হবে ভেবে ক্রন্দনের ইমো দিবেন। যাহোক এবার কাজের কথায় আসি, মাত্র ৫ মেগাবাইটের এই ফ্রিওয়্যার সফটওয়্যারটির ফিচারগুলো সংক্ষেপে তুলে ধরছি।

    সুদৃশ্য বুকশেল্ফ | হাতের কাছে সবকিছু

  • সফওয়্যারটিতে রয়েছে সুদৃশ্য বুকশেল্ফ। খুব সহজেই আপনার কাঙ্খিত বই খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে এই বুক শেল্ফ। তাছাড়া এলোমেলো ভাবে বই গুলোকে না রেখে সাজিয়ে রাখতে পারবেন আপনার এই মনমুগ্ধকর শেল্ফে।
  • কাস্টমাইজেবল কালার সেটিংস

  • আপনি চাইলে সমস্ত সফটওয়্যারটিকে নিজের মতো করে কালার দিয়ে রাঙ্গিয়ে রাখতে পারবেন। টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার সহ সব কিছুই কালার প্যানেল থেকে পরিবর্তন করতে পারবেন।
  • বাস্তব বইয়ের মতো অনুভুতি

  • আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করে একদম বাস্তব বইয়ের মতো অনুভুতি পাবেন। বইয়ের গন্ধ না পেলেও যতোটুকু পড়ার আনন্দ পাবেন সেটাকে ছোট করে দেখার সুযোগ নেই।
  • দ্রুত ব্যবহারের জন্য সহজ শর্টকাট

  • সফটওয়্যারটি দ্রুত ব্যবহারের জন্য এবং আপনার বই পড়াকে আরোও আনন্দদায়ক করার জন্য রয়েছে সহজ কিছু শর্টকাট। যা আপনাকে সহজেই বই পড়তে এবং সব কিছু নিজের মতো করে হ্যান্ডেল করার সুবিধা দিবে।
  • উন্নত টেক্সট সার্চ অপশন

  • কাঙ্খিত ইবুকে যেকোন শব্দ খুঁজে পাবার জন্য রয়েছে সহজ এবং উন্নত টেক্সট সার্চ সুবিধা। আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত শব্দকে খুঁজে পাবেন।
  • দ্রুত গতির পেইজ জুম সুবিধা

  • যখন আপনি কোন বইকে পাতা উল্টিয়ে পড়তে যাবেন তখন কোন লেখাকে বড় করে দেখার প্রয়োজন হতেই পারে। তখন শুধু মাউস ব্যবহার করে খুব দ্রুত এবং সহজে পেইজ জুম করতে পারবেন।
  • প্রিন্ট অপশন

  • যেকোন ডকুমেন্টকে প্রিন্ট করতে রয়েছে চমৎকার প্রিন্টিং ফিচার। পেইজ প্রিন্ট করতে আপনার অন্য কোন সফটওয়্যারের প্রয়োজন হবে না এখন।

ফিচার গুলো এখনই শেষ হয়নি, তবে এতো কিছু বিস্তারিত বর্ণনা করা আর সম্ভব হচ্ছেনা। আপনারা সফটওয়্যারটি ব্যবহার করলেই বাকি ফিচারগুলো সহজেই বুঝতে পারবেন। তাহলে ব্যবহার করার আমন্ত্রন রইলো, অবশ্যই ডাউনলোড শেষ করার পরে।

ডাউনলোড

সফটওয়্যারটির ফিচারগুলো নিশ্চয় ভালো লেগেছে। যদি ভালো লেগেই তাহলে নিশ্চয় ডাউনলোড করতে মন চাইছে। আগের সফটওয়্যারটি তাদের বিশাল সাইজের কারনে অনেকেই ডাউনলোড করতে পারেন। কিন্তু আজকের এই ৫ মেগাবাইটের সফটওয়্যারটি আপনারা খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারেন।

Click To Download Page Flipping PDF Reader

সফটওয়্যারটি ডাউনলোড করার পর স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন। ফ্রিওয়্যার হওয়াতে কোন প্রকার লাইসেন্স বা মেডিসিন ফাইলের প্রয়োজন হবে না। এখন শুধু আনলিমিটেড ব্যবহার করে যাওয়া।

3D বই পড়ার জন্য আগের টিউনটি যদি কেউ দেখতে চান তাহলে নিচের লিংকটি থেকে দেখে নিতে পারেন।

অ্যান্ড্রোয়েড এর জন্য | Moon+Reader Pro

অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীরা নিশ্চয় এতোক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন আপনাদের জিনিস আসবে এই জন্য। অবশেষে আপনাদের জন্যও উপরের ফিচারগুলো সম্বলিত একটি অ্যান্ড্রোয়েড অ্যাপস নিয়ে হাজির হয়েছি যা আপনাকে অন্যন্য রিডারের চাইতে বহুগুন সুবিধা দিবে। আমি আগে এই বিষয়ে একটি টিউন করেছিলাম। টিউনটি অনেক আগে হওয়াতে বর্তমান ভার্সনের সাথে সামান্য পার্থক্য আছে। চলুন বর্তমান ভার্সনটি ডাউনলোডের পূর্বে একনজরে দেখে নেই।

অ্যাপস মেনু এবং সুদৃশ্য বুক শেল্ফ | এখানেই শেষ নয়, রয়েছে আরও অনেক সুবিধা

যদি ভালো লেগে থাকে তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে ঝটপট ডাউনলোড করে নিন।

ডাউনলোড মুনরিডার ফুল ভার্সন

মুনরিডার নিয়ে আমার টিউনটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

বেশি বেশি বই পড়ুন আর নিজের জ্ঞানকে সমৃদ্ধ করুন

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। ফাহিম ভাই। সুন্দর পিডিএফ রিডার এর জন্য।

অনেক ভালো হয়েছে। ধন্যবাদ…

tnx bro ভাল লাগছে 🙂

ধন্যবাদ ভাই আপনার টিউনগুলা সবসময় অসাধারন হয়। এগিয়ে যান…

বরাবরের মত আবারো কাজের সফটওয়্যার, অনেক অনেক ধন্যবাদ।

ভাল হবে মনে হচ্ছে @ রেখে দিলাম। # ধন্যবাদ

    হুম, অবশ্যই ভালো হবে। ব্যবহার করে জানাবেন 🙂
    টিউমেন্টের জন্য ধন্যবাদ হোছাইন ভাই 😉

ভাই মুন রিডার দিয়ে কি ফ্লিফ রিডার এর মত 3D পড়া যাবে ?

এইমাত্র ডাউনলোড করলাম । আসাধারন । তবে আপনার টিউন মাত্রই যে আসাধারন হবে , তাতে আর আশ্চর্যের কি !!!!!!!!!!!!!!

ভাই Flipping Book PDF Publisher এর লাইসেন্স কি দরকার । এটা ফ্রি সফটওয়্যার কিন্তু পাবলিশ করতে গেলে আরেকটা সফটওয়্যার লাগে যেটার নাম Flipping Book PDF Publisher. এই সফটওয়্যার এর লাইসেন্স কি দরকার ।

    অপেক্ষায় থাকুন, অন্য কোন দিন অন্য কোন ক্ষনে হয়তো ভুল ভার্সন নিয়ে হাজির হবো! ধন্যবাদ 🙂

Level 0

ভাল চালিয়ে যান। ধন্যবাদ

বর্ণনার অস্থিরপনায় জিনিসটাক যথেস্ট অস্থির বলেই মনে হচ্ছে…..তবে চৌকস ফোনের জন্য আপনার চন্দ্রমুখীকে আমি কিন্তু ইতিমধ্যেই নাড়াচাড়া করছি…..ধন্যবাদ ভাগাভাগির জন্য 🙂

    তবে সত্যিকার অর্থেই চন্দ্রমুখীর বিকল্প নেই, ব্যবহারে ধন্য আমি। টিউমেন্টের জন্য ধইন্যা 😉

বরাবরের মতো মানসম্মত টিউন তবে এই ফ্লিপিং এপ্লিকেশনটা খুবই হালকা। বড় সাইজের বই গুলা হয় ওপেন হয়না অথবা ল্যাগ করে। সবদিক দিয়ে বিবেচনা করলে ফক্সিট রিডারই আমার কাছে বেস্ট।

    অলটারনেটিভ আরও একটা সফটওয়্যার আছে। সামনে একটা মেগাটিউনে হয়তো পাবলিশড করবো। আমি নিজেও ফক্সিট ব্যবহার করি কিন্তু সাইজের ব্যাপারটা মাথায় রাখতে হবে।

এতদিন মুন রিডারের ২.০.৮ ভার্সন ব্যবহার করতাম।
খুব ভালো লাগতো।
কিন্তু আজ লেটেষ্ট ভার্সনটা পাওয়ার পর
আরো ভালো লাগছে
তাই সাথে সাথেই ডাউনলোড করে নিলাম।
যাহোক বরাবরের মত চমৎকার টিউন।।

ভালো লাগলো

ভাই,আপনার টিউনগুলা নিয়ে কিছু বলার নেই।সবকিছুই এক কথায় অসাধারণ।
ভাই,আপনার দেওয়া soda pdf টা অনেক দিন ধরে ব্যবহার করছি।সফটওয়্যারটার Web To Pdf Coverter টা অসাধারন কাজ করত।বাট কিছুদিন ধরে কনভার্ট করতে নিলে বলে ‘এই ভার্শনটি এর জন্য উপযুক্ত নয়।এক্টিভেট করুন”
এখন কি করব?এমন কোন ফুল ভার্সন কিছু দিন যা দিয়ে Soda এর মতই Web to PDF কনভার্ট করা যায়,প্লিজ ভাই।
আর আবারো ধন্যবাদ জানাই,চালিয়ে যান।