সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
বিশাল সফটওয়্যার সমুদ্রের মাঝে ভালো সব সফটওয়্যারগুলো খুঁজে পাবার নিমিত্তে আমার শুরু করা চেইন টিউনের এটা তৃতীয় পর্ব। আগের পর্বগুলোতে আপনারা ভালোই সাড়া দিয়েছেন একারনে আমি আপনাদের কাছে কৃত্জ্ঞ। আজকের টিউনটি সবার প্রয়োজনে আসবে কিনা জানিনা তবে আমি সবার উপযোগী করার চেষ্টা করে যাব। ভিডিও আমরা সকলেই দেখলেও ভিডিও এডিটিংয়ের চিন্তা সবার মাথায় আসে না। যাদের মাথায় আসে তারা আবার উপযুক্ত মেডিয়াম এবং গাইড লাইনের অভাবে করতে পারেনা। আজকের টিউনে আমি সুন্দর গাইড লাইন দিতে না পারলেও আপনাদের সুন্দর একটা মেডিয়াম দিতে পারবো। আজকের টিউনে থাকছে ভিডিও এডিটিংয়ের সেরা দশটি সফটওয়্যার এবং সেই সেরাদের ভিড়ে সেরা সফটওয়্যারটির ফুল ভার্সন একদম ফ্রিতে। তাহলে আর বিলম্ব কেন? চলুন শুরু করি।
২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।
উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা Cyberlink Power Director সফটওয়্যারটিই হলো সবার সেরা সফটওয়্যার। তো ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই। তারপর না হয় ডাউনলোড করা যাবে।
Cyberlink Power Director সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো Cyberlink Power Director এর অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।
বরাবরের মতো আজ যারা আশায় আশায় ছিলেন যে অফিশিয়াল সাইটে না গেলেও আমি সফটওয়্যারটি সম্পর্কে একটা সংক্ষিপ্ত রিভিউ দিবো তাদের কে হতাশ করে দিয়ে বলছি যে আজ কোন রিভিউ হবে না। কারন Cyberlink Power Director এর এতোই ফিচার যে তার দু’একটা বললে সফটওয়্যারটির অপমান করা হবে। তার চেয়ে বরং নিজেরাই একটু দেখে আসুন। আমি কেবল আপনাদের ভেতরের ইন্টারফেইসটা দেখাতে পারি। ভালো লাগলে অবশ্যই ডাউনলোড করে ব্যবহার করবেন। নিচের চিত্রটি এক নজরে দেখে নিন। দেখতে ভালো লাগলেই তো কাজে কেমন সেটা বিবেচনা করবেন।
সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে। কারন ৯০৩ মেগাবাইট ডাটা খরচ করতে সফটওয়্যারটি নামাতে, ভিডিও এডিটিং সফটওয়্যারতো আর মুখের কথা না।
সফটওয়্যারটিকে ফুল-ভার্সন করার জন্য আপনার প্রয়োজন হবে মেডিসিন ফাইল। নিচের ডাউনলোড লিংক থেকে ২৮৭ কিলোবাইট সাইজের মেডিসিন ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর পরবর্তি অংশে থাকবে কিভাবে একটিভ করবেন।
সফটওয়্যারটির একটিভেশন প্রসেস খুব সহজ বিধায় প্রত্যেকটি ধাপের স্ক্রিনশট দিয়ে টিউনটির কলেবর বৃদ্ধি করলাম না। আশা করি এটা আপনাদের বুঝতে কোন সমস্যা করবে না। সফটওয়্যারটি ইনস্টল এবং ফুল ভার্সন করার জন্য প্রত্যেকটি ধাপ মনযোগ দিয়ে দেখুন এবং তারপর অনুশীলন করুন। আশা করি ব্যর্থ হবেন না।
127.0.0.1 cap.cyberlink.com
127.0.0.1 activation.cyberlink.com
জানিনা এই কাজ করতে গিয়ে আমার কতোটা পাপ হচ্ছে। কারন এটা প্রায় চুরির শামিল। তবে সফটওয়্যারটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যাদের কেনার সামর্থ্য আছে তারা দয়া করে কিনে ব্যবহার করুন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি-
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
agulo ki free download Korea jabe?