সেরা দশ থেকে বেছে নিন আপনারটি [পর্ব-০৩] :: ভিডিও এডিটিংয়ের সেরা সফটওয়্যার যা আপনাকে দিবে সেরা ভিডিও এডিটর হওয়ার স্বাদ।

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

সেরা দশ থেকে বেছে নিন আপনারটি

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

বিশাল সফটওয়্যার সমুদ্রের মাঝে ভালো সব সফটওয়্যারগুলো খুঁজে পাবার নিমিত্তে আমার শুরু করা চেইন টিউনের এটা তৃতীয় পর্ব। আগের পর্বগুলোতে আপনারা ভালোই সাড়া দিয়েছেন একারনে আমি আপনাদের কাছে কৃত্জ্ঞ। আজকের টিউনটি সবার প্রয়োজনে আসবে কিনা জানিনা তবে আমি সবার উপযোগী করার চেষ্টা করে যাব। ভিডিও আমরা সকলেই দেখলেও ভিডিও এডিটিংয়ের চিন্তা সবার মাথায় আসে না। যাদের মাথায় আসে তারা আবার উপযুক্ত মেডিয়াম এবং গাইড লাইনের অভাবে করতে পারেনা। আজকের টিউনে আমি সুন্দর গাইড লাইন দিতে না পারলেও আপনাদের সুন্দর একটা মেডিয়াম দিতে পারবো। আজকের টিউনে থাকছে ভিডিও এডিটিংয়ের সেরা দশটি সফটওয়্যার এবং সেই সেরাদের ভিড়ে সেরা সফটওয়্যারটির ফুল ভার্সন একদম ফ্রিতে। তাহলে আর বিলম্ব কেন? চলুন শুরু করি।

২০১৫ সালে সেরা দশে থাকা সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।

এক নজরে দেখে নিন সেরাদের তালিকায় কোন কোন সফটওয়্যার স্থান দখল করে আছে
  • 01. CyberLink PowerDirector | $49.99
  • 02. Corel VideoStudio | $69.99
  • 03. Adobe Premiere Elements | $84.68
  • 04. M-A-G-I-X Movie Edit Pro | $99.99
  • 05. Roxio Creator | $99.99
  • 06. Pinnacle Studio | $59.95
  • 07. AVS Video Editor | $59.00
  • 08. Nero Video | $59.99
  • 09. MoviePlus | $79.99
  • 10. VideoPad | $69.95

উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা Cyberlink Power Director সফটওয়্যারটিই হলো সবার সেরা সফটওয়্যার। তো ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই। তারপর না হয় ডাউনলোড করা যাবে।

Cyberlink Power Director Ultimate | Price $99.09

Cyberlink Power Director সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো Cyberlink Power Director এর অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।

পাওয়ার ডিরেক্টর আল্টিমেট এর ফিচার সমূহ জানতে ছবিটিতে ক্লিক করুন | অফিশিয়াল সাইট

বরাবরের মতো আজ যারা আশায় আশায় ছিলেন যে অফিশিয়াল সাইটে না গেলেও আমি সফটওয়্যারটি সম্পর্কে একটা সংক্ষিপ্ত রিভিউ দিবো তাদের কে হতাশ করে দিয়ে বলছি যে আজ কোন রিভিউ হবে না। কারন Cyberlink Power Director এর এতোই ফিচার যে তার দু’একটা বললে সফটওয়্যারটির অপমান করা হবে। তার চেয়ে বরং নিজেরাই একটু দেখে আসুন। আমি কেবল আপনাদের ভেতরের ইন্টারফেইসটা দেখাতে পারি। ভালো লাগলে অবশ্যই ডাউনলোড করে ব্যবহার করবেন। নিচের চিত্রটি এক নজরে দেখে নিন। দেখতে ভালো লাগলেই তো কাজে কেমন সেটা বিবেচনা করবেন।

এক নজরে দেখে নিন অন্দরমহল | ভালো লাগলে তো ডাউনলোড করবেন

ফুল ভার্সন ডাউনলোড

সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে। কারন ৯০৩ মেগাবাইট ডাটা খরচ করতে সফটওয়্যারটি নামাতে, ভিডিও এডিটিং সফটওয়্যারতো আর মুখের কথা না।

ডাউনলোড ইনস্টলার | সাইজ ৯০৩ মেগাবাইট

সফটওয়্যারটিকে ফুল-ভার্সন করার জন্য আপনার প্রয়োজন হবে মেডিসিন ফাইল। নিচের ডাউনলোড লিংক থেকে ২৮৭ কিলোবাইট সাইজের মেডিসিন ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর পরবর্তি অংশে থাকবে কিভাবে একটিভ করবেন।

ডাউনলোড মেডিসিন ফাইল | সাইজ ২৮৭ কেবি

ইনস্টলেশন এবং একটিভেশন

সফটওয়্যারটির একটিভেশন প্রসেস খুব সহজ বিধায় প্রত্যেকটি ধাপের স্ক্রিনশট দিয়ে টিউনটির কলেবর বৃদ্ধি করলাম না। আশা করি এটা আপনাদের বুঝতে কোন সমস্যা করবে না। সফটওয়্যারটি ইনস্টল এবং ফুল ভার্সন করার জন্য প্রত্যেকটি ধাপ মনযোগ দিয়ে দেখুন এবং তারপর অনুশীলন করুন। আশা করি ব্যর্থ হবেন না।

  • আগের যদি কোন ভার্সন আপনার পিসিতে থেকে থাকে তাহলে সেটা রেজিস্ট্রি ফাইল সহ ডিলেট করে দিন। যদি একটা ফাইলও থাকে তাহলে আমার দেওয়া মেডিসিন ফাইলটি মিসবিহ্যাব করতে পারে।
  • ইন্টারনেট কানেকশন বন্ধ করুন এবং Disable_Activation.cmd ফাইলটি রান করুন। এটা সফটওয়্যারটির ইন্টারনেট এক্সেস বন্ধ করে দিবে। কাজটি আপনি চাইলে ম্যানুয়্যালি করতে পারবেন। এর জন্য আপনার পিসির C:\Windows\System32\drivers\etc\hosts লোকেশনে থাকা হোস্ট ফাইলটিতে নিচের লাইন দুটি যোগ করে দিতে হবে।

    127.0.0.1 cap.cyberlink.com
    127.0.0.1 activation.cyberlink.com

  • এখন ডাউনলোড করা সফটওয়্যারের ইনস্টলারটি রান করুন এবং স্বাভাবিক নিয়মে সেটাপ কমপ্লিট করুন। কিন্তু মনের ভুলেও সফটওয়্যারটি রান করবেন না, করলে সাড়ে সর্বনাশ হয়ে যাবে।
  • এখন যে আপডেট ফাইলটি ডাউনলোড করেছেন সেটা সেটাপ দিন।
  • কখনোই Participate in product improvement programs অপশনে মার্ক করবেন না। কারন এটা আপনার পিসির সফটওয়্যারটির সাথে কানেক্ট করতে পারবে এবং আপনার একটিভেশন বাতিল হয়ে যেতে পারে। এক্ষেত্রে (Uncheck “Remind Me Later”, Click “Skip Registration” Button, Click “No thank you” button) ইত্যাদি অপশন ফলো করতে পারেন।
  • এখন আমার দেওয়া Medicine.exe ফাইলটি Run As Administrator দিয়ে রান করুন এবং প্যাচ অপশনটি চাপুন। আপনার কাজ এখন প্রায় শেষ।
  • আপনি এখন সফটওয়্যারটি ওপেন করুন যেকোন একটি ভিডিও ফাইলের সাহায্যে। তাহলে সফটওয়্যারটি আপনার কাছে অফলাইন একটিভেশন কোড চাইবে। আপনি প্রতি উত্তরে 12345-12345 কোড বা অন্য যেকোন কোড দিয়ে দিন। তাহলেই আপনার সফটওয়্যারটি ফুল ভার্সন হয়ে যাবে।

জানিনা এই কাজ করতে গিয়ে আমার কতোটা পাপ হচ্ছে। কারন এটা প্রায় চুরির শামিল। তবে সফটওয়্যারটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যাদের কেনার সামর্থ্য আছে তারা দয়া করে কিনে ব্যবহার করুন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি-

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

agulo ki free download Korea jabe?

apnar sob post e darun hoi… rithimoto oshadaron..

Level 0

ধন্যবাদ

সাইফুল ইসলাম ইরফান
vaia adobe ptemere effects er ful version ta drkr, can u help me

vai onek dhonnobad. vai movavi video edito 10 full version ta diben plz

ভাই হার্ডডিক্স কেনা টাকা পাঠাতে হবে যে ।হা হা হা । অনেক ধন্যবাদ । সাইজটা একটু বেশি তো ডাউনলোড পরে করতে হবে ।

    গত মাসেই না হার্ডডিস্ক কেনার জন্য টাকা দিলাম। এতো টাকা কই যায়? পোলাপাইনগুলা এখনো মানুষ হতে পারলোনা! 😛

ধন্যবাদ ভাই

বরাবরের মত অসাধারণ টিউন

সত্যি অসাধারন ভাই। অনেক ধন্যবাদ

samin bhai,(পিসির C:\Windows\System32\drivers\etc\hosts লোকেশনে থাকা হোস্ট ফাইলটিতে নিচের লাইন দুটি যোগ করে দিতে হবে।127.0.0.1 cap.cyberlink.com 127.0.0.1 activation.cyberlink.com)eita kivabe jog korbo? ba kenoi ba korte hobe Jodi ektu bolten

    @শাহাদাত কবির: হোস্ট ফাইলে আপনি ওই লেখাগুলো এড করবেন একারনে যে এর ফলে ওই এড্রেসগুলো আপনার পিসি ব্লক করে দিবে যারফলে সফটওয়্যার প্রভাইডার কোম্পানি আপনাকে ভেরিফাই করতে পারবে না। আপনি হোস্ট ফাইলটি কপি করে ডেস্কটপে পেস্ট করুন তারপর সেটা নোটপ্যাড দিয়ে ওপেন করে লাইনদুটো যোগ করে দিন। তারপর আগের ফাইলের উপর সেটা রিপ্লেস করে দিন। আশা করি করতে পারবেন। না হলে Disable_Activation.cmd ফাইলতো দিয়েই দিছি। আপনি এতো ভেজাল না করলেও পারবেন, ধন্যবাদ।

Level New

খুবই সুন্দর টিউন এবং অসাধারণ উপস্থাপন। কিন্তু একটু অবাক হলাম কারন Adobe Premiere Pro বা Final Cut Pro এই দুটির একটিও লিস্ট এ নেই দেখে!!!

    @বাধন: আমিও জানতাম ভিডিও এডিটিং এর জন্য এডোবি প্রিমিয়ার সেরা কিন্তু কেন সেটা লিস্টে নেই সেটা আমার কাছেও অজানা। লিস্টটা করা হয়েছে ব্যবহার কারীদের অভিজ্ঞতার ভিত্তিতে। এখানে আমার কোন হাত নেই। আমি শুধু তথ্যগুলো আপনাদের জানিয়ে দিলাম।

সানিম মাহবীর ফাহাদ ভাই আপনার কাছে আনুরোধ থাকলো এই সফটওয়্যারের উপর ভিডিও টিউন করবেন Please তাহলে আমরা উপকিতো হতাম

    @Rajib Billah: ভিডিও টিউন করা কোন সমস্যা না। কিন্তু অধিকাংশ ব্যবহারকারী যারা ঢাকার বায়রে থাকে তারা ভিডিও টিউটরিয়ালগুলো ধীরগতির ইন্টারনেটের কারনে দেখতে পারেনা। তাছাড়া আমি ঢাকা জেলার মধ্যে থাকলেও ভিডিও আপলোড করার মতো ইন্টারনেট স্পিড এবং ধৈর্য্য আমার নেই। তবে আপনার পরামর্শ মাথায় থাকলো। পরবর্তিতে চেষ্টা করবো, ধন্যবাদ 🙂

Level 0

Na Vai Video Korar Kono Dorkar Nei.

Level 0

হয়তো আমি পর্ব ১ আর ২ মিস করেছিলাম, গত পর্বের লিংকগুলো দিলে উপকৃত হতাম।

এইটার ক্র্যাক টা অনেকদিন ধরেই পাচ্ছিলাম না । থ্যাংকস ।
একটু আস্তে করেন । ডাউনলোড করে শেষ করতে পারছি না যে । স্পীড কম হলেও আপনার দেওয়া সব সফট গুলি ডাউনলোড করি ।
একটা অনুরধ – MAGIX Movie Edit Pro(৩২ বিট ) পারলে শেয়ার করবেন ।

    ধন্যবাদ নিলোৎপল বেদী। আপনার কাঙ্খিত সফটওয়্যার নিয়ে খুব শীঘ্রই হয়তো হাজির হবো পরবর্তি কোন এক টিউনে। কিছুদিন ফ্রি ছিলাম বলে এতো টিউন করকে পারছি! সামনে ব্যস্ততা বাড়বে সাথে টিউন কমবে।

ভাই মেডিসিন টা ডাউনলোড করার লিংক নাই তো…ছবিতে বা তার ক্যাপশনে মাউস রাখলে কোন সাড়া নাই…লিংক টা ঠিক করেন আগে,

Android এর জন্য লাগবে

link not working!!

Level 0

Dorkar cilo. Thank’s.

Level 0

bro download link ta kaj kore na , plz new ekta link den.

ভাই আমি অতি দুঃখের সাথে জানাচিছ যে সাইবার লিন্ক ভিডিও এডিটিং সফট্ওয়ারটা সা্কসেসফুল ভাবে ইনস্টল করতে পারি নাই। লাস্ট ধাপে এনি ভিডিও ফাইল দিয়ে ওপেন করতে না পেরে ডাইরেক্ট ওপেন করে এনি ভিডিও ফাইল ওপেন করতে গেলে ইন্টারনেট চায়। সো আর পারি না। আছে কোন সমাধান

Cyberlink Power Director ভিডিও এডিটিং সফটওয়্যারের ডাউনলোড ইনস্টলার (সাইজ ৯০৩ মেগাবাইট) https://userscloud.com/kkf978bi18lh এবং এর আপডেট ফাইলগুলোর (সাইজ ৩১৪ মেগাবাইট) লিংক https://userscloud.com/q7znutee7jc3 আপনি মুছে ফেলেছেন।

http://update.cyberlink.com/ftpdload/Patch/PowerDirector/VDE140717-01/TR140904-041/PowerDirector_2104_GM2_Ultimate_VDE140717-01.exe এই লিংকের সফট্ টি অনলাইন আকটিভেশন চায়, খুব সম্ভবত ওদের সার্ভার থেকে কিছু ফাইল ডাউনলোড করাবার জন্য।

তাই Cyberlink Power Director ইনস্টলের জন্য পূর্বের ফাইলই প্রয়োজন ):

    এটাতে একটা ঝামেলা দেখা দিয়েছে। ২০১৬ সালের ভার্সন দিয়ে আপডেট দিবো। কিন্তু একটু অপেক্ষা করতে হবে।

ভাইয়া… fan হয়ে গেলাম আপনার। চালিয়ে যান……

ভাই মেডিসিন ফাইল টার লিংক কাজ করতেছে না। ভাই লিংক টা একটু আপডেট করেন।