-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
আমি আগের টিউনগুলোতে হয়তো কিছু সফটওয়্যার শেয়ার করেছি যেগুলো কোন বিশেষ ক্ষেত্রের সব ধরনের ফাইল ফরমেট সাপোর্ট করে, যেমন সব ধরনের মিডিয়া ফাইল কিংবা সব ধরনের ডকুমেন্ট ফরমেট। কিন্তু আমার আজকের টিউনটি আগের সবগুলো টিউন থেকে ব্যতিক্রমধর্মী। কারন আজ আমি আপনাদের এমন কিছু দিবো যার কথা আপনারা অনেকে কল্পনাও করতে পারেননি। কারন এটা কোন বিশেষ টাইপ ফরমেট সাপোর্ট করবে না। কারন এটা আপনার পরিচিত অডিও, ভিডিও, ডকুমেন্ট, ফটোশপ ফাইল, প্রোগ্রামিং ফাইল, ওয়েব ফাইল, মাইক্রোসফট অফিস ডকুমেন্ট সহ প্রায় সব ধরনের ফাইল ফরমেট সাপোর্ট করে। আজ আমি খুব সংক্ষেপে টিউন করবো যাতে আপনাদের ধৈর্য্যচ্যুতি না ঘটে। তো চলুন তাহলে শুরু করি।
চলুন এক নজরে সফটওয়্যারটির স্পেশাল ফিচারগুলো দেখে নিই.......
মেঘে মেঘে বেলা অনেক হলো, এবার নিশ্চয় ডাউনলোডের কথা ভাবছেন। কিন্তু এতো যার কাজ তার দাম এবং সাইজ নিয়ে নিশ্চয় আপনাদের চিন্তায় কপালে ঘাম জমতে শুরু করছে। আপনাদের চিন্তা বাড়িয়ে দিবো নাকি কমিয়ে দিবো এটাই ভাবতেছি। তবে সত্য কথা গোপন করা হলো সব চেয়ে কঠিন কাজ তাই আমিও পারলাম না। কারন সফটওয়্যারটি একদম ফ্রি এবং সাইজ মাত্র ২৫ মেগাবাইট। তাহলে আর দেরি কেন? এখনি নিচের লিংক থেকে ঝটপট ডাউনলোড করে নিন।
ডাউনলোড শেষ হলে সাধারন যেকোন সফটওয়্যারের মতো সেটাপ দিয়ে ব্যবহার করতে থাকুন। ফ্রি-ভার্সন বিধায় একটিভেশনের আজাইরা প্যাচাল থেকে আজ আপনারা মুক্ত। আমরা মনে হয় এখন টিউনের শেষ পর্যায়ে চলে আসছি। তবে যাবার আগে শেষ কথাটি হয়নি এখনো শেষ......................
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
এটাইতো চাই।
উইন্ডোজ সেটাপের পর একগাদা সফটওয়ারের বদলে এখন আগে এই সফটওয়ার সেটাপ দিলেই চলবে। কাজের জিনিসই বটে। উত্তম!