সেরা দশ থেকে বেছে নিন আপনারটি [পর্ব-০৭] :: ওয়েব সাইট তৈরীর জন্য সেরা সফটওয়্যার, আপনার ওয়েব সাইট আপনি না বানালে কে বানাবে?

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

সেরা দশ থেকে বেছে নিন আপনারটি

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাই আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সফটওয়্যার সমুদ্রে লাখো সফটওয়্যারের ভীড়ে সেরা সফটওয়্যার খুঁজে বের করার নিমিত্তে আমার চেইন টিউনের ৭ম পর্ব।

বর্তমান সময়ে নিজের একটা সুন্দর ওয়েব সাইট থাকা মৌলিক চাহিদার মতো হয়ে দাড়িয়েছে। নিজের কোন ওয়েব সাইট না থাকলে কেমন যেন আপডেট মনে হয় না নিজেকে। চাহিদাটা সবার থাকলেও সবার কিন্তু নিজের কোন ওয়েব সাইট নেই। এর পেছনে কারন হলো, ওয়েব সাইট তৈরী করার জন্য যতোটুকু প্রফেশনাল জ্ঞানের প্রয়োজন ততোটুকু আমাদের অধিকাংশের মাঝে নেই। তবে নেই বলে থেমে থাকলে চলবে না, আপনার চাহিদা যেহেতু আছে সেহেতু যোগান অটোমেটিক হয়ে যাবে। না হলে আমি তো আছিই। আজ আপনার জন্য আমি হাজির হয়েছি প্রফেশনাল মানের ওয়েব সাইট তৈরীর সফটওয়্যার নিয়ে। ঘাবড়ানোর কোন কারন নেই, কারন খুব সহজে একটা বাচ্চা ছেলের মা ও ওয়েব সাইট তৈরী করতে আমার দেওয়া সফটওয়্যার দিয়ে। আর হ্যাঁ, এটা অবশ্যই বিশ্বের সেরা ওয়েব সাইট তৈরীর সফটওয়্যার। তাহলে চলুন শুরু করা যাক-

২০১৫ সালে সেরা দশে থাকা সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ওয়েব সাইট তৈরীর সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।

এক নজরে দেখে নিন সেরাদের তালিকায় কোন কোন সফটওয়্যার স্থান দখল করে আছে
  • 01. WebEasy Professional | $49.95
  • 02. Homestead | $4.99/month
  • 03. Web Studio | $159.99
  • 04. Adobe Muse | $15.99
  • 05. WebAcapella | $106.00
  • 06. WebPlus | $99.99
  • 07. Xara Web Designer Premium | $99.99
  • 08. Yola Silver | $9.95/month
  • 09. EZGenerator | $99.00
  • 10. Web Creator Pro | $119.95

উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা WebEasy Professional সফটওয়্যারটিই হলো সবার সেরা সফটওয়্যার। যাহোক, ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই।

WebEasy Professional | Price $49.95

WebEasy Professional সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো WebEasy Professional এর অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।

WebEasy Professional এর অফিশিয়াল সাইট ভিজিট করতে ছবিটির উপর ক্লিক করুন

আপনারার যারা WebEasy Professional এর অফিশিয়াল সাইটে যাননি তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে কিছু ফিচার নিচে তুলে ধরছি।

টেমপ্লেটঃ
  • সফটওয়্যারটিতে রয়েছে ১০০০ এর মতো প্রফেশনাল ওয়েব ডিজাইন টেমপ্লেট। যার সাহায্যে আপনি শুধু মাত্র কয়েক মিনিটে আপনার কাঙ্খিত ওয়েব সাইট তৈরী করতে পারবেন।
  • টেমপ্লেটগুলো ফুল ফাংশনাল হওয়াতে আপনাকে অতিরিক্ত কোন পরিশ্রম করতে হবে না। শুধু আপনার প্রয়োজনীয় কন্টেন্ট গুলোকে আপনার মতো করে কাস্টমাইজ করতে হবে।
মনোমুগ্ধকর ফিচারঃ
  • ওয়েব সাইট তৈরী করতে কোন প্রকার প্রোগ্রামিং অভিজ্ঞতা লাগবে না। এইচটিএমএল না জানলেও কোন সমস্যা নেই।
  • ওয়েব টেমপ্লেটে যতো কন্টেন্ট আছে সব গুলোকে খুব সহজে কাস্টমাইজ করার রয়েছে বিশাল সুবিধা।
  • শুধু মাত্র ড্রাগ এন্ড ড্রপ করে আপনার কাঙ্খিত কাজটি সেরে ফেলতে পারেন।
  • এছাড়াও রয়েছে আরো অনেক সুবিধা, যা ব্যবহার করলেই আপনি নিজেই সব উন্মোচিত করতে পারবেন। তবে সব চেয়ে বড় সুবিধাটি নিচে বর্ননা করছি।

ওয়েব সাইট তৈরীর পৃথিবীর সব চেয়ে সহজ পদ্ধতি

একটি ভালো মানের ওয়েব সাইট তৈরী করতে প্রয়োজন অনেক শ্রম এবং মেধার যথার্থ ব্যবহার। পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না, এই কথাটি বই পুস্তকে লেখা থাকলেও আজ আমরা দেখবো আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো শুধু চাইলেই একটি ওয়েব সাইট তৈরী করা যায়। যেহেতু আলাদিনের প্রদীপের কথা বলেছি সেহেতু ওয়েব সাইট তৈরী করতে যে মাত্র তিনটি ধাপ লাগবে সেটা হয়তো আপনাদের বুঝাতে হবে না। তো চলুন তাহলে শুরু করি।

প্রথম ধাপঃ টেমপ্লেট এবং স্টাইল নির্বাচন
  • আপনার পছন্দের হেডিং, টেক্সট, ফটো এবং অন্যন্য বিষয়ের জন্য চাহিদা মোতাবেক স্টাইল নির্বাচন করুন।
  • টেমপ্লেট কোন কাজে ব্যবহার করবেন সে অনুযায়ী টেমপ্লেট টাইপ নির্বাচন করুন।
  • টেমপ্লেটগুলোতে সব কিছু আপনার জন্য প্রস্তুত করায় আছে, নো চিন্তা।
ওয়েব সাইট যেহেতু আপনার | সব হোক আপনার মনের মতো করে
দ্বিতীয় ধাপঃ সহজ কাস্টমাইজেশন
  • আপনার পছন্দ মতো ইমেজ, টেক্সট এবং লিংকগুলোকে পরিবর্তন কিংবা এডিট করুন।
  • গুগল ম্যাপ, ফেসবুক, টুইটার ইত্যাদি সংযোগ করতে চাইলে সহজে করে ফেলুন।
  • SEO এর জন্য প্রত্যেক পেজে টাইটেল, কিওয়ার্ড এবং ডেসক্রিপশন যোগ করুন।
তৃতীয় এবং শেষ ধাপঃ ওয়েব সাইট পাবলিশড করুন
  • সফটওয়্যারটি দিয়ে সরাসরি ওয়েব আপনার তৈরীকৃত সাইটকে পাবলিশড করতে পারবেন। [ফায়ারওয়াল দিয়ে ব্লক থাকলে নিজ দায়িত্বে আনব্লক করুন]
  • নতুন ইমেইল এবং ওয়েব ডোমেইন পেয়ে যাবেন যদি তাদের নিজস্ব সুবিধা গ্রহন করে থাকেন।
  • বিজনেজ করতে চাইলেও কোন সমস্যা নেই, সব সুবিধা এখন শুধুই আপনার।
হয়ে গেলো আপনার ওয়েব সাইট | এবার হারিয়ে যান প্রযু্ক্তির দুনিয়ায়

নিজের তো একখানা ওয়েব সাইট হয়েই গেলো আপনার। আমার কথা কী এতোটা বিশ্বার করতে পেরেছিলেন আগে? যাহোক, যদিও সহজ ভাবে আপনারা কাজ করতে পারবেন তারপরেও আপনার যদি থাকে সামান্য HTML এর জ্ঞান তাহলে আপনি এই সফটওয়্যার ব্যবহার করেই অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবেন। শুভ হোক, আপনার আগামীর পথচলা।

ডাউনলোড ফুল ভার্সন

সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির সর্বশেষ সংস্করনের ফুল ভার্সনটি ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করতে হবেনা। কারন মাত্র ১২০ মেগাবাইট ডাটা খরচ করেই আপনি সফটওয়্যারটি নামাতে পারবেন।

WebEasy Professional | Size 120MB

ডাউনকৃত জিপ ফাইলের মধ্যে আছে সফটওয়্যারটির একটি ইনস্টলার ফাইল এবং যথারীতি ফুল ভার্সন করার জন্য আমার দেওয়া লাইসেন্স-কী। জিপ ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করুন। তারপর ফুল ভার্সন সেটাপ দেওয়ার জন্য নিচের নির্দেশনা অনুসরন করুন।

ফুল ভার্সন একটিভেশন নির্দেশিকা

এই সিরিজের প্রত্যেকটি সফটওয়্যার ফুল ভার্সন করার জন্য আপনাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। অনেকগুলো করে ধাপ ছিলো একটিভেশনের জন্য। অনেকেই পেরেছেন অনেকেই হয়তো বা পারেন নি। তাই এবার একেবারে অরিজিনাল লাইসেন্স দিয়ে দিলাম। সফটওয়্যারটি সেটাপ দেওয়ার সময় যখন সিরিয়াল-কী চাইবে তখন আমার দেওয়া সিরিয়াল-কী টা ব্যবহার করুন। শুধু সেটাপের সময় ইন্টারনেট কানেকশন বন্ধ রাখুন।

ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হলে সফটওয়্যারটি ওপেন করুন। তাহলে একটিভেশনের জন্য আলাদা একটি পপ-আপ মেনু আসবে। অনেকেই ভয় পেয়ে যেতে পারেন যে আবার একটিভ করতে হবে। আসলে ভয় পাওয়ার কিছু নেই, শুধু একটিভেট বাটনে ক্লিক করলেই অটোমেটিক একটিভ হয়ে যাবে।

এখন নির্বিঘ্নে সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন তবে অধিক নিরাপত্তার জন্য অ্যাপ্লিকেশনটিকে ফায়ারওয়াল দিয়ে ব্লক করে দিন। ফায়ারওয়াল দিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন ব্লক করতে হয় সেটা জানার জন্য আমার নিচের টিউনটি দেখতে পারেন। তাহলে পরিপূর্ণ ধারনা পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভুলেও আপডেট দিবেন না (যদিও ফায়ারওয়াল দিয়ে ব্লক করলে চাইলেও পারবেন না)।

ফায়ারওয়াল বৃত্তান্ত – জেনে নিন ফায়ারওয়াল কী, কেন প্রয়োজন এবং কীভাবে ব্যবহার করবেন

উপরের সবগুলো ধাপ সঠিকভাবে সম্পন্ন করে থাকলে আপনি সফটওয়্যারটি ফুল ভার্সন হিসাবে আজিবন ব্যবহার করতে পারবেন। আশা করি সফটওয়্যারটি ফুল ভার্সন করতে কারও কোন প্রকার ঝামেলা হয়নি। যদি হয়ে থাকে তাহলে নিজে আরও দুইবার চেষ্টা করবেন তারপর আমাকে সমস্যা জানাবেন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি-

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইডাই চাইছিলাম ( Graduate নাটক ভক্ত)

ধন্যবাদ ভাই

Download link nai to..

    @মাসুদ রানা: চেইন টিউনগুলো নিয়ে মহা বিপদে আছি, টিউন চেইনে যুক্ত হওয়া মাত্র লিংক উধাও হয়ে যায়। যাহোক, ক্ষমা করবেন লিংক গুলো দেরীতে ঠিক করলাম বলে। সিরিজের সকল টিউন আপডেট করে দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে 🙂

সত্যিই তো নাই

Level 0

Download link koi

    @cseboss: টিউন আপডেট করে দেওয়া হয়েছে। সমস্যার কারনে আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ 🙂

সকাল বেলা একটা পোস্টে কমেন্ট করে বিকালে তার রিপ্লে দেখতে গিয়ে দেখি আবার একটা টিউন । কি যে ভালো লাগছে তা কি বলব ? কিন্তু ভাই ৬ নং পর্ব এবং ৭ নং পর্বের কোন ইমেজ লিঙ্ক কাজ করছে না ।দ্রুত এটির সমাধান করুন । ধন্যবাদ ।

    @প্রযুক্তি পিপাসু: চেইন টিউনগুলো নিয়ে মহা বিপদে আছি, টিউন চেইনে যুক্ত হওয়া মাত্র লিংক উধাও হয়ে যায়। যাহোক, ক্ষমা করবেন লিংক গুলো দেরীতে ঠিক করলাম বলে। সিরিজের সকল টিউন আপডেট করে দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে 🙂

ভাই ডাউনলোড লিংক কই

    @Momen Hasan: টিউন আপডেট করে দেওয়া হয়েছে। সমস্যার কারনে আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ 🙂

assa ei software how use kore tar vedio tutorial pawa jabe ki?? gele link ta ektu khuje diben?

    @লিমন: পাওয়া যাবেনা কেন? কষ্ট করে একটু ইউটিউবে সার্চ করবেন।
    সার্চের ব্যাপারে একটু সচেতন হওয়া প্রয়োজন লিমন ভাই 🙂

ডাওনলোড লিঙ্ক কাজ করসে না

Download link where ? Big Brother

    @মিজান রহমান: চেইন টিউনগুলো নিয়ে মহা বিপদে আছি, টিউন চেইনে যুক্ত হওয়া মাত্র লিংক উধাও হয়ে যায়। যাহোক, ক্ষমা করবেন লিংক গুলো দেরীতে ঠিক করলাম বলে। সিরিজের সকল টিউন আপডেট করে দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে 🙂

**বানান ভুল: মুনমুগ্ধকর -> মনোমুগ্ধকর
**টাইপো: প্রকৃয়া -> প্রক্রিয়া

সাধারণত এই ধরনের পেইড সিএমএস গুলো দেখতে পাওয়া যায় না…..অন্তর্জালে নিজের একখন্ড জমি কেনার শখ এই অধমের বহুদিনের…..দেখি এইবার যদি আমার হাতে খড়ি উঠে কিনা? 😉

    দুঃখিত, অসাবধানতা বশত বানান ভুল হয়ে গেছে! শোধরে দেওয়ার জন্য ধন্যবাদ 🙂

    আপনি এটা ছাড়াও পারবেন, তবে গুম হয়ে না থেকে একটু বায়রে বের হতে হবে! আপনার বাসনা পূর্ণ হোক।

এত সুন্দর পোস্ট করার জন্য আপনাকে ককটেল বোমার ধন্যবাদ দিলাম 😛

Level 0

ধন্যবাদ। ঘুম থেকে উঠেই একটা ওয়েবসাইট তৈরি করে ফেলব।

    @Raju: সকালতো হয়ে গেছে, এতোক্ষণে নিশ্চয় ওয়েব সাইট বানিয়ে ফেলেছেন !
    টিউমেন্টের জন্য ধন্যবাদ 🙂 শুভকামনা আপনার জন্য 😀

Vai post ta chorom. Sottie e kajer software notunder jonno

এত সুন্দর টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ……

আপনি মানুষটি যেমন আসাধারন,তেমনি আপনার শেয়ার করা সফটওয়্যার গুলো আসাধারন।

এরকম একটা সফট অনেক দিন ধরে চাইছিলাম । ডাউনলোড এ দিলাম । থাঙ্কস ।
ব্লগস্পট যে .XML টেমপ্লেট গুলি ইউস করি সেগুলি কি এটা দিয়ে এডিট করা যাবে ? যদি না যায় তাহলে ওগুলি এডিট এর জন্য প্লিজ কোন সফট শেয়ার করবেন ।

    টেমপ্লেট এডিটিং তো যেকোন টেক্সট এডিটর দিয়েই করা যায়! তবে আপনার জন্য সব চেয়ে ভালো এডিটর নিয়ে টিউন আসছে আগামী সপ্তাহের শুরুতেই 🙂
    সেটা দেখার আমন্ত্রন রইলো, টিউমেন্টের জন্য ধন্যবাদ নীলোৎপল বেদী ভাই।

ভাই অনেকদিন আপনার কোন টিউন পাচ্ছি না। পারলে এবার ইমেইল মার্কেটিংয়ের জন্য কোন ভাল ফ্রি সফটওয়্যারের পোষ্ট দেন না!!!

    পড়াশোনার ব্যস্ততার কারণে টিউন করার সময় হয়ে উঠেনা। সময় পেলে টিউন করে ফেলবো। টেকটিউনসের পাশেই থাকুন 🙂

100% কাজ করে ভাইয়া টিউনটা খুব ভাল হইছে