কেমন আছেন সবাই। আজ আপনাদের জন্য একটা সফটওয়্যার নিয়ে এলাম। যেটা দিয়ে একটা ফটোকে টেক্সট আকারে রুপান্তর করতে পারবেন যাকে ইংরেজীতে ASCII বলে। সফটওয়্যারটির পোর্টেবল ভার্সন দিলাম। তাই ইন্সটলের ঝামেলা নেই।
এখান থেকে ডাউনলোড করুন: Download↓↓↓ (911kb)
আসুন এর কাজ গুলো দেখে নেয়া যাক।
১। Convert Image:
২। Convert Word:
যেকোন শব্দকেই আপনি ইচ্ছামতো বর্ণদিয়ে সাজিয়ে বানাতে পারবেন। উদাহরণ দেখুন।
ধরুন, আপনি গবেট...
।
।
লিখতে চান। তাহলে Char Config অংশে Word(s) এর বক্সে GOBET টাইপ করুন। Foreground, Background-এ যে বর্ণ চান সেগুলো দিন। Start Conversion এ ক্লিক করুন। হয়ে গেছেন। আপনি না কিন্তু। এবার কপি করে ব্যবহার করুন।
৩। Free Draw:
এখানে আপনি যেকোন বর্ণ নিচ থেকে সিলেক্ট করে বক্সে ইচ্ছা মতো মাউস ঘুরিয়ে যেকোনো কিছুই আঁকাতে পারেন। এক কথায়, "বন্ধুয়ারে, করো তোমার মনে যাহা লয়।" যেমন দেখুন না, আমি আঁকিয়েছি "আলাদিনের আশ্চর্য প্রদীপখানা!" (আমারটা দেখলে যে কেউ আশ্চর্য হয়ে যাবে)
তো কাজ করতে থাকুন। আর উপভোগ করতে থাকুন সফটওয়্যারটি। যাই তাহলে। "চিচিং ফাঁক!" কি ব্যাপার যেতে পারছি না কেনো? 🙄 ও আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে হবে তো এইজন্যই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।
বিঃদ্রঃ কেউ আগে এটা নিয়ে টিউন করে থাকলে দুঃখিত। জানবেন এটা অনিচ্ছাকৃত। তবে আমি সার্চ করে পাইনি।
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।
সুন্দর