আজ আপনাদের সামনে হাজির করেছি জনপ্রিয় উপন্যাসিক সমরেশ মজুমদারের কয়েকটি উপন্যাস। উত্তরাধিকার, কালবেলা, গর্ভধারিনি, সাতকাহন বারবার পড়ার মত উপন্যাস। বারবার পড়েছিও। কৈশোরের বিকেলগুলো পার হয়ে গেছে অনিমেশ, দীপাদের সাথে।
বই নামাতে ছবির উপর ক্লিক করতে হবেঃ
| উত্তরাধিকার সমরেশ মজুমদারের লেখার গুনমুগ্ধ ভক্ত আমি। উত্তরাধিকার, সাতকাহনে লেখকের সাথে বারবার আমি ঘুরে আসতাম শিলিগুড়ি, আসামের ডুয়ার্সের চা বাগান থেকে। |
| কালবেলা উত্তরাধিকারের পরবর্তী খন্ড কালবেলা। উত্তরাধিকারের নায়ক কালবেলায় যৌবনে পা দেয়। |
| সাতকাহনসাতকাহনের দীপাকে একদা আদর্শ মনে হতো। তবে জীবনে সবার সাথে চলতে গিয়ে একটা জিনিস শিখেছি, অত একগুঁয়ে হলে সমাজে বাস করা যায় না। ছোটবেলা থেকেই একজন মেয়ে যত বাধার সম্মুখীন হয় এটা করোনা ওটা করোনা। পদে পদে বাধা পেরোতে হয় তেমনি এক মেয়ের কাহিনী নিয়ে এই বইটি। দীপাবলি দুরন্ত এক মেয়ের নাম। গ্রাম্য আর ১০ টা মেয়ের মতই বেড়ে উঠছিলো। খেলার সাথী ছিলো অনেক মাছ ধরতে যাওয়া, চুরি করে রাত্রে বাসা থেকে বের হয়ে যাওয়া ... |
| গর্ভধারিণীএখানে কোন গর্ভধারিণীর কথা বলা হয়েছে? নিজের মা নাকি দেশ মা! সুখপাঠ্য একখানা উপন্যাস। একটি মেয়ে এবং তিনজন ছেলে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। যারা পুরনো সমাজব্যবস্থা ভেঙ্গে গুড়িয়ে দিতে চায়। তারা বিশ্বাস করে সিস্টেমকে নাড়া দিতে হলে লাথি ছাড়া উপায় নেই।দুঃসাহসিক গল্প, অভিনব বিষয়বস্তু, সামাজিক ও মানবিক মূল্যবোধ নিয়ে সমরেশ মজুমদারের এই উপন্যাস। |
| সিংহবাহিনীসিংহবাহিনী পরিবারে প্রতিষ্ঠিত দেবী এবং একটি পরিবারের কাহিনী। উপন্যাসে পরিমল কেন মারা গেল ,বা বাসার কাজের মেয়েটির মা আরেকটি বাচ্চা কেন নিল এই অভাবের সংসারে ,অথবা নিজের স্বাধীনতার হস্তক্ষেপ প্রসংগে। প্রশ্নগুলোর উত্তর পেলে জানাতে ভূলবেন না। |
| বেগম মেরী বিশ্বাস বিমল মিত্র একজন ভারতীয় বাঙালি লেখক ।রেল চাকরি করতে করতে সাহিত্যচর্চা | প্রথম উপন্যাস 'চাই' | পাঁচের দশকের 'সাহেব বিবি গোলাম' উপন্যাস লিখে বিখ্যাত হয়ে ওঠেন | এরপর রেলের চাকরি ছেড়ে পুরোপুরি সাহিত্যসৃষ্টিতে মনোযোগ দেন। বেগম মেরী বিশ্বাস সিরাজোদ্দৌলার সময়ের কাহিনী নিয়ে। আমার কাছে ৩টা উপন্যাস সিরিজের মত মনে হয়। সময়কাল হিসাবে বেগম মেরী বিশ্বাস -> সাহেব বিবি গোলাম -> কড়ি দিয়ে কিনলাম। |
| এ টিয়ারড্রপ অন দি চিক অভ্ টাইম : দি স্টোরি অভ দ্য তাজমহল এটি একটি অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যের প্রতি আমার সবসময় অন্যরকম দুর্বলতা কাজ করে। মমতাজ শাহজাহান অতীত হয়ে গেলেও তাজমহল বর্তমান। সেই সুদূর অতীত থেকে মমতাজ শাহজাহানের ভালোবাসাকে বারবার আমাদের দুয়ারে হাজির করে তাজমহল |
| ধূমকেতুর সওয়ার বাংলা ভাষায় এত্ত এত্ত কমিকস লেখা হয়েছে আমার জানাই ছিলো না। এখনো পড়িনি এটা। পড়তে হবে। |
| রস ওয়েস্টারফিল্ড জেফি এবং দ্যা অর্ডার অফ দ্যা সোলার টেম্পলএই দুই খানা বই ইংরেজীতে লেখা। ইংরেজী আউটবই আপনার ভোকাবুলারিকে এনরিচ করে। প্রুভ চাইলে মন দিয়ে পড়ে দেখুন। |
বই নামাতে যাওয়ার অনেক হ্যাপা! অধিকাংশ বাংলা বই ডাউনলোড সাইটে ইনডাইরেক্ট লিংক। কারো স্কিপ এড তো কারো ভূয়া লিংক। পেরেশান হয়ে শুধুমাত্র বই ডাউনলোডের জন্য একটি সাইট বানালাম। আগ্রহীগণের কাজে দেবে বলে আশা করছি। http://bookdownloader.blogspot.com
আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।
Nice post !! Go ahead