আমার বিশ্বাস আপনি এটাই খুঁজছিলেন এতোদিন। ৮০টির মতো ফাইল ফরমেট ব্যবহার করুন একটি সফটওয়্যার দিয়ে। ভিডিও দেখা, গান শুনা, পিডিএফ পড়া, অফিস সুইট, ফটোশপ ফাইল সহ বাদ যাবেনা কোন কিছুই! [মেগা-টিউন]

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

আমি আগের টিউনগুলোতে হয়তো কিছু সফটওয়্যার শেয়ার করেছি যেগুলো কোন বিশেষ ক্ষেত্রের সব ধরনের ফাইল ফরমেট সাপোর্ট করে, যেমন সব ধরনের মিডিয়া ফাইল কিংবা সব ধরনের ডকুমেন্ট ফরমেট। কিন্তু আমার আজকের টিউনটি আগের সবগুলো টিউন থেকে ব্যতিক্রমধর্মী। কারন আজ আমি আপনাদের এমন কিছু দিবো যার কথা আপনারা অনেকে কল্পনাও করতে পারেননি। কারন এটা কোন বিশেষ টাইপ ফরমেট সাপোর্ট করবে না। কারন এটা আপনার পরিচিত অডিও, ভিডিও, ডকুমেন্ট, ফটোশপ ফাইল, প্রোগ্রামিং ফাইল, ওয়েব ফাইল, মাইক্রোসফট অফিস ডকুমেন্ট সহ প্রায় সব ধরনের ফাইল ফরমেট সাপোর্ট করে। আজ আমি খুব সংক্ষেপে টিউন করবো যাতে আপনাদের ধৈর্য্যচ্যুতি না ঘটে। তো চলুন তাহলে শুরু করি।

সফটওয়্যারটির স্পেশাল ফিচার

চলুন এক নজরে সফটওয়্যারটির স্পেশাল ফিচারগুলো দেখে নিই.......

সফটওয়্যারটির স্পেশাল ফিচার | যা অন্যদের থেকে একে করেছে অনন্য
  • সফটওয়্যারটিতে রয়েছে শক্তিশালী ডকুমেন্ট ভিউয়ার যা আপনাকে সব ধরনের অফিস ডকুমেন্ট পড়তে এবং এডিট করতে সাহায্য করবে। আপনি চাইলে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ গুলোও এডিট করতে পারবেন এর সাহায্যে।
  • সফটওয়্যারটিতে রয়েছে সুপার পাওয়ার মিডিয়া প্লেয়ার যা আপনাকে দিবে সব ধরনের ভিডিও ফাইল চালানোর সুযোগ।
  • এছাড়াও রয়েছে গান শুনার জন্য স্পেশাল মিউজিক প্লেয়ার। আরো কিছু সম্ভবত আপনাদের লাগবে না। কিন্তু আপনাদের না লাগলে কি হবে সফটওয়্যারটি আপনাদের আরো কিছু দিয়েই ছাড়বে।
  • আপনি ফটোশপ ডকুমেন্ট সহ সব ধরনের ইমেজ দেখতে পারবেন এটার বিল্ট ইন ইমেজ ভিওয়ারের মাধ্যমে। স্পেশাল ফিচার অপশনে আপাততো এতোটুকুই বললাম। বাকিটুকু নিচের অপশন থেকে জেনে নিন।
  • অতিরিক্ত আরও যেসব ফরমেট সাপোর্ট করবে সেগুলোর জন্য আপনাদের আর একটু কষ্ট করতে হবে। কারন এতোকিছু লেখার মতো দুঃসাহস অন্তত আমার নেই। নিচের লিংকে ক্লিক করে দেখে নিন সফটওয়্যারটি আরও কী কী ফাইল সাপোর্ট করবে।

সব ধরনে সাপোর্টেড ফাইল সম্পর্কে জানতে ছবিটিতে ক্লিক করুন | অফিশিয়াল সাইট

ডাউনলোড

মেঘে মেঘে বেলা অনেক হলো, এবার নিশ্চয় ডাউনলোডের কথা ভাবছেন। কিন্তু এতো যার কাজ তার দাম এবং সাইজ নিয়ে নিশ্চয় আপনাদের চিন্তায় কপালে ঘাম জমতে শুরু করছে। আপনাদের চিন্তা বাড়িয়ে দিবো নাকি কমিয়ে দিবো এটাই ভাবতেছি। তবে সত্য কথা গোপন করা হলো সব চেয়ে কঠিন কাজ তাই আমিও পারলাম না। কারন সফটওয়্যারটি একদম ফ্রি এবং সাইজ মাত্র ২৫ মেগাবাইট। তাহলে আর দেরি কেন? এখনি নিচের লিংক থেকে ঝটপট ডাউনলোড করে নিন।

ডাউনলোড Free Opener | সাইজ ২৫মেগাবাইট

ডাউনলোড শেষ হলে সাধারন যেকোন সফটওয়্যারের মতো সেটাপ দিয়ে ব্যবহার করতে থাকুন। ফ্রি-ভার্সন বিধায় একটিভেশনের আজাইরা প্যাচাল থেকে আজ আপনারা মুক্ত। আমরা মনে হয় এখন টিউনের শেষ পর্যায়ে চলে আসছি। তবে যাবার আগে শেষ কথাটি হয়নি এখনো শেষ......................

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটাইতো চাই।
উইন্ডোজ সেটাপের পর একগাদা সফটওয়ারের বদলে এখন আগে এই সফটওয়ার সেটাপ দিলেই চলবে। কাজের জিনিসই বটে। উত্তম!

Oshadhorn tune

@হৃদয়: ধন্যবাদ হৃদয় ভাই।

কাজের একটা সফটওয়্যার ভাই।
ধন্যবাদ, আমিও লিখতেছি ভাই পরের টিউন।

ঘুম……

    @আতিকুর রহমান সোহেল: পেয়ে গেছো নাকি আতিক?
    লিখে ফেলো, আমি ভাবতাছি অ্যান্ড্রোয়েড নিয়ে আর কোন টিউন করবো না।
    যা করবো সব পিসির জন্য। যে চেইন টিউন শুরু করছি সেটা ২০০ পর্ব পর্যন্ত নেওয়ার সাধ আছে।

অনেক আগে থেকে ইউস করছি আসলেই ভাল জিনিস

darun jinish dilen vai
many many thnx

আমার এক্সপ্রেশনের ভাষা ফুরিয়ে গেছে ,তাই ধন্যবাদ দিয়ে ছোট করলাম না ।

vai windows phone ar jonnO apps den… Sudu pcr jonno dissen…..

    @Mostafizurw35: আসলে প্রয়োজন উদ্ভাবনের জনক। পিসি ব্যবহার করি বলে পিসির জন্য সফটওয়্যার দেই। আমার উইন্ডোজ ফোন নেই, ব্যবহারও করিনি কোনদিন। আপনি আমাকে একটা গিফ্ট করতে পারেন তাহলে পরবর্তি সময়ে হয়তো টিউন পাবেন 😛

এই Free opener সফটওয়্যার নিয়ে টিটি তে আগে ও টিউন হইসে

    @চয়ন নন্দি: সব সময় কিছু লোক থাকে যারা বাতির নিচের অন্ধকারটাকে খুঁজে বেড়ায়। আমি টিউন করার আগে সার্চ করেছিলাম কিন্তু কোন টিউন পাইনি। সব সময় চেষ্টা করি নতুন জিনিস শেয়ার করার জন্য। অনেক সময় আগে সার্চ রেজাল্ট দিয়ে দিতাম, কিন্তু এটা বাড়াবাড়ি পর্যায়ে যায় বলে সার্চ রেজাল্ট এখন আর দেই না। যারা কপি পেস্ট করে টিউন করে তাদের পেছনে লেগে যান। তাছাড়া কোন মান্ধাতা আমলে কেউ টিউন করে থাকলে সেটার সাথে বর্তমান টিউন এবং বিষয়বস্তু নাও মিলতে পারে। আপনি আগের টিউনের লিংক দিতে পারতেন সেটাও দেননি। আশা করি পরবর্তি সময়ে শুদ্ধ চিন্তা করতে শিখবেন।

ধন্যবাদ ভাই

কামের জিনিস মনে হয় ! দেখি তো ডাউনলোডাইয়া !

Level 2

ভাই আমার মনে হয় আপনার শিরোনাম ও টিউনের মধ্যে পুরোপুরি খুব ভালই মিল আছে। আসলেই “আমি এটাই খুঁজছিলাম এত দিন”। অনেক অনেক ধন্যবাদ। nice tune..

    @Ni: আপনার কথা ভেবেই তো শিরোনামটা দিয়েছিলাম 😛 যাহোক, টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

এইটা কী ফ্রিওয়ার Active এর জন্মে কিছু বলবে কি ? টিউন টা সুন্দর হইছে 🙂

Level 0

সুন্দর টিউন। ভালো লাগলো। এমন ভালো ভালো আরো টিউন চাই।

ধন্যবাদ ভাই

সুন্দর টিউন

বাজি লাইগা বলতে পারুম, শুধু ”থ্যাংকস” জানানোর লাইগাই লগিন করলাম।

ভাই আপনাকে একটা চুম্মা দিতে ইচ্ছা করটাছে…felling :ki kmo bojbar partaci na…:-P

Thanks vai for tuning,apnar tuner opekhay amra bose thaki.Ekhane ekta bitorko tairi hoye6ilo eta age post hoye6e kina ami techtune e search kore ei tiun ti pelam jeta tuner @faruq100 kore6ilo link- https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/75510
se jai hok apni chalie jan…

    ধন্যবাদ অরিজিত কামিলা। আসলে আমি যখন সার্চ করি তখন টিউনের শিরোনামটা দেখে রিকোগনাইজ করতে পারিনি। এখন দেখলাম ৩বছর আগের টিউন। তবে কেউ হয়তো এতো আগের টিউন খুঁজে পেতো না। আপডেট ভার্সন হিসাবে হলেও আমার টিউনটাকে আলাদা ভাবতেই হবে! টিউন কপিরাইট ভঙ্গের তো প্রশ্নই আসেনা, কারন আমার টিউন করার ধরন সবার থেকে আলাদা।

সত্যিই জানতাম না। ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনাকে “এক কলস ঠান্ডা জল” 😛

Level 0

আপনার ভক্ত হয়ে গেলাম ভাই। আর কিছু বলব না।

ধন্যবাদ ভাই , কাজের একটা জিনিস দেওয়ার জন্য.।

কোন কিছু ডিফল্ট ভাবে ওপেন হয়না কি?

    স্বাভাবিক ভাবে হয় না তবে আপনি চাইলে ম্যানুয়ালি সেটাপ করে নিতে পারবেন। এমনিতে আপনাকে সফটওয়্যারটি চালু করে ওপেন ফাইল অপশন থেকে কাঙ্খিত ফাইলটি চালাতে হবে।

সেটা কিভাবে মানে ম্যানুয়ালি সেটাপ দিব কি ভাবে ?

    যে ফরমেটগুলো ডিফল্টভাবে ওপেন করতে চান সেই ফরমেটের ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিস অপশনে যান এবং ডিফল্ট সফটওয়্যার হিসাবে ফ্রি অপেনার সফটওয়্যারটি সিলেক্ট করে দিন এবং ওকে করে বেরিয়ে আসুন। না পারলে উক্ত ফাইল ফরমেটের যেকোন ফাইলকে ওপেন উইথ দিয়ে ব্রাউজ করে ফ্রি অপেনার দেখিয়ে দিন।

Thanks

Apnake ki bole j asirbad korbo…

Level 0

সানিম মাহবীর ফাহাদ ভাইকে ধন্যবাদ, শীতের দুধ পিঠার মত মনে হল। এমনটাই দরকার।

    @skytipsbd: আহারে ভাই, কি কথা মনে করে দিলেন? এবার শীতে দুধ পিঠা খাওয়াই হয়নাই। আপনার বাসায় আমার দাওয়াত 🙂 [আসলে শীতে বাড়ি যাওয়াটাই হয়ে উঠেনি :P]

যাক আপনার আজকের জিনিসটা বেশ আজিব কিসিমের…..এমন চিজ আগে দেখিনি 😯 …..অনেকক্ষণ এটা নিয়ে নাড়াচাড়া করলাম অবশ্য, তবে পুরোটা মনমত পাইনি ফিচারগুলো। যেমন ঝটপট ছোট ফাইলের পিডিএফ ওপেনার হিসেবে এটা ভাল কিন্তু রিডার হিসেবে এর দরকারি কিছু ফিচার নাই…..তাছাড়া ওদের কথামত সব ডক কিংবা এক্সেল ফাইল ওপেন করা যায় না- লেটেস্ট ফরম্যাট একটাও সাপোর্ট করছে না!! আবার কোড ফাইলগুলোর জন্য ওপেনার হিসেবেই এটা ব্যবহার করা গেলেও বিভিন্ন ফরম্যাটের জন্য কালার কম্বিনেশনে কোন ফারাক রাখা হয়নি…..কোডের পরিবর্তন দেখলাম এটা ডিটেক্ট করতে পারে না!!
সবচেয়ে মজা পেয়েছি- এটা ভিডিওর জন্য উইন্ডোজের কোডেক ব্যবহার করেছে দেখে- এইরকম একটা কাজ ভার্সিটিতে করেছিলাম মিডিয়া প্লেয়ার প্রজেক্টের জন্য- ফাকিবাজিটা স্যার বুঝতেও পারেনি 😉
যাহোক- শত কিছু সত্ত্বেও ইনস্টলেশনের ঝামেলা এড়ানোর জন্য ওপেনারটা কাজের……ভাগাভাগির জন্য ধইন্যা 🙂

    @নিওফাইট নিটোল: বরাবরের মতো অসাধারন একটা টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ নিওফাইট নিটোল। সাথে আপনার সফটওয়্যারটি ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নিজেও এতো কিছু টেস্ট করে দেখিনি। আশা করি আপনার সুন্দর এবং সুচিন্তিত মতামত দিয়ে সব সময় এভাবে পাশে থাকবেন।

Level 0

অনেক দিন পরে লগিন করলাম, টিউনার কে ধন্যবাদ দিতেই সাধারণত আমারা কমেন্ট করি কিন্তু আজকের বিতর্ক আমাকে কিছু বলতে আগ্রহী করেছে;
প্রথমেই দুঃখিত, কেউ কিছু মনে নিবেন না; ‘সানিম মাহবির ফাহাদ’ সাহেব এর আজকের টিউন এর রিপ্লায় দেখলেই বুঝা যাই যে কত জন (টেকটিউন মেম্বরদের ভিতরে) জানতেন/ব্যাবহার করতেন এই সফটওয়্যারটি এর আগে, যারা নিজের ক্রেডিট অটুট রাখার জন্য একটু বেশী উদ্গ্রিব তাদের বলি, আপনারা অনুগ্রহ করে এই ধরনের টিউন গুলো প্রতি ৬ মাসে একবার পুনঃ প্রচারের/প্রকাশ এর দিকে খেয়াল করবেন তাহলে এমন বিতর্ক সহসা আসবে বলে মনে করি না। একই সাথে টেকটিউন কমুনিটি’র উপকার হবে, আশা করি টেকটিউন অ্যাডমিন ভেবে দেখবেন।
এখনও আমি ব্যাবহার করি নাই, সবার মন্তব্যের সাথে আমি ও টিউনারকে ধন্যবাদ না দিয়ে চুপ থাকি কি করে? এতো পজিটিভ মতামত তার অর্থ এটা অনেক উপকারি সফটওয়্যার।

সম্ভবত এটা নিয়ে আগে টিউন হয়েছিল । সফট টা ইউস করেছি তবে খুব একটা ভাল লাগেনি ।

Level 2

like.
fata-fati tune hoise. One man army software……………
Thanks dear. 🙂