সেরা দশ থেকে বেছে নিন আপনারটি [পর্ব-০৬] :: সেরা ফটো স্লাইডশো সফটওয়্যার, আপনার প্রেজেন্টেশনকে করে তুলুন আরো প্রাণবন্ত।

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

সেরা দশ থেকে বেছে নিন আপনারটি

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাই আমার আন্তরিক সালাম এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং ভাষা আন্দোলনে শহীদ ভাইদের আত্মার মাগফেরাত কামনা করে শুরু করছি সফটওয়্যার সমুদ্রে লাখো সফটওয়্যারের ভীড়ে সেরা সফটওয়্যার খুঁজে বের করার নিমিত্তে আমার চেইন টিউনের ৬ষ্ঠ পর্ব।

কোন কিছু সহজ ভাবে উপস্থাপনার জন্য ছবি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব সময়। কোন ছবি দেখিয়ে মানুষকে যতোটুকু ইমপ্রেসড করা যায় সে অনুযায়ী কথা বলে ততোটুকু করা যায় না। সেই ছবিগুলোকে যদি আমরা স্লাইড শো হিসাবে ব্যবহার করি তাহলে আমাদের কাজ আরো অনেক অংশে সহজ হয়ে যায়। বিশেষ করে কোন কিছু প্রেজেন্ট করতে গেলে স্লাইড শো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে স্লাইড শো দেখানোর পাশাপাশি যদি ছবিগুলোতে ট্রানজিশন ইফেক্ট, অডিও ইফেক্ট ইত্যাদি যোগ করা হয় তাহলে সেটা অত্যাশ্চর্য পর্যায়ে চলে যাবে। আপনার এরকম কিছু দেবার মানুষিকতা থেকেই আজকের এই টিউনের অবতারনা করছি। তো চলুন তাহলে শুরু করি-

২০১৫ সালে সেরা দশে থাকা সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা স্লাইডশো তৈরীর সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।

এক নজরে দেখে নিন সেরাদের তালিকায় কোন কোন সফটওয়্যার স্থান দখল করে আছে
  • 01. PhotoStage Slideshow | $29.99
  • 02. ProShow Gold | $69.95
  • 03. Photostory 2015 Deluxe | $79.99
  • 04. PicturesToExe | $129.00
  • 05. Photostory Easy | $79.99
  • 06. CyberLink MediaShow | $39.95
  • 07. DVD Slideshow Builder | $69.95
  • 08. SmartSHOW | $59.50
  • 09. InAlbum | $29.95
  • 10. Microsoft PowerPoint | $109.99

উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা PhotoStage Slideshow সফটওয়্যারটিই হলো সবার সেরা সফটওয়্যার। তবে তালিকাটি দেখে আমি যারপরনাই আশ্চর্য হয়েছি এই ভেবে যে আমাদের বহুল ব্যবহৃত Microsoft PowerPoint সফটওয়্যারটি তালিকায় দশ নম্বর স্থানটি দখল করে আছে। যাহোক, ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই। না হলে বুঝবো কি করে যে এটা কেন মাইক্রোসফটের প্রোডাক্টের আগে স্থান পেয়েছে।

PhotoStage Slideshow | Price $29.99

PhotoStage Slideshow সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো PhotoStage Slideshow এর অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।

PhotoStage Slideshow এর অফিশিয়াল সাইট ভিজিট করতে ছবিটির উপর ক্লিক করুন

আপনারার যারা PhotoStage Slideshow এর অফিশিয়াল সাইটে যাননি তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে কিছু ফিচার নিচে তুলে ধরছি।

স্লাইডশো তৈরীর সেরা সফটওয়্যারঃ
  • সহজ ব্যবহার পদ্ধতি – খুব সহজ পদ্ধতিতে শুধু ড্রাগ এন্ড ড্রপ করে কিংবা কোন সম্পূর্ণ ফোল্ডার ব্যবহার করে খুব সহজে স্লাইডশো তৈরী করতে পারবেন।
  • মনমুগ্ধকর ইফেক্ট – আপনার ছবিকে জীবন্ত করতে রয়েছে জোম, ক্রপ, ফ্যাড ইফেক্ট সহ আরো অনেক ইফেক্ট।
  • মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন – আপনি হাজারো ছবি, ভিডিও এবং অডিও ফাইলের সমন্বয়ে তৈরী করতে পারবেন অসাধারন মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন।
আকর্ষনীয় ফটো ট্রানজিশন এন্ড ইফেক্টঃ
  • অনেকগুলো ট্রানজিশন ইফেক্ট রয়েছে আপনার কাজকে প্রানবন্ত করার জন্য।
  • আপনার স্লাইডকে এক্সট্রা ডাইমেনশন দিতে রয়েছে বিভিন্ন জোম ইফেক্ট।
  • আপনার স্লাইডকে প্রফেশনাল মানের করতে রয়েছে মুনমুগ্ধকর ফ্যাড ইফেক্ট।
  • তাছাড়া রয়েছে টাইম ট্রিগার সমৃদ্ধ প্রিভিউ এবং বহুমুখি কাস্টমাইজেশনের সুযোগ।
পরিপূর্ণ ফটো অপটিমাইজেশন টুলসঃ
  • ব্রাইটনেস, কালার এবং স্যাচুরেশন নিয়ন্ত্রন করতে পারবেন নিপুনভাবে।
  • সহজভাবে ছবিকে ক্রপ, রোটেট এবং ফ্লিপ করতে পারবেন।
  • প্রত্যেকটা আলাদা আলাদা স্লাইডের জন্য টেক্সট ক্যাপশন দিতে পারবেন।
  • স্লাইডে দিতে পারবেন ভিডিও ক্লিপ এবং নিয়ন্ত্রন করতে পারবেন সময়।
অপুর্ব অডিও টুলসঃ
  • স্লাইডশোতে যুক্ত করতে পারবেন অডিও ক্লিপস।
  • সহজে বাটন প্রেস করে যুক্ত করতে পারবেন স্লাইডের অডিও বর্ননা।
  • অনেকগুলো মিউজিককে এক সাথে মিক্সড করে যুক্ত করতে পারবেন স্লাইডে।
সহজে শেয়ার করতে পারবেন সবার সাথেঃ
  • ডিভিডি তে সহজেই বার্ন করতে পারবেন যা পরবর্তিতে টেলিভিশনেও দেখতে পারবেন।
  • খুব সহজে ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করতে পারবেন।
  • আইপড, আইফোন এমনকি 3gp ফোনেও ব্যবহার করার উপযোগি স্লাইড তৈরী করতে পারবেন।
  • ফ্ল্যাশ ফাইল হিসাবেও সংরক্ষণ করতে পারবেন।
  • সব কিছুই হবে ফুল এইচডি ফরমেটে (720p, 1080p)।

সিস্টেম রিকোয়ারমেন্টঃ

  • Works on Windows 7, XP, Vista and 8
  • Works on 64 bit Windows
  • Mac OS X 10.4.4 or later
  • iPad version runs on iOS 3.2 or higher
  • Android version runs on 2.3.3 or higher

ডাউনলোড ফুল ভার্সন

সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির সর্বশেষ সংস্করনের ফুল ভার্সনটি ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করতে হবেনা। কারন মাত্র ৫ মেগাবাইট ডাটা খরচ করেই আপনি সফটওয়্যারটি নামাতে পারবেন। মনে হয় এটাই এই সিরিজের সব চেয়ে ছোট সফটওয়্যার!

PhotoStage Slideshow Producer Pro | Size 5MB

ডাউনকৃত জিপ ফাইলের মধ্যে আছে সফটওয়্যারটির একটি ইনস্টলার ফাইল এবং যথারীতি ফুল ভার্সন করার জন্য আমার দেওয়া মেডিসিন ফাইল। জিপ ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করুন। তারপর ফুল ভার্সন সেটাপ দেওয়ার জন্য নিচের নির্দেশনা অনুসরন করুন।

ফুল ভার্সন একটিভেশন নির্দেশিকা

সফটওয়্যারটির ফুল ভার্সন সেটাপ এবং একটিভেশনের জন্য আপনাকে বেশি কষ্ট করতে হবেনা। কয়েকটা ধাপ অনুসরন করলেই আপনি ফুল ভার্সন হিসাবে সফটওয়্যারটি ব্যবহারের সুযোগ পাবেন। এর জন্য প্রথমে আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন এবং এন্টিভাইরাস বন্ধ করে রাখুন। তারপর সফটওয়্যারটি স্বাভাবিক সফটওয়্যারের মতো সেটাপ দিন। কিন্তু সেটাপ দেওয়া হলে ভুলেও ওপেন করবেন না। যদি ওপেন করে ফেলেন তাহলে সহজে সেটা ফুল ভার্সন হবে না।

এখন আমার দেওয়া মেডিসিন ফোল্ডার হতে photostage.exe ফাইলটি কপি করুন এবং ৬৪বিট উইন্ডোজের জন্য "C:\Program Files (x86)\NCH Software\PhotoStage\photostage.exe" লোকেশনে গিয়ে পেস্ট করুন। ফাইল ওভার-রাইট করতে বললে ওভার-রাইট করুন। সিস্টেম রিকোয়ারমেন্ট অনুযায়ী বলছে ৬৪বিট উইন্ডোজে সাপোর্ট করবে কিন্তু সফটওয়্যারের ইনস্টলেশন হয়েছে ৩২বিট ফোল্ডারে। এটা থেকে মনে হচ্ছে যে এটা ৩২বিট উইন্ডোজেও চলবে। তবে ৩২বিট উইন্ডোজে photostage.exe ফাইলটিকে "C:\Program Files \NCH Software\PhotoStage\photostage.exe" লোকেশনে পেস্ট করতে হবে। [মেডিসিন ফাইলে photostage.exe ফাইলটির ব্যাক-আপ ফাইলটি রয়েছে, প্রয়োজনে সংরক্ষণ করতে পারবেন]

এখন নির্বিঘ্নে সফটওয়্যারটি ওপেন করতে পারবেন তবে অধিক নিরাপত্তার জন্য অ্যাপ্লিকেশনটিকে ফায়ারওয়াল দিয়ে ব্লক করে দিন। ফায়ারওয়াল দিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন ব্লক করতে হয় সেটা জানার জন্য আমার নিচের টিউনটি দেখতে পারেন। তাহলে পরিপূর্ণ ধারনা পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভুলেও আপডেট দিবেন না (যদিও ফায়ারওয়াল দিয়ে ব্লক করলে চাইলেও পারবেন না)।

ফায়ারওয়াল বৃত্তান্ত – জেনে নিন ফায়ারওয়াল কী, কেন প্রয়োজন এবং কীভাবে ব্যবহার করবেন

উপরের সবগুলো ধাপ সঠিকভাবে সম্পন্ন করে থাকলে আপনি সফটওয়্যারটি ফুল ভার্সন হিসাবে আজিবন ব্যবহার করতে পারবেন। আশা করি সফটওয়্যারটি ফুল ভার্সন করতে কারও কোন প্রকার ঝামেলা হয়নি। যদি হয়ে থাকে তাহলে নিজে আরও দুইবার চেষ্টা করবেন তারপর আমাকে সমস্যা জানাবেন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি-

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউনগুলো সব দারুন । আমার অন্যতম প্রিয় টিউনার আপনি । ধন্যবাদ এমন দারুন সব টিউন উপহার দেওয়ার জন্য ।

    আমার মতো অভাজনকে মনে এতোটা জায়গা দিয়েছেন জেনে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
    আর সুন্দর টিউমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ 🙂
    সব সময় যেন এভাবেই পাশে পাই, ভালো থাকবেন।

Level 2

আপনি যেভাবে দাম বলেছিলেন ভয় ই পেয়ে গিয়েছিলাম। যাক সফটওয়্যার টা ফ্রী তো তাই না???

    সফটওয়্যারটি ফ্রি না হলেও টেকটিউনস পরিবার ফ্রিতেই পাবে!
    টিউমেন্টের জন্য ধন্যবাদ 🙂

NCH এর সফটওয়্যার গুলো ভালোই লাগে। ধন্যবাদ ভাই ফ্রিতে শেয়ারের জন্য। Intro Maker হিসেবে কোন সফটওয়্যার ভালো হবে?

    @ব্লগার মারুফ: Intro Maker হিসেবে কোন সফটওয়্যারের নাম আপাততো মনে পড়ছে না!
    তবে ভালো কিছু পেলে অবশ্যই শেয়ার করা হবে। সুন্দর টিউমেন্টের জন্য ধন্যবাদ 🙂

ProShow Gold এর উপর কোন software আছে বলে মনে হয়না । তবে review দেখে কিছুটা অবাক হলাম ! এতো কম এমবি !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ভালো হবে ত ? ???????

    একেক জনের পছন্দ একেক রকম হলেও রিভিউ বলছে Proshow Gold দ্বিতীয় অবস্থানে।
    আর প্রথমটা তো টিউনেই আছে। আপনি অভিজ্ঞ মানুষ, ব্যবহার করলে সেরাটা চিনতে দেরী হবে না।
    তবে মনে রাখবেন, ছোট মরিচের ঝাল কিন্তু একটু বেশিই হয় 😛

@ব্লগার মারুফ:
After Effect ভাল হবে 😛
যদি কাজ পারেন অথবা নেট থেকে After Effect Tutorial দেখতে পারেন।

ছোট তাই কি? ভাল কাজ করলেই হল তাই না । ঠিক আছে ডাউনলোড দিলাম । কাজে তো দিবেই আজ না হয় কাল ।

খুব কাজের একটা সফটওয়্যার।
অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনার টিউন গুলো দেখে শুধু প্রযুক্তি নয় , মানবিক দিকটিও শিখতে পারি।

    @আতিকুর রহমান সোহেল: তোমার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আতিক 🙂
    তবে জীবনে সব শিখে রাখাটাই বড় কথা না, কিছুটা শেখাতে পারাটাই স্বার্থকতা।
    তোমার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি, ভালো থেকো 😀

Level 0

link to khaialaiche. jodi thik kore duten.

    @Mahbub918: চেইন টিউনগুলো নিয়ে মহা বিপদে আছি, টিউন চেইনে যুক্ত হওয়া মাত্র লিংক উধাও হয়ে যায়। যাহোক, ক্ষমা করবেন লিংক গুলো দেরীতে ঠিক করলাম বলে। সিরিজের সকল টিউন আপডেট করে দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে 🙂

বিদ্যালয়ের বৈশ্বিক পর্যায়ে যখন পড়তেছি- তখন শেষদিকে এসে প্রেজেন্টেশনের সফটওয়্যার খুঁজতে গিয়ে চিন্তায় এমনভাবে চুল ছিঁড়তাম যে ছেঁড়া চুলের পার্শ্ববর্তী অঞ্চল টেনশনে পড়ে যেত কখন বাকীরাও গুম হয়ে যায়!!!…..তখন Prezi নিয়ে নাড়াচাড়া করে বন্ধু সহ স্যারদেরও নাড়িয়ে দিয়েছিলাম 😉
সেই বয়স আর নাই……প্রিয়তে রেখে দিলাম তাই- কাউকে সাজেশন দিতে কাজে লাগবে……ধইন্যার বন্যা 🙂

    ধইন্যার বন্যায় আপাততো ভেসে গেলাম 🙂
    যেদিন টিউনের মান খারাপ হবে সেদিন সমালোচনা করে ফিরিয়ে আনবেন 😛

ettw jhamela keyre setup dite . . . . .

    @মোঃ মাহির মোহাইমিন তাসিন: এটাতে ঝামেলা পাইলেন কই? তবে এতো দামি সফটওয়্যার এমনি এমনি ব্যবহার করতে এতোটুকু ঝামেলা না পোহালে চলবে কি করে? আপনি আমার আগের টিউন দেখলে তো হার্টফেল করবেন তাহলে 😛 আগেই সাবধান কইলাম 🙂

পোর্টেবল ভার্সন টা আগে ইউস করেছি । ফুল্ ভার্সন টা পেয়ে ভাল লাগল । থাঙ্কস ।

    এবার লেটেস্ট ফুল ভার্সন ব্যবহার করে দেখুন কেমন লাগে!
    টিউমেন্টের জন্য ধন্যবাদ নীলোৎপল বেদী ভাই 🙂

vi ai notice ase- an install on -demand component could not be install automaticly,plz run it from url bellow ,ki korbo

খুব কাজের একটা সফটওয়্যার বুঝাই যাচ্ছে আপনার রিভিউ পড়ে, কিন্তু এতো ছোট সাইজ দেখে একটু শঙ্কিত।
তবে আমিও মানি, “ছোট মরিচের ঝাল বেশি”

একটা সমস্যা হইছে ভাই। আপনার দেয়া zip ফাইলটা ডাউনলোড করলাম কিন্তু Extract করতে গেলে Error আসতেছে।
WinRAR ও 7zip দিয়ে চেষ্টা করছি।
ফাইলটা আবার আপলোড দিলে উপকৃত হতাম।

চমৎকার এই সফটওয়্যারটি শেয়ার করার জন্য অনেক ধইন্যা পাতা I mean ধন্যবাদ।

ফাহাদ ভাই আপনার উত্তর পেলাম না

ওয়েবসাইট তৈরিতে কি এই স্লাইড শো যুক্ত করা যাবে?

আপনার নির্দেশ মত সবকিছু করার পর এই সফটওয়্যারটা চালাতে পারলাম না। কি কি মেসেজ দিচ্ছে ইন্সটল করার পর নিচে দিলাম।
প্রথম মেসেজ বক্সঃ
PhotoStage was unable to find FFMPEG component
দ্বিতীয় মেসেজ বক্সঃ
Install-on-demand
An install-on –demand component could not be installed automatically. Please run it from the URL below then try again.http://www.nch.com.au/components/ffmepeg17.exe

    আমি এই ধরনের সমস্যার সাথে পরিচিত না। প্লিজ কষ্ট করে গুগল করুন। ধন্যবাদ 🙂

এটা আপনার সফটওয়ারের সমস্যা তাই গুগলে এর সমাধান পাইনি। আপনি যদি পারেন তবে এই সফটওয়ারের নতুন লিঙ্ক ও মেডিসিন দিন।