সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং বিশ্ব ভালোবাসা দিবসে টেকটিউনস পরিবারের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
বিশাল সফটওয়্যার সমুদ্রের মাঝে ভালো সব সফটওয়্যারগুলো খুঁজে পাবার নিমিত্তে আমার শুরু করা চেইন টিউনের এটা চতুর্থ পর্ব। কম্পিউটারে হার্ডডিস্ক ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। যেকোন সময় আপনার প্রয়োজন হতে পারে নতুন ড্রাইভ তৈরী করা, ডাটা ট্রান্সফার, ডাটা ব্যাকআপ রাখা বা হারিয়ে যাওয়া ডাটা রিকোভার করা। তাছাড়া পার্টিশনে কোন সমস্যা হলে সেগুলো ঠিক করতেও হার্ডডিস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যারের প্রয়োজন আছে। কম্পিউটারে ডিফল্টভাবে ডিস্ক ম্যানেজমেন্টের জন্য যে অপশন আছে সেটা ব্যবহার করলে ডাটা হারিয়ে যায়। তাই ডাটা না হারিয়ে কিভাবে হার্ডডিস্ক ম্যানেজ করা যায় এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার খুঁজছিলাম। সেরা ১০টা সব সময় পেয়ে যাই আর সেই সেরাদের মাঝে সেরাটা আপনাদের দিতেই আমার এই আয়োজন। তো চলুন তাহলে শুরু করি।
২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা হার্ডডিস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।
উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা Paragon Hard Disk Manager সফটওয়্যারটিই হলো সবার সেরা সফটওয়্যার। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বরাবরের মতো আপনারা প্যারাগন হার্ডডিস্ক ম্যানেজার সফটওয়্যারটি পাচ্ছেন না। তার পেছনে কারন হলো, আমার ব্যক্তিগতভাবে সফটওয়্যারটি ভালো লাগেনা। কারন হলো এটার সাইজ অনেক বেশি (৩২বিট এবং ৬৪বিট দুইটা আলাদা ভার্সন আপলোড করতে গেলে ৬০০মেগাবাইট ডাটা খরচ হবে), মশা মারতে কামান দাগার ইচ্ছা আজ অন্তত নেই। আজ আপনারা লিস্টে দ্বিতীয় অবস্থানে থাকা সফটওয়্যারটি পাবেন। অনেকেই হয়তো মন খারাপ করেছেন কিন্তু আপনাদের খুশির জন্য বলছি আমি সফটওয়্যারটির সবচেয়ে ভালো সংস্করণটি দিবো যার বর্তমান বাজারমূল্য ৬৯৯ ডলার এবং সাইজ তুলনামুলকভাবে অনেক কম। তো ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই। তারপর না হয় ডাউনলোড করা যাবে।
Easeus Partition Master সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো Easeus Partition Master এর অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।
আপনারা যারা অফিশিয়াল সাইট ভিজিট করতে যাননি তাদের জন্য সফটওয়্যারটির কিছু গুরুত্বপূর্ণ ফিচার নিচে তুলে ধরছি। মনযোগ দিয়ে ফিচারগুলো আপনার প্রয়োজনের সাথে মিলিয়ে নিবেন।
সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির ট্রায়াল ভার্সন এবং আমার দেওয়া মেডিসিন ফাইলসহ জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে আপনাকে একটুও চিন্তা করতে হবেনা। কারন কারন ফুল ভার্সন সফটওয়্যারটি ডাউনলোড করতে আপনাকে মাত্র ৩০ মেগাবাইট ডাটা খরচ করতে হবে।
এর আগের কোন একটা টিউনে মেডিসিন ফাইল নিয়ে বিতর্ক হয়েছিলো। আজ তাই একেবারে নিরীহ মেডিসিন ফাইল দিলাম। এভিজি ইন্টারনেট সিকিউরিটি দিয়ে স্ক্যান করে তারপর আপলোড দিয়েছি। তারপরেও বিতর্ক থাকলে টিউনার দায়ী নয়।
আপনারা যদি সফটওয়্যারটি ধারনকৃত জিপ ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে সেটা এক্সট্রাক্ট করে ভেতরের সেটাপ ফাইলটি রান করুন। স্বাভাবিক নিয়মে সেটাপ দিন তবে Additional Task Selection Option আসলে Join in The Customer Experience Improvement Programm চেকবক্সটি আনচেক করে দিন। তারপর এক্টিভেশনের জন্য নিচের নির্দেশনা অনুসরন করুন।
জানিনা এই কাজ করতে গিয়ে আমার কতোটা পাপ হচ্ছে। কারন এটা প্রায় চুরির শামিল। তবে সফটওয়্যারটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যাদের কেনার সামর্থ্য আছে তারা দয়া করে কিনে ব্যবহার করুন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি-
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ভাল কাজে দিবে @ ধন্যবাদ ফাহাদ ভাই