২০০৮ সালে আমি ডেস্কটপ কম্পিউটার কিনি। ইন্টারনেট থেকে কয়েকটি গল্পের বই নামিয়ে নেই। তখন পিডিএফ কপি সম্পর্কে অত ধারণা ছিলো না। শুধু জানতাম নেটের বইগুলোকে পিডিএফ বলে। চার পাঁচটি বই। বইগুলো যে ফোল্ডারে রেখেছিলাম সেই ফোল্ডারের নামকরণ করি পাঠাগার। কিছুদিন বাদে পাঠাগার নাম বদলে রাখি গ্রন্থাগার। যদিও এই নাম পরিবর্তনে বিমানবন্দরের মত কয়েকশত কোটি টাকা খরচ হয়নি। একটু একটু করে সমৃদ্ধ করেছি আমার ডিজিটাল গ্রন্থাগার। ল্যাপটপ কেনার পরে সব কিছুর সাথে গ্রন্থাগারটিও কপি পেস্ট হয়ে এসেছে। আমার সেই ছোট গ্রন্থাগারটির পরিধি এখন বেশ বড় হয়েছে। ১৯ হাজার ১৩০ টি ফাইল, ৩৩৫ টি ফোল্ডার সমেত ৬ জিবি আয়তনের এই ডিজিটাল গ্রন্থাগারের সাথে আমার শ্রম এবং আবেগ জড়িয়ে গেছে। মুন্সিগঞ্জের এদিকটাতে নেটের স্পিড খুব বেশী পাই না এজন্য মন ভরে বই নামাতে পারি না। আপনারা ঢাকায় যারা আছেন তারা ইচ্ছে করলেই সব বই নামিয়ে নিতে পারেন থ্রিজি স্পিডে। অতঃপর আমরা নাহয় হানা দেবো আপনার বাড়িতে। ডিজিটাল বাংলাদেশে হোক ডিজিটাল সমাজ সেবা।
| ভাব সমগ্র ১ - দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় ভাবসমগ্র এক পড়তে থাকুন। এরই মধ্যে কোন একদিন ভাবসমগ্র দুই দিয়ে দেবো। একসাথে সব দিলে নামাবেনও না , পড়বেনও না। |
| হাসির মজা ঠাসাঠাসি - উল্লাস মল্লিকউল্লাস মল্লিককে বাঙালির মননের সঙ্গী বলা যায়। তার ভাষা বর্ণণাও আপনাকে মজা দিবে ছত্রে ছত্রে। ধু ধু সবুজ ধানের খেতে উলুটি-পালুটি হাওয়া, কচি শীষগুলো ঢলাঢলি করছে আহ্লাদে। সবুজ চিরে শুয়ে থাকা কালো পিচ রাস্তা দিয়ে রং-চটা নীল অ্যাম্বাসাডর গাড়িটা তীব্র গতিতে ছুটছে। পেছনের সিটে শরীর এলিয়ে কো-অপারেটিভ ইনস্পেক্টর সত্যব্রত রায়। বুকের দুটো বোতাম খোলা। |
| এতদিন কোথায় ছিলেন - আনিসুল হকবই এতদিন কোথায় ছিলেন লেখক আনিসুল হক প্রকাশক প্রথমা প্রকাশন। আনিসুল হক নিরপেক্ষ লেখক না হলেও পাঠককে ছুঁয়ে যাওয়ার মত লেখার হাত তার। আমার ধারণা যে এই বইটি পড়ে আপনি কাঁদবেন। এবং কান্নাকাটির দায়ভার লেখকের। আমার নয় কিন্তু। হা হা হা। |
| ভেন্ট্রিলোকুইস্ট - মাসুদুল হকবই খানা পড়েছি। নাম খানা জটিল হলেও কাহিনীর বর্ণনা সরল। কিছু টার্ম বুঝতে পারলে ভালই লাগবে। লেখকের প্রতিভা প্রদর্শনের প্রচেষ্টা প্রতিভাত হয়েছে অনেক স্থানে। শুরুটা হয়েছে এভাবে। হাসানের কাছ থেকে প্রথম ব্যাপারটা শুনে ঠিক বিশ্বাস হচ্ছিল না। শওকত পাপেট শো করে? ঠিক পাপেট শো না, হাসান বিভ্রান্ত্রের মত জবাব দেয়, ওটাকে কী বলে, ওর হাতে একটা পুতুল থাকে, সেটা কথা বলে ওর সাথে। ভেন্ট্রিলোকুইজম!! রুমী বিস্ময় ধ্বনি করে। দারুন ব্যাপার তো! আমাদের মধ্যে কেউ একজন ভেন্ট্রিলোকুইস্ট, একদমই অবিশ্বাস্য। |
| শত্রু শিবির - শওকত হোসেনসেবা প্রকাশনী থেকে প্রকাশিত ওয়েস্টার্ণ ধাঁচের এই বইটি পড়তে মন্ত লাগে না। |
| পিকনিকে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট - প্রণব রায়পড়ি নাইক্কা। গোয়েন্দারা গন্ধ পেলে জানিয়েন। |
| নিমফুল হাওয়া- ধ্রুব এষবইয়ের প্রচ্ছদ ডিজাইন সম্পর্কে যখন ধারণা ছিলো না তখন থেকেই ধ্রুব এষ নামটার সংগে পরিচিত। এবার তার লেখা একটি বই পড়ার পালা। |
| রূপসী বাংলা - জীবনানন্দ দাশযেদিন সরিয়া যাব তোমাদের কাছ থেকে – দূর কুয়াশায় চ'লে যাবো, সেদিন মরণ এসে অন্ধকারে আমার শরীর ভিক্ষা ক'রে লয়ে যাবে;- সেদিন দু'দও এই বাংলার তীর — এই নীল বাংলার তীরে শুয়ে একা একা কি ভাবিব, হায়- :: যেদিন সরিয়া যাব তোমাদের কাছ থেকেঃ রূপসী বাংলা-জীবনানন্দ দাশ তাকে বলা হয় রূপসী বাংলার কবি, বলা হয় নির্জনতার কবি, বাংলা সাহিত্যের শুদ্ধতম কবিও বলা হয়। তবে রূপসী বাংলার কবি নামেই তিনি বেশি পরিচিত। জীবনানন্দ দাশ , যিনি কবিতায় পঙক্তিতে উঠিয়ে এনেছেন বাংলার রূপকে। বলেছিলেন উপমাই কবিত্ব। বহুমুখী উপমায় বাংলার চিরায়ত রূপকে তার থেকে বেশী আর কেউই আঁকতে পারে নাই। মজার ব্যাপার মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন। |
| মেক্সিকোর লোককথামেক্সিকো বললেই মনে পড়ে যায় "মায়া" আর "আজটেক" সভ্যতার কথা। সরল বর্ণনার লোক কথার গল্পগুলোর মাধ্যমে একটি জাতির পুরোনো দিনের ঐতিহ্য ফুটে ওঠে। মেক্সিকো সম্পর্কে অনেকের অজানা একটি তথ্য দেয়া যাক। মাটির প্রায় ৩০০ মিটার নিচে অবস্থিত ক্রিস্টালের বড় বড় থামে ভর্তি আশ্চর্য একটি গুহা মেক্সিকোর নাইকায় অবস্থিত যা কেভ অফ ক্রিস্টাল নামে পরিচিত। এবং প্রাকৃতিক ভাবেই কাঁচের এই গুহা সৃষ্টি হয়েছে। অবাক হলেন? |
| শিরকশিরক ইসলাম ধর্মে একটি গর্হিত কাজ। শিরক সমস্ত আমলকে বিনষ্ট করে দেয়। আল্লাহ বলেন, “আর যদি তারা শিরক করে তাহলে তাদের সকল আমল বিনষ্ট হয়ে যাবে।” (সুরা আনআম: ৮৮) । আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের পতি প্রত্যাদেশ হয়েছে, যদি আল্লাহর শরীক স্থির করেন, তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। (সূরা যুমার: ৬৫)। আল্লাহ সকল মুসলিমকে শিরকের হাত থেকে হেফাজত করুন। |
আসুন বই পড়ি। নিজেকে সমৃদ্ধ করি। আপন আলোয় উদ্ভাসিত হোক।
এর আগে আপনার কোন টিউন পড়িনি। এটাই প্রথম। আমিও আপনার মত গ্রন্থ কীট। আপনাকে টিটিতে পেয়ে ভালই লাগল। টিউনটা অনেক ভালো হয়েছে। অবশ্য এর মদ্ধে কয়েকটা বই আমার কাছে হার্ড কপি আছে। তবে মাসুদুল হকের ‘ভেন্ট্রিলোকুইস্ট’ বইটার হার্ড সফট কিছুই ছিল না। বইটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আর হ্যাঁ আমার কাছে প্রায় ২০ জিবির মত শুধুই বই আছে।