গ্রন্থকীট [পর্ব-১১] :: ডাউনলোড করে নিন বাঙালের আমেরিকা দর্শন, টিনের তলোয়ার, কৃষ্ণকান্তের উইল, সৌমেন চন্দর অন্নদাতা, শিকার ১ টেম্পল টাইগার, বড় গোঁসাইয়ের বন্ধুবান্ধব, কিশোর কল্পবিজ্ঞান সমগ্র – সুনীল গঙ্গোপাধ্যায়,স্পেনের রূপসী কন্যা ২ পিডিএফ ইবুক

১১ তম পর্বে স্বাগতম। আজ শুরুতেই থাকছে প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রম্য ধাঁচের রচনা বাঙালের আমেরিকা দর্শন। অতঃপর রকিব হাসানের শিকার ১, সৌমেন চন্দর বিখ্যাত গল্প অন্ন দাতা। বই ডাউনলোড লিংক না পেলে টিউমেন্টে জিগাইয়েন...

 

 

বাঙালের আমেরিকা দর্শন

লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ সালের ২রা নভেম্বর, ময়মনসিংহে, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। শীর্ষেন্দু মুখোপাধ্যায় কলকাতার ভিক্টোরিয়া কলেজ হতে ইন্টারমিডিয়েট ও কলকাতা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় মাস্টার্স ডিগ্রী লাভ করেন।

 

  শিকার ১ টেম্পল টাইগার

মিয়ানমার সীমান্ত থেকে মাত্র ৩৮ কিঃ মিঃ উত্তর-পশ্চিমে অবস্থিত টাইগার টেম্পল যা আঞ্চলিক ভাষায় বলে ওয়াট ফা লুয়াং টা বুয়া। তবে এই গল্পটি
রাম স্টোকার. ড্রাকুলা ১ এর অনুবাদ।  রূপান্তর  করেছেন রকিব হাসান এবং প্রকাশ করেছে সেবা প্রকাশনী।

 

টিনের তলোয়ারঃ উৎপল দত্ত

উৎপল দত্তের অবিস্মরণীয় নাটক টিনের তলোয়ার  উৎপল দত্তের পরিচালনায় ১২ই আগষ্ট, ১৯৭১ খ্রিষ্টাব্দে পিপলস্‌ লিটল থিয়েটারের প্রযোজনায় কলকাতা শহরে ,রবীন্দ্রসদন মঞ্চে প্রথম অভিনীত হয়।পিপলস্‌ লিটল থিয়েটারের এটি প্রথম প্রযোজনা । জাতীয় সাহিত্য পরিষদ ১৯৭৩ খ্রিষ্টাব্দের জুন মাসে এই নাটকটি প্রথম প্রকাশ করেন। এই নাটকটি হিন্দী ভাষায় টীন কি তলবার নামে অনুবাদিত হয়।

 

কৃষ্ণকান্তের উইলঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

কৃষ্ণকান্তের উইল বাংলা সাহিত্যের প্রাণপুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। উপন্যাসটি ১৮৭৮ সালে প্রথম প্রকাশিত হয়। রোহিনী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্নিত হয়েছে উপন্যাসে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একক প্রয়াসে বাংলা সাহিত্যে বাংলা উপন্যাসের সকল অপরিনত অবস্থা দূর করতে সক্ষম হন।

 

বড় গোঁসাইয়ের বন্ধুবান্ধব

হিমানীশ গোস্বামী।জন্ম : ১৯২৬ সালে | আদি বাড়ি বাংলাদেশের ফরিদপুরের রতনদিযার | ১৯৩৭ সাল থেকে কলকাতার বাসিন্দা | ১৯৪৮-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.এ | অতঃপর উত্সাহী হন ছবি, বিশেষত কার্টুন আঁকায় | দীর্ঘকাল লন্ডনে ছিলেন | লন্ডনের কাহিনী নিয়ে একাধিক বই লিখেছেন | স্মরনীয়তম 'লন্ডনের পাড়ায় পাড়ায়' |

অন্নদাতা কৃষণ চন্দর

উর্দুসাহিত্যের বিখ্যাত কথাশিল্পী কৃষণ চন্দর বাংলা ১৩৫০ সালের মহাদুর্ভিক্ষ নিয়ে লেখেন তাঁর উপন্যাসিকা অন্নদাতা। কলকাতার পথে পথে তখন অস্থিসর্বস্ব শিশু কাঁধে অভুক্ত মায়ের চিৎকার, 'মাগো ফ্যান দাও, একটু ফ্যান দাও।' সেই মন্বন্তর কৃষণ চন্দর কে প্রবলভাবে আলোড়িত করেছিল। অনুবাদ করেছেন জাফর আলম। কৃষণ চন্দর জীবদ্দশাতেই উর্দু সাহিত্যের একজন শ্রেষ্ঠ লেখক এবং কিংবদন্তি হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। ছোটগল্প লিখেছেন পাঁচ হাজারেরও বেশি, যেগুলো ২২ খণ্ডে প্রকাশিত, লিখেছেন আটটি উপন্যাস এবং নানা বিষয়ে ৩০টি গ্রন্থসহ তিনটি রিপোর্টাজ। উর্দু ছোটগল্পের আধুনিকায়নে তাঁর ভূমিকা অত্যধিক।

 

কিশোর কল্পবিজ্ঞান - সমগ্র সুনীল গঙ্গোপাধ্যায়

কিশোর কল্পবিজ্ঞান সমগ্র - সুনীল গঙ্গোপাধ্যায় এই সমগ্রটিতে রয়েছে ৫ টি উপন্যাস এবং ৩৭ টি গল্প।সুনীল গঙ্গোপাধ্যায় ছোটদের নিয়ে অনেক কিছু লিখেছেন।সন্তু-কাকাবাবু ছাড়াও তার অদ্ভুত একটি চরিত্র নীলমানুষ।রয়েছে দীপ-রনজয় কিংবা বিশ্বমামা।এদের কাজকর্ম সবই কল্পনা আর বিজ্ঞানের মেলামিশি।

 

স্পেনের রূপসী কন্যা ২

লেখকঃ এনায়েতুল্লাহ আল্‌তামাশ।
একদা স্পেন মুসলমানদেরই ছিল। সভ্য ইউরোপও ছিল মুসলমানদের। ত্যাগ আর রক্তের অগ্নিপরীক্ষা দিয়ে মুসলমানগণ স্পেন জয় করেছিল। দীর্ঘ আট'শ বছর পর রক্ত অশ্রু ও হাহাকারভরা এক দুর্দিনে মুসলমানেরা ইউরোপছাড়া য়। শাসকদের অবহেলা দুর্নীতি আর বিলাসিতার সাথে এ পতনে জড়িয়ে ছিল সেতারের রাগিনী, নুপূরের নিক্কন আর ছলনাময়ী রূপসী কন্যা। সে কাহিনীই জীবন্ত হয়ে আলতামাশের এই বইয়ে।

 

বর্তমান পরিস্থিতিতে আমাদের দ্বায়িত্ব

এটি একটি ইসলামী বই।

বই নামাতে যাওয়ার অনেক হ্যাপা! অধিকাংশ বাংলা বই ডাউনলোড সাইটে ইনডাইরেক্ট লিংক। কারো স্কিপ এড তো কারো ভূয়া লিংক। পেরেশান হয়ে শুধুমাত্র বই ডাউনলোডের জন্য একটি সাইট বানালাম। আগ্রহীগণের কাজে দেবে বলে আশা করছি। http://bookdownloader.blogspot.com

Book Downloader
অনেক হলো। এবার শেষ! আগামী পর্বে চমৎকার কিছু বই নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন।

লেখাটি একই সঙ্গে আমার ব্যক্তিগত ব্লগ http://www.frahaman.com/ এ প্রকাশিত হলো। আমার ব্লগ ভ্রমণে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

Level 2

আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

eksathe pdf link thakle din plz…..

    একসাথে পিডিএফ লিংক বলতে কি বোঝালেন আমি বুঝলাম না। সব লিংক এক বারেই দিতে বলছেন?

dhonnobad vai…!!!

vai bideshi writer der lekha beshi kore diyen

    আপনার মন্তব্য করার আগেই আমি এই ব্যাপারে কাজ শুরু করে দিয়েছি। কো ইনসিডেন্স বলতে পারেন। আজ দুপুরে বসে বেশ কয়েকটি বইয়ের রিভিউ লিখলাম। গোটা দশেক হলেই দিয়ে দেবো। আশা করি আপনার ভালো লাগবে।

ভাইয়া একটু গোয়েন্দা বিষয়ক বই দিলে ভাল হত 🙂

    বাংলা সাহিত্যে গোয়েন্দা সিরিজের মাত্রা অনেক। শার্লক হোমস, ফেলুদা, প্রফেসর শংকু, তিন গোয়েন্দা সিরিজ আস্তে আস্তে দেবো। আর সাইমুম সিরিজি এবং মাসুদ রানা সিরিজ নিয়ে পোস্ট দেবো অতিশীঘ্রই।

বইগুল ভালই ।

bro.can u give anayerullah altamash all book like crushed series .spaner ruposhi konna

    আলতামাশের বই আমার কাছে নাই ভাই।