গ্রন্থকীট [পর্ব-১০] :: ডাউনলোড করুন প্রেমেন্দ্র মিত্রের ভূত শিকারি মেজকর্তা এবং…, প্রফেসর শংকু ও আশ্চর্য পুতুল, বাঘের মুখে হর্ষবর্ধন, অগাথা ক্রিস্টির দ্বীপ বিভিষীকা, শেখ আব্দুল হাকিম, টাইম মেশিন, জাদুগণিত, জাভাস্ক্রিপ্ট, গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান, নোরা- হেনরিক ইবসেন।

দশম পর্বে স্বাগতম।  তিনটি অনুবাদ উপন্যাস, জাভাস্ক্রিপ্ট এবং সার্চ অপটিমাইজেশানের উপর বই, দুটি হাসির গল্প সহ মোট দশটি বই।

দশম পর্বে দশে দশ। আপনাদের জন্য নিয়ে এলাম দশটি ইবইয়ের পিডিএফ কপি ডাউনলোড লিংক। প্রতিটি বইয়ের সাথে আপনাদের দাবীমত যথাসাধ্য বর্ণনা দেয়ার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগুক মন্দ লাগুক যাই লাগুক একটা টিউমেন্ট কিন্তু রেখে যেতেই হবে আজ।

ভূত শিকারি মেজকর্তা এবং...

প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র বাংলা সাহিত্যের 'কল্লোল'যুগের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন |উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন কবিতা, গল্প, উপন্যাস ও চলচ্চিত্রে | রহস্য-গোয়েন্দা সাহিত্যেও তাঁর অবদান উল্লেখযোগ্য | তাঁর অনন্য সৃষ্টি 'গোয়েন্দা কবি' পরাশর বর্মা | প্রেমেন্দ্র মিত্র (১৯০৪ - ১৯৮৮) একজন বাঙালি কবি, ছোটগল্পকার ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক । শুধু তাই নয় তিনি বাংলায় বিজ্ঞানকল্পকাহিনী এবং থ্রিলার রচনা করেতন । তাঁর সৃষ্ট একটি জনপ্রিয় চরিত্র ঘনাদা । প্রেমেন্দ্র মিত্র ভারতের বারানসিতে জন্মগ্রহন করেন ।


প্রফেসর শংকু ও আশ্চর্য পুতুল

 

দুটি ইবুক পেলাম। নামিয়ে নিন যেটি ইচ্ছে। শঙ্কুসমগ্রের ভূমিকায় বলা আছে – “এই বৈজ্ঞানিক আবিষ্কারক মানুষটি খাঁটি বাঙালি। ভয়ঙ্কর অভিযানে তিনি অকুতোভয়, অথচ আত্মভোলা। আবার আশ্চর্য সংযমী। এই বইয়ে মঙ্গল হতে পালিয়ে শেষ পর্যন্ত প্রফেসর শঙ্কু সুখে শান্তিতে বসবাস করতে থাকেন অজানা গ্রহ টাফায়, যেখানে সভ্যতা মানুষের চেয়ে অনেক পিছিয়ে আছে। প্রফেসর এখানে আশ্চর্য এক পুতুলের সন্ধান পান। এক পর্যায়ে জানতে পারেন, এসব পুতুল আদৌ পুতুল নয়, বরং আসল মানুষকে সাইজে ছোট করবার ভয়ঙ্কর ওষুধ খাইয়ে এত ছোট করে পুতুল বানিয়ে নিজের সংগ্রহে রাখছে সাইকো লিন্ডকুইস্ট।

 

টাইম মেশিনঃ এইচ জি ওয়েলস

সাইন্স ফিকশান।  হারবার্ট জর্জ ওয়েলস (২১ সেপ্টেম্বর, ১৮৬৬ – ১৩ অগস্ট, ১৯৪৬) ছিলেন একজন ইংরেজ লেখক। তিনি মূলত তাঁর কল্পবিজ্ঞান উপন্যাস ও ছোটোগল্পগুলির জন্য সমধিক পরিচিত। তবে ওয়েলস ছিলেন একজন বহুমুখী লেখক। তিনি সমসাময়িক উপন্যাস, ইতিহাস, রাজনীতি ও সামাজিক বিষয়গুলি নিয়েও বহু গ্রন্থ রচনা করেছিলেন। জুল ভের্নের সঙ্গে তাঁকেও "কল্পবিজ্ঞানের জনক" বলা হয়।  'দি টাইম মেশিন'।এইচ.জি.ওয়েলস-রচিত বিখ্যাত কল্পবিজ্ঞান কাহিনী। টাইম মেশিন নামের এক যন্ত্রে চড়ে চলে যাওয়া সম্ভব অতীতে। কিংবা ভবিষ্যতে। সেই দুঃখী ছেলেটির মনে হয়েছিল, আসলেই যদি টাইম ট্রাভেল সম্ভব হত, সে চলে যেত অতীতে। আর সাবধান করে দিত বাবাকে। মদ বা সিগারেট স্পর্শ করতে দিতনা।

বাঘের মুখে হর্ষবর্ধন

২০১৪ সালে ভারতীয় পত্র পত্রিকার একটি নিউজ ছিলো,  বিতর্কিত মন্তব্য করে ফের কটাক্ষের শিকার হলেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। নারী শরীরকে মন্দিরের সঙ্গে তুলনা করার ফলে একই সঙ্গে টিপ্পনি ও কড়া সমালোচনার মুখে পড়ছেন তিনি। চিন্তাভাবনা না করেই যেকোনো বিষয়ে দুম করে মন্তব্য পেশ করার ব্যাপারে দস্তুর মতো রেকর্ড গড়ে ফেলেছেন হর্ষবর্ধন।  তবে এই বইটিতে ঐ হর্ষবর্ধনের কথা লেখা না থাকলেও এটা কিন্তু বলা যায় হর্ষবর্ধনেরা বরাবরই মজাৎকার। বাঘের মুখে হর্ষবর্ধনের প্রতিক্রিয়া জানতে পড়তেই হবে...

দ্বীপ বিভিষীকা

অগাথা ক্রিস্টি । অনুবাদ উপন্যাস। রাশিয়ার বিখ্যাত লেখক ভ্লাদিমির নভোকভ লিখতেন ব্ল্যাকউইং ৬০২ মডেলের পেনসিল দিয়ে।কাজী  নজরুল ইসলাম লেখালেখির সময়ে চা আর পান খেতেন। বিখ্যাত গোয়েন্দা গল্প লেখক অগাথা ক্রিস্টি  দুর্দান্ত গোয়েন্দা গল্পের প্লট নিয়ে ভাবার আগে আপেল খেতেন। একপিস আপেল খেয়ে দেখবেন নাকি কোন গোয়েন্দা গল্পের প্লট মাথায় উঁকি দেয় কিনা!

কামিনী

অগাথা ক্রিস্টির এই উপন্যাসটি অনুবাদ করেছে শেখ আব্দুল হাকিম। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্যানুসারে অগাথা ক্রিস্টি বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রীত বইয়ের লেখক এবং যেকোন ধরণের সাহিত্যকর্মের সর্বাধিক বিক্রীত লেখক, যে ক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ারই কেবল তাঁর সমকক্ষ।

জাদুগণিত

বীরেন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায়। গণিতের অজানা কিছু মজা জানা যাবে বইটি থেকে।

জাভাস্ক্রিপ্ট লেখকঃ আবদুল্লাহ আল ফারুক

জাভাস্ক্রিপ্ট শেখাটা তুলনামুলক ভাবে সহজ এবং আপনি যদি আপনার ওয়েবসাইট টিকে একটি সুন্দর লুক দিতে চান, । ... আপনি যদি নিজেকে একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হিসেবে সফলতা পেতে চান এবং ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার নিয়ে আগ্রহী হন, তাহলে জাভাস্ক্রিপ্ট অবশ্যই জানতে হবে।  জাভাস্ক্রিপ্ট ইন্টারনেটে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ। জাভাস্ক্রিপ্ট হল একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা ব্রাউজার স্ক্রিপ্টিং। জাভাস্ক্রিপ্ট (কখনও কখনও সংক্ষিপ্ত JS) একটি প্রোটোটাইপ-ভিত্তিক স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ যাতে পরিবর্তনশীল, দুর্বল টাইপ এবং প্রথম শ্রেণীর ফাংশন আছে।

গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান বা  seo এর উপর প্রাঞ্জল ভাষায় লিখিত বই। আগ্রহীগণের কাজ দেবে।

 নোরাঃ হেনরিক ইবসেন।

বিশ্বসাহিত্যের এক অবিস্মরণীয় সৃষ্টি হেনরিক ইবসেনের (১৮২৮-১৯০৬) আ ডলস্ হাউজ (১৮৭৯)। নোরা হেলমার চরিত্রকে ঘিরেই এর যত খ্যাতি। শেক্সপীয়রের কালজয়ী নাটকের চরিত্রগুলোর পরে আর কোনো নাট্যচরিত্র নিয়ে এতটা আলোড়ন তৈরি হয়নি। ইবসেনের প্রখ্যাত জীবনীকার হ্যাল্ভডান কোত শেষপর্যন্ত নোরা সম্পর্কে এই সিদ্ধান্তেই পৌঁছেছেন যে নারী সংক্রান্ত তর্কবিতর্ক নয়, “শিল্প আর মানবিক সম্পর্কই” এই নাটকের মূল বিষয়। হেনরিক ইবসেন সম্পর্কে জর্জ বার্নাড শ লিখেছিলেন, 'তিনটা বিপ্লব, ছয়টা ক্রুসেড, দুইটা বিদেশি আক্রমণ এবং একটা ভূমিকম্পের যা ফল হতে পারে, ইংল্যান্ডের ওপর ইবসেনের প্রভাব তার সমকক্ষ।'

বই নামাতে যাওয়ার অনেক হ্যাপা! অধিকাংশ বাংলা বই ডাউনলোড সাইটে ইনডাইরেক্ট লিংক। কারো স্কিপ এড তো কারো ভূয়া লিংক। পেরেশান হয়ে শুধুমাত্র বই ডাউনলোডের জন্য একটি সাইট বানালাম। আগ্রহীগণের কাজে দেবে বলে আশা করছি। http://bookdownloader.blogspot.com

Book Downloader
আপনি এত নিচে যখন নেমেছেন তখন পুরো টিউনটাই পড়ে ফেলেছেন। ধন্যবাদ। টিউমেন্ট করার কথা মনে আছে তো? লেখাটি একই সাথে টেকটিউনস এবং আমার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হলো।

আমার সাইটের ঠিকানাঃ http://www.frahaman.com/

Level 2

আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই সিরিজের এই টিউন টি সবথেকে ভাল লাগল । সবকটি বই ই সুন্দর । থ্যাংকস ।

    কিন্তু এটাই সব থেকে কম পঠিত এবং কম টিউমেন্ট পাওয়া একটি পোস্ট। :-p

প্রফেসর শংকু ও আশ্চর্য পুতুল ২ বার দেয়ার কারন কি ভাইয়া? আর অনেক অনেক ধন্যবাদ এই গুলা শেয়ার করার জন্য 😀

    দুটি বইয়ের সাইজ দুই রকম। আর সাইজের পরিপেক্ষিতে বইয়ের মান ভিন্ন হয়। যার যেটা ইচ্ছে নামিয়ে নিতে পারবে এজন্য আমি দুটোর লিংকই দিয়েছি।

Level New

অনেক অনেক ধন্যবাদ। আমার ইচ্ছে আছে এক্টা ছোটখাট library গোড়ে তোলার। পারবো কি না জানি না তবে আপনাদের মতো কয়েক জনের সহায়তায় digital library গড়ার পথে অনেক দুর এগিয়েছি। ধন্যবাদ ভাই আরো দুরলভ কিছু বই দিয়ে যাবেন আশায় থাকিলাম।