আজ আপনার জন্য থাকছে বিশ্বের #১ সফটওয়্যার Zend Studio এর ফুল ভার্সন। ৩২৮ ডলার মূল্যের সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রিতে নিবেন কিনা সিদ্ধান্ত আপনার।

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

মনে হচ্ছে বহুদিন পরে সফটওয়্যার নিয়ে কোন টিউন করতে বসলাম। সফটওয়্যার নিয়ে বহুদিন পরে টিউন করলেও বরাবরের মতো সেরা কিছু দেওয়ার প্রচেষ্টা অবশ্যই অব্যাহত থাকবে। আমি আজ এমন একটি সফটওয়্যার নিয়ে টিউন করবো যে সফটওয়্যারটি একজন ওয়েব ডেভেলপারের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ মনে হবে। কারন বিশ্বের নাম্বার ওয়ান সফটওয়্যারটির ব্যবহারহারের অভিজ্ঞতা আপনাদের অনেকের কাছে আজই মনে হয় প্রথম হতে চলেছে। আপনারা যারা পিএইচপি ডেভেলপার তারা নিশ্চয় Zend কথাটির সাথে পরিচিত আছেন। অনেকেই হতে চান হাসিন হায়দারের মতো Zend সার্টিফাইড ডেভেলপার, অনেকেই্ ব্যবহার করেন Zend ফ্রেমওয়ার্ক কিন্তু আপনারা কয়জনে পিএইচপি ডেভেলপমেন্ট ইনভাইরনমেন্টের জন্য Zend Studio ব্যবহার করেন সেটাই এখন প্রশ্ন। আজকের টিউনে আপনারা জানতে পারবেন পিএইচপি ডেভেলপমেন্টের সেরা সফটওয়্যার Zend Studio সম্পর্কে এবং টিউন শেষে পাবেন সর্বোচ্চ ৩২৮ ডলার মূল্যের এই অসাধারন সফটওয়্যার সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করার সুযোগ। তাহলে আর দেরি কেন চলুন শুরু করি।

Zend Studio | Price $328

Zend Studio হলো পিএইচপি ডেভেলপমেন্ট এনভাইরনমেন্টর জন্য সব চেয়ে ভালো সফটওয়্যার। অধিকাংশ ভালো ডেভেলপারগন তাদের কাজের জন্য Zend Studio ব্যবহার করে থাকেন। তবে Zend Studio সম্পর্কে আমার আলোচনা শুরু করার পূর্বে আপনারা নিচের ভিডিওটি এক নজরে দেখে নিতে পারেন। ৫ মিনিটের এই ভিডিওটি দেখলে আপনাদের Zend Studio সম্পর্কে একটা ভালো ধারনা আসবে।

অন্যন্য কোড এডিটরের মতো এখানে রয়েছে পিএইচপি ছাড়াও অন্যন্য কোডিং সুবিধা। রয়েছে বিল্টইন ব্রাউজার সাপোর্ট। থিম এবং মাল্টিকার্সর এডিটিং সুবিধা। মোবাইল এপ্লিকেশন তৈরীর সুযোগ এবং সর্বপরি পিএইচপি ৫.৬ সাপোর্ট। এছাড়া যে সমস্ত স্পেশাল ফিচার আছে সেগুলো নিম্নরূপ।

    সুদৃশ্য ওয়েলকাম স্ক্রিন

  • সুদৃশ্য ওয়েলকাম স্ক্রিন যা আপনাকে দিবে হাতের কাছে থেকে সব কিছু নিয়ন্ত্রন করার সুযোগ। আপনি অতিরিক্ত প্লাগিন, নতুন প্রজেক্ট তৈরী এবং প্রয়োজনীয় ভিডিও সুবিধা পাবেন এখান থেকে।
  • ইনটেলিজেন্ট কোড এডিটর ফিচার

  • আপনার জন্য পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট এডিট করার জন্য রয়েছে ইনটেলিজেন্ট কোড এডিটর ফিচার। কোড অটো কমপ্লিট, সাজেশন, হাইলাইট সহ পাবেন আরো অনেক কিছু।
  • উন্নত মানের ডিবাগিং সুবিধা

  • খুব দ্রুত ভুলগুলো শোধরানোর জন্য রয়েছে উন্নত মানের ডিবাগিং সুবিধা।
  • মোবাইল অ্যাপ্লিকেশন তৈরীর সুযোগ

  • খুব সহজে তৈরী করতে পারবেন চমৎকার মোবাইল অ্যাপ্লিকেশন। এক্সিজটিং সার্ভারকেও এডিট করতে পারবেন এই চমৎকার সফটওয়্যারটি দিয়ে।
  • ঝামেলাবিহীন ক্লাউড সুবিধা

  • এছাড়াও রয়েছে ঝামেলাবিহীন ক্লাউড সুবিধা। যা আপনাকে দিবে চমৎকার ডিপ্লয়মেন্ট সুবিধা। পরবর্তি ফিচারগুলো উন্মোনের দায়িত্ব শুধুই আপনার।

ডাউনলোড Zend Studio | Full Free

সফটওয়্যারটির ফিচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচের অফিশিয়াল ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির ৩০দিনের ট্রায়াল ভার্সন নামিয়ে নিন। মাত্র ২৩৫ মেগাবাইট ডাটা খরচ হবে সফটওয়্যারটি ডাউনলোড করতে।

Download Zend Studio | Size 235MB

এখন সফটওয়্যারটি ফুল ভার্সন করতে আপনার প্রয়োজন হবে বরাবরের মতো একটি মেডিসিন ফাইল। মেডিসিন ফাইল ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।

Click To Download Mecine Files

ডাউনলোড শেষ করে থাকলে সফটওয়্যারটি স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন কিন্তু ভুলেও ওপেন করবেন না। ওপেন হয়ে গেলে তাড়াতাড়ি বন্ধ করে ফেলুন। এবার ফুল ভার্সন করার পালা।

সারাজীবনের জন্য ফুল ভার্সন করার পদ্ধতি

তবে ফুল ভার্সন করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি আমি নিজে ব্যবহার করে ফুল ভার্সন করেছি, এটা সবার জন্য কাজ করবে। কিন্তুু আরেকটা পদ্ধতিটা হলো আমি ফুল ভার্সন করার প্রচেষ্টার পর যে লাইসেন্সগুলো পেয়েছি সেগুলো আপনারা ব্যবহার করে ফুল ভার্সন করবেন। কাজ হবে কিনা আমি শতভাগ নিশ্চিত না। কাজ হলে আপনার টিউমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই কেউ প্রথম পদ্ধতি পরীক্ষা না করে দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করবেন না।

    প্রথম পদ্ধতিঃ

  • মেডিসিন ফাইলটি এক্সট্রাক্ট করার পর সেখানে মেডিসিন ওয়ান এবং মেডিসিন টু নামে দুইটা ফোল্ডার পাবেন। সেখান থেকে মেডিসিন ওয়ান নামের ফোল্ডারটি ওপেন করুন। সেখানে com.zend.verifier_11.0.2.v20140926-0202.jar নামে একটি ফাইল পাবেন। সেই ফাইলটি কপি করুন এবং আপনার উইন্ডোজটি ৬৪ বিটের হলে C:\Program Files (x86)\Zend\Zend Studio 11.0.2\plugins লোকেশনে গিয়ে পেস্ট করুন। আর যদি ৩২ বিটের হলে C:\Program Files\Zend\Zend Studio 11.0.2\plugins লোকেশনে গিয়ে পেস্ট করুন। তারপর সফটওয়্যারটি ওপেন করুন। লাইসেন্স কি চাইলে মিডিসিন ওয়ান ফোল্ডারে থাকা লাইসেন্স কি কপি করে পেস্ট করে দিন। ব্যাস, আপনার কাজ হয়ে গেছে।
  • দ্বিতীয় পদ্ধতিঃ

  • এই পদ্ধতিতে ফুল ভার্সন করার জন্য আপনার প্রয়োজন হবে লেটেস্ট জাভা সফটওয়্যারটি। নিচের ডাউনলোড লিংক থেকে জাভা সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন।
  • Click To Download Latest Java

  • এবার Medicine 2 ফোল্ডারটি ওপেন করুন এবং Zend-KeyMaker.jar ফাইলটি রান করুন। এখন নিচের চিত্রের মতো করে সিরিয়াল নাম্বারটি কপি পরে নোটপ্যাডে পেস্ট করে রাখুন এবং Patch বাটনটি চাপুন।
  • কোন ফাইলটিকে ব্রাউস করবেন সেটা দেখিয়ে দিতে বলবে। আপনার কাজ হলো পদ্ধতি ওয়ানে বর্ণিত এবং নিচের চিত্রের com.zend.verifier_11.0.2.v20140926-0202.jar ফাইলটিকে দেখিয়ে দিয়ে ওকে করা।
  • প্যাচিং সাক্সেসফুল দেখাবে এবং নিচের চিত্রের মতো দেখবেন মেডিসিন টু ফোল্ডারে com.zend.verifier_11.0.2.v20140926-0202.jar নামে আরও একটি ফাইল পাওয়া গিয়েছে। এখন ফাইলটিকে কপি করুন এবং প্রথম পদ্ধতি অনুসরন করুন।
  • সফটওয়্যারটি রান করলে নিচের চিত্রের মতো লাইসেন্স কি চাইবে। আপনি কপি করে রাখা লাইসেন্স-কী টি দিয়ে ফুল ভার্সন করে ফেলুন।

আমরা টিউনটির একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আশা করি আপনাদের বুঝতে কোন প্রকার সমস্যা হয়নি। একটিভেশনের দ্বিতীয় পদ্ধতিটা একটু কষ্টকর হলেও আমি আশা করছি প্রথম পদ্ধতিতেই কাজ হয়ে যাবে।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছু জিনিস অবাক করে দেয়। ধন্যবাদ শেয়ার করার জন্য। খুব কাজে দিবে। নষ্ট জালে বেঁধে কাজের ফাঁকে ফাহাদ ভাইয়ের কৃতকর্মকে কাজে লাগায়। 🙂

    কি সৌভাগ্য আমার, প্রথম টিউমেন্টটা দেখি সরদারজি করছেন। প্রিয় টিউনারের টিউমেন্ট দেখলেও ভালো লাগে। সুন্দর টিউমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আই,টি সরদার ভাই।

নিয়ে নিলাম

Level 2

অস্থির ই মনে হচ্ছে। আপাতত ডাউনলোড করে রাখি। পরে হয়ত লিংক ডিলিট হয়ে যেতে পারে। ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।

অসাধারন!!!!

Level 0

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য

অসাধারন!!!! Medicine 1 -Key Missing!!!

    দুঃখিত আনিসুর রহমান ভাই। আসলে মেডিসিন ১ ফাইলের লাইসেন্সটা ভুলে মেডিসিন ২ ফোল্ডারে দিয়ে দিয়েছি। আপনি কষ্ট করে মেডিসিন ২ ফোল্ডারটি চেক করুন।

এত সুন্দর সাজিয়ে গুছিয়ে লেখা একটি টিউন দেখে আমি আর সহ্য করতে পারলাম না । তাই পাগলের মত হয়ে গেলাম কমেন্ট করার জন্য। ধন্যবাদ ফাহাদ ভাই এত সুন্দর একটি টিউন আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

    আপনার টিউমেন্ট দেখে আমিও আনন্দে পাগলের মতো হয়ে গেছি। ধন্যবাদ আলআমিন হোসাইন ভাই এতো সুন্দর টিউমেন্টর জন্য।

Level New

Just Excellent

দিলেনতো অন্তরের অন্দরে চিপায় চাপা পড়ে গুম হয়ে বাসি হওয়া বেদনাটারে কুড়িয়ে এনে পানির ছিটায় তাজা করে এর গন্ধটা কোনায় কোনায় ছড়িয়ে……আহা, যখন ডাইনোসরের মতো বেকুব ছিলাম তখন নানা জায়গায় ঘুরতে ঘুরতে একদা শখ হলো Zend-র মায়েরে বাপ করেই ছাড়ব- আপচুস Zend আমারেই কিনা ছাইড়া দিল- শখটাও মরে গেল!!……নতুন করে এটার ইন্টারফেস দেখে একটু উহ আহ যে করলাম- সেটা না বললেও কুনু সমস্যা নাই 😉 তবে কোড এডিটের ইন্টারফেসটা তো পুরো কপি-পেস্ট ঠেকতেছে….জাভার এডিটর Eclipse-র সাথে হুবহু সবকিছুই মিলে যাচ্ছে!!! মজা মজা 😯

ধন্যবাদ টিউনের জন্য 🙂

    @নিওফাইট নিটোল: একদা Eclipse নিয়া আমিও ঘাটাঘাটি করেছি, তবে এ ক্ষেত্রে কে কাকে কপি মারলো বিষয়টা ডাউটফুল। তবে আপনার টিউমেন্ট দেইখা অস্থির মজা পাইলাম।

    **বরাবরের মতো সুন্দর টিউমেন্টের জন্য দুই কেজি ধইন্যা।

Just awesome !! salute boss.. waiting for your next tune .

আপনার এই সফটওয়ারের মাহাত্ব আমি জানিনা, তবুও ডাউনলোড করে রাখলাম যদি ভবিষ্যতে কখনোও কাজে লাগে । আপনাকে আন্তরিক ধন্যবাদ ।