Bitdefender Internet Security 2015 ইনস্টল করতে ঝামেলা হচ্ছে??? তাহলে পোষ্টটি আপনারই জন্য।

এর আগে আপনাদেরকে বিট ডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি ২০১৫ এর ৬ মাসের প্রমোশনাল অফার সম্পর্কে জানিয়েছিলাম। অনেকেই বিটডিফেন্ডার ওর ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন সফটওয়্যারটি। কিন্তু বিটডিফেন্ডার ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে ইনস্টলার নামে। তারপর সেটা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে থাকে। প্রায় ৩৫০ মেগাবাইট এর মত। প্রচুর সময় লাগে। আর তার মাঝে যদি কারেন্ট যায় তাহলেতো কথাই নেই। আবার প্রথম থেকে শুরু করতে হয়। এটা বিরাট ঝামেলার কাজ। তাই বলে কি আমরা ব্যবহার করব না???

BitDefender-Internet-Security-2015

এটা কি সম্ভব? আমাদের ব্যবহার যেন না থেমে থাকে সে জন্যই আপনাদের জন্য নিয়ে এলাম বিট ডিফেন্ডার অফলাইন ইন্টারনেট সিকিউরিটি ২০১৫। আমি আপনাদের সুবিধের জন্য মিডিয়াফায়ারে আপলোড দিয়েছি। জায়গাটা ৩২৬ মেগা বাইট। সুবিধেটা হচ্ছে রিজিউম সাপোর্ট করে। তারমানে আপনি কয়েকদিন মিলেও ডাউনলোড করতে পারবেন।

এবার খুশি তো!!!

তাহলে ডাউনলোড করে ফেলুন আর নিশ্চিন্তে ৬ মাস ব্যবহার করুন বিট ডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি ২০১৫। আর ইনস্টল করতে কোন সমস্যায় পড়লে নির্দ্বিধায় কমেন্ট করে জানান। সহযোগীতার জন্য তো আছিই।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

কষ্ট করে পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

পোস্টটি পূর্বে প্রকাশিতঃ এখানে।

Level 0

আমি Shoed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের একটা সফটওয়্যার।

Level 0

bitdefender তো মিনিমাম ২০০ এম্বি র‍্যম দখল করে রাখে। তার চেয়ে এভাস্টই ভাল, মাত্র ২০ এম্বি

    Level 0

    @Traveler: ভাইয়া বুঝতে হবে বিটডিফেন্ডার পৃথিবীর ১ নম্বর এ্যান্টিভাইরাস।

AVG 2015 Avast থেকেও কম রেম খায়

আমার কাছে অফলাইন ডাউনলোডার অাছে। । । কার লাগলে দিতে পারি

Level 2

bro,
eta ki Shortcut virus detect korte pare?

    Level 0

    @Sanebin: পারে মানে একবার খালি দিয়েই দেখুন। গায়েব করে দেবে।

bit defender internet security R bit defender total security vitor difference ta ki?

vai 6 month kivabe cholbe.trail version to 30 days only