-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
মনে হচ্ছে বহুদিন পরে সফটওয়্যার নিয়ে কোন টিউন করতে বসলাম। সফটওয়্যার নিয়ে বহুদিন পরে টিউন করলেও বরাবরের মতো সেরা কিছু দেওয়ার প্রচেষ্টা অবশ্যই অব্যাহত থাকবে। আমি আজ এমন একটি সফটওয়্যার নিয়ে টিউন করবো যে সফটওয়্যারটি একজন ওয়েব ডেভেলপারের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ মনে হবে। কারন বিশ্বের নাম্বার ওয়ান সফটওয়্যারটির ব্যবহারহারের অভিজ্ঞতা আপনাদের অনেকের কাছে আজই মনে হয় প্রথম হতে চলেছে। আপনারা যারা পিএইচপি ডেভেলপার তারা নিশ্চয় Zend কথাটির সাথে পরিচিত আছেন। অনেকেই হতে চান হাসিন হায়দারের মতো Zend সার্টিফাইড ডেভেলপার, অনেকেই্ ব্যবহার করেন Zend ফ্রেমওয়ার্ক কিন্তু আপনারা কয়জনে পিএইচপি ডেভেলপমেন্ট ইনভাইরনমেন্টের জন্য Zend Studio ব্যবহার করেন সেটাই এখন প্রশ্ন। আজকের টিউনে আপনারা জানতে পারবেন পিএইচপি ডেভেলপমেন্টের সেরা সফটওয়্যার Zend Studio সম্পর্কে এবং টিউন শেষে পাবেন সর্বোচ্চ ৩২৮ ডলার মূল্যের এই অসাধারন সফটওয়্যার সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করার সুযোগ। তাহলে আর দেরি কেন চলুন শুরু করি।
Zend Studio হলো পিএইচপি ডেভেলপমেন্ট এনভাইরনমেন্টর জন্য সব চেয়ে ভালো সফটওয়্যার। অধিকাংশ ভালো ডেভেলপারগন তাদের কাজের জন্য Zend Studio ব্যবহার করে থাকেন। তবে Zend Studio সম্পর্কে আমার আলোচনা শুরু করার পূর্বে আপনারা নিচের ভিডিওটি এক নজরে দেখে নিতে পারেন। ৫ মিনিটের এই ভিডিওটি দেখলে আপনাদের Zend Studio সম্পর্কে একটা ভালো ধারনা আসবে।
অন্যন্য কোড এডিটরের মতো এখানে রয়েছে পিএইচপি ছাড়াও অন্যন্য কোডিং সুবিধা। রয়েছে বিল্টইন ব্রাউজার সাপোর্ট। থিম এবং মাল্টিকার্সর এডিটিং সুবিধা। মোবাইল এপ্লিকেশন তৈরীর সুযোগ এবং সর্বপরি পিএইচপি ৫.৬ সাপোর্ট। এছাড়া যে সমস্ত স্পেশাল ফিচার আছে সেগুলো নিম্নরূপ।
সফটওয়্যারটির ফিচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচের অফিশিয়াল ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির ৩০দিনের ট্রায়াল ভার্সন নামিয়ে নিন। মাত্র ২৩৫ মেগাবাইট ডাটা খরচ হবে সফটওয়্যারটি ডাউনলোড করতে।
এখন সফটওয়্যারটি ফুল ভার্সন করতে আপনার প্রয়োজন হবে বরাবরের মতো একটি মেডিসিন ফাইল। মেডিসিন ফাইল ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
ডাউনলোড শেষ করে থাকলে সফটওয়্যারটি স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন কিন্তু ভুলেও ওপেন করবেন না। ওপেন হয়ে গেলে তাড়াতাড়ি বন্ধ করে ফেলুন। এবার ফুল ভার্সন করার পালা।
তবে ফুল ভার্সন করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি আমি নিজে ব্যবহার করে ফুল ভার্সন করেছি, এটা সবার জন্য কাজ করবে। কিন্তুু আরেকটা পদ্ধতিটা হলো আমি ফুল ভার্সন করার প্রচেষ্টার পর যে লাইসেন্সগুলো পেয়েছি সেগুলো আপনারা ব্যবহার করে ফুল ভার্সন করবেন। কাজ হবে কিনা আমি শতভাগ নিশ্চিত না। কাজ হলে আপনার টিউমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই কেউ প্রথম পদ্ধতি পরীক্ষা না করে দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করবেন না।
আমরা টিউনটির একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আশা করি আপনাদের বুঝতে কোন প্রকার সমস্যা হয়নি। একটিভেশনের দ্বিতীয় পদ্ধতিটা একটু কষ্টকর হলেও আমি আশা করছি প্রথম পদ্ধতিতেই কাজ হয়ে যাবে।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
কিছু জিনিস অবাক করে দেয়। ধন্যবাদ শেয়ার করার জন্য। খুব কাজে দিবে। নষ্ট জালে বেঁধে কাজের ফাঁকে ফাহাদ ভাইয়ের কৃতকর্মকে কাজে লাগায়। 🙂