গ্রন্থকীট [পর্ব-১৭] :: নামিয়ে নিন আরো দশটি বই।

ফেব্রুয়ারী মাস মানেই ভাষার মাস, বইমেলার মাস। ঢাকা থেকে কিছুটা দূরে থাকার কারণে আমি এখনো বই মেলায় যেতে পারিনি। খুব শীঘ্রই চলে যাবো। নতুন বই নিয়ে একটা টিউন কি করা যাবে? তবে সবাই পিডিএফ কপি চাইবে। আমরা সব কিছু এত ফ্রি চাই যে ভূলে যাই বই একজন লেখকের, একজন প্রকাশকে্‌ একজন বিক্রেতার রুটি রুজির সংস্থান করে।  আমরা যদি কিছু বই না কিনি তবে বাংলা সাহিত্যের এই ধারাটি আর সজীব থাকবে না। তখন স্ক্যান করে অনলাইনে ছাড়ার জন্য নতুন কোন কাগুজে বই থাকবে না। তাই যারা বই স্ক্যান করে অনলাইনে ছাড়েন তাদেরকে বলবো আপনারা কপিরাইট মুক্ত বই স্ক্যান করে অনলাইনে ছাড়ুন। অন্যের অধিকারকে ক্ষতিগ্রস্থ করবেন না। উপমহাদেশের আইনানুসারে একজন লেখকের মৃত্যুর ৫০ কি ৬০বছর পরে একজন লেখকের লেখা কপিরাইট মুক্ত হয়। সেই দৃষ্টিকোণ থেকে রবীন্দ্র, বিভূতিভূষণ, বঙ্কিম, সঞ্জীব, মার্ক টোয়েনের রচনাবলী কপিরাইট মুক্ত। কিন্তু হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, কাজী আনোয়ার হোসেনের বই কপিরাইটযুক্ত। আমিও অনলাইনে কপিরাইট যুক্ত বই ডাউনলোড করার লিংক শেয়ার করে অপরাধ করছি। মাঝে মাঝে বিবেকের তাড়নায় ভূগি।মনে হয় ঠিক করছি না। আবার মনে হয় বই না পড়ার যুগে আমি মানুষকে ভার্চুয়াল বই পড়তে উদ্বুদ্ধ করছি মাত্র। এটা পড়া না পড়ার দ্বায়িত্ব তাদের। আবার বলছি বই কিনুন, লেখক বাঁচান।

কিশোর রচনাসম্ভার ২ - সঞ্জীব চট্টোপাধ্যায়

সঞ্জীব চট্টোপাধ্যায় বিখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তিনি অনেক উপন্যাস,ছোটগল্প ও প্রবন্ধ রচনা করেছেন । তাঁর সবথেকে বিখ্যাত উপন্যাস লোটাকম্বল যা দেশ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল। তাঁর রচনায় হাস্যরসের সাথে তীব্র শ্লেষ ও ব্যঙ্গ মেশানো থাকে । ছোটদের জন্য তাঁর লেখাগুলিও খুবই জনপ্রিয় ।

সাম্ভালা - শেষযাত্রা - শরিফুল হাসান

সাম্ভালা  ট্রিলজি। তিনটি উপন্যাস।  "সাম্ভালা" "সাম্ভালা দ্বিতীয় যাত্রা" "সাম্ভালা শেষ যাত্রা"। আলোচ্য বইটি সাম্ভালা শেষ যাত্রা। বাংলাদেশের হাজার হাজার গ্রামের মধ্যে অতি সাধারন এক গ্রাম।কাহিনীর শুরু হয় সেখান থেকেই।কিন্তু এই অসাধারন কাহিনী আটকে থাকেনি ঐ সাধারন গ্রামে।আটকে থাকেনি সময়ের বেড়াজালেও।বাংলাদেশের নানা জায়গা থেকে বিশ্বের নানা স্থানে পৌঁছে গেছে কাহিনীর পরিধি,পৌঁছে গেছে বর্তমান থেকে সুদূর অতীতে। ইতিহাস এবং বর্তমান হাত ধরাধরি করে এগিয়ে গেছে সহস্রাব্দ প্রাচীন এক রহস্যময় পরিব্রাজকের সঙ্গি হয়ে। ইউরোপ, মিশর থেকে ভারতীয় উপমহাদেশ হয়ে সুদূর তিব্বতে।

কিশোর রচনাসম্ভার ২ - সঞ্জীব চট্টোপাধ্যায়

সঞ্জীব চট্টোপাধ্যায় বিজ্ঞানের ছাত্র ছিলেন | বিষয় ছিলো রসায়ন |সকারী চাকরি করেছে বেশ কয়েকদিন |রামকৃষ্ণ মিশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন সুরু করে |তার প্রথম লেখা প্রকাশিত হয় চত এক সিনেমা পত্রিকায় |

হাকলবেরি ফিন - মার্ক টোয়েন

১৮৭৬ সালে প্রকাশিত 'দি অ্যাডভেঞ্চারস অব টমসয়্যার' এবং ১৮৮৫ সালে 'অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন' উপন্যাস দুটি কেবল পাঠক মহলকে আলোড়িত করেনি, বর্ণবাদে আচ্ছন্ন তৎকালীন ঘুণে ধরা সমাজকে নাড়িয়ে দিয়েছিলো। সমালোচকগণ বলেন, হাকলবেরি উপন্যাসটি রূঢ় নয়। আসলে রূঢ় হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাস, যা মার্ক টোয়েন তার উপন্যাসটিতে তুলে ধরেছেন। হাকলবেরি ফিন  উনিশ শতকের আমেরিকার এক কালো ইতিহাসের সরস উপাখ্যান। মাতাল পিতার হাত থেকে পালাচ্ছে ১৪ বছর বয়সের হাক। তার সঙ্গে নিগ্রো দাস জিম।

জলমানব

কল্পবিজ্ঞান উপন্যাস – মুহম্মদ জাফর ইকবাল

দরজার ওপাশে - হুমায়ুন আহমেদ

দরজার ওপাশে হুমায়ূন আহমেদের লেখা হিমু সিরিজের দ্বিতীয় বই।

আমার আমি -

উত্তম কুমার

গণিতের মজা

মজার গণিত

মুহাম্মাদ জাফর ইকবাল

তিনটি উপন্যাসিকা

*

রম্যরচনা ৩৬৫ - তারাপদ রায়

*

বই নামাতে যাওয়ার অনেক হ্যাপা! অধিকাংশ বাংলা বই ডাউনলোড সাইটে ইনডাইরেক্ট লিংক। কারো স্কিপ এড তো কারো ভূয়া লিংক। পেরেশান হয়ে শুধুমাত্র বই ডাউনলোডের জন্য একটি সাইট বানালাম। আগ্রহীগণের কাজে দেবে বলে আশা করছি। http://bookdownloader.blogspot.com

Book Downloader
facebook: http://www.facebook.com/pondogol website: http://www.frahaman.com

Level 2

আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

String Theory বইটা পাওয়া যাবে?
থাকলে শেয়ার করুন।

খায়রুজ্জামান আমি অনেকবার আপনার ব্লগ ঘুরে এসেছি।

মডারেটরগনের কাছে এই সিরিজকে চেইন টিউনের মর্যাদা দেবার অনুরোধ করছি।

    আমার অনেকগুলো চেইন টিউন আছে। যেমন বিজ্ঞানের খাতা, ফেসবুকে, ব্লগস্পট ব্লগে। বই নিয়ে এই টিউনটি চেইনড হলে মন্দ হয় না। তাতে করে টিউডারগণ খুব সহজে অন্য বইগুলোর লিংক পেয়ে যাবে। আপনার প্রস্তাবণার জন্য আমি আন্তরিক সাধুবাদ জানাচ্ছি ভাই শিহাব খান।

carry on bro !

রক্তাক্ত প্রান্তর এর PDF দিলে উপকৃত হবো

    নাটকের পিডিএফ কপির খোঁজ আমি রাখি না ভাই। নাটক ঠিক পড়তে ভালো লাগে না। যাই হোক। খুঁজে দেখি পাই কিনা অন্তঃর্জালের মাঝে।