সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাই আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সফটওয়্যার সমুদ্রে লাখো সফটওয়্যারের ভীড়ে সেরা সফটওয়্যার খুঁজে বের করার নিমিত্তে আমার চেইন টিউনের ৭ম পর্ব।
বর্তমান সময়ে নিজের একটা সুন্দর ওয়েব সাইট থাকা মৌলিক চাহিদার মতো হয়ে দাড়িয়েছে। নিজের কোন ওয়েব সাইট না থাকলে কেমন যেন আপডেট মনে হয় না নিজেকে। চাহিদাটা সবার থাকলেও সবার কিন্তু নিজের কোন ওয়েব সাইট নেই। এর পেছনে কারন হলো, ওয়েব সাইট তৈরী করার জন্য যতোটুকু প্রফেশনাল জ্ঞানের প্রয়োজন ততোটুকু আমাদের অধিকাংশের মাঝে নেই। তবে নেই বলে থেমে থাকলে চলবে না, আপনার চাহিদা যেহেতু আছে সেহেতু যোগান অটোমেটিক হয়ে যাবে। না হলে আমি তো আছিই। আজ আপনার জন্য আমি হাজির হয়েছি প্রফেশনাল মানের ওয়েব সাইট তৈরীর সফটওয়্যার নিয়ে। ঘাবড়ানোর কোন কারন নেই, কারন খুব সহজে একটা বাচ্চা ছেলের মা ও ওয়েব সাইট তৈরী করতে আমার দেওয়া সফটওয়্যার দিয়ে। আর হ্যাঁ, এটা অবশ্যই বিশ্বের সেরা ওয়েব সাইট তৈরীর সফটওয়্যার। তাহলে চলুন শুরু করা যাক-
২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ওয়েব সাইট তৈরীর সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।
উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা WebEasy Professional সফটওয়্যারটিই হলো সবার সেরা সফটওয়্যার। যাহোক, ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই।
WebEasy Professional সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো WebEasy Professional এর অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।
আপনারার যারা WebEasy Professional এর অফিশিয়াল সাইটে যাননি তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে কিছু ফিচার নিচে তুলে ধরছি।
একটি ভালো মানের ওয়েব সাইট তৈরী করতে প্রয়োজন অনেক শ্রম এবং মেধার যথার্থ ব্যবহার। পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না, এই কথাটি বই পুস্তকে লেখা থাকলেও আজ আমরা দেখবো আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো শুধু চাইলেই একটি ওয়েব সাইট তৈরী করা যায়। যেহেতু আলাদিনের প্রদীপের কথা বলেছি সেহেতু ওয়েব সাইট তৈরী করতে যে মাত্র তিনটি ধাপ লাগবে সেটা হয়তো আপনাদের বুঝাতে হবে না। তো চলুন তাহলে শুরু করি।
নিজের তো একখানা ওয়েব সাইট হয়েই গেলো আপনার। আমার কথা কী এতোটা বিশ্বার করতে পেরেছিলেন আগে? যাহোক, যদিও সহজ ভাবে আপনারা কাজ করতে পারবেন তারপরেও আপনার যদি থাকে সামান্য HTML এর জ্ঞান তাহলে আপনি এই সফটওয়্যার ব্যবহার করেই অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবেন। শুভ হোক, আপনার আগামীর পথচলা।
সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির সর্বশেষ সংস্করনের ফুল ভার্সনটি ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করতে হবেনা। কারন মাত্র ১২০ মেগাবাইট ডাটা খরচ করেই আপনি সফটওয়্যারটি নামাতে পারবেন।
ডাউনকৃত জিপ ফাইলের মধ্যে আছে সফটওয়্যারটির একটি ইনস্টলার ফাইল এবং যথারীতি ফুল ভার্সন করার জন্য আমার দেওয়া লাইসেন্স-কী। জিপ ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করুন। তারপর ফুল ভার্সন সেটাপ দেওয়ার জন্য নিচের নির্দেশনা অনুসরন করুন।
এই সিরিজের প্রত্যেকটি সফটওয়্যার ফুল ভার্সন করার জন্য আপনাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। অনেকগুলো করে ধাপ ছিলো একটিভেশনের জন্য। অনেকেই পেরেছেন অনেকেই হয়তো বা পারেন নি। তাই এবার একেবারে অরিজিনাল লাইসেন্স দিয়ে দিলাম। সফটওয়্যারটি সেটাপ দেওয়ার সময় যখন সিরিয়াল-কী চাইবে তখন আমার দেওয়া সিরিয়াল-কী টা ব্যবহার করুন। শুধু সেটাপের সময় ইন্টারনেট কানেকশন বন্ধ রাখুন।
ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হলে সফটওয়্যারটি ওপেন করুন। তাহলে একটিভেশনের জন্য আলাদা একটি পপ-আপ মেনু আসবে। অনেকেই ভয় পেয়ে যেতে পারেন যে আবার একটিভ করতে হবে। আসলে ভয় পাওয়ার কিছু নেই, শুধু একটিভেট বাটনে ক্লিক করলেই অটোমেটিক একটিভ হয়ে যাবে।
এখন নির্বিঘ্নে সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন তবে অধিক নিরাপত্তার জন্য অ্যাপ্লিকেশনটিকে ফায়ারওয়াল দিয়ে ব্লক করে দিন। ফায়ারওয়াল দিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন ব্লক করতে হয় সেটা জানার জন্য আমার নিচের টিউনটি দেখতে পারেন। তাহলে পরিপূর্ণ ধারনা পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভুলেও আপডেট দিবেন না (যদিও ফায়ারওয়াল দিয়ে ব্লক করলে চাইলেও পারবেন না)।
উপরের সবগুলো ধাপ সঠিকভাবে সম্পন্ন করে থাকলে আপনি সফটওয়্যারটি ফুল ভার্সন হিসাবে আজিবন ব্যবহার করতে পারবেন। আশা করি সফটওয়্যারটি ফুল ভার্সন করতে কারও কোন প্রকার ঝামেলা হয়নি। যদি হয়ে থাকে তাহলে নিজে আরও দুইবার চেষ্টা করবেন তারপর আমাকে সমস্যা জানাবেন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি-
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
এইডাই চাইছিলাম ( Graduate নাটক ভক্ত)
ধন্যবাদ ভাই