ফটো থেকে Text করুন (ASCII) ছোট্ট একটা সফটওয়্যার দিয়ে।

কেমন আছেন সবাই। আজ আপনাদের জন্য একটা সফটওয়্যার নিয়ে এলাম। যেটা দিয়ে একটা ফটোকে টেক্সট আকারে রুপান্তর করতে পারবেন যাকে ইংরেজীতে ASCII বলে। সফটওয়্যারটির পোর্টেবল ভার্সন দিলাম। তাই ইন্সটলের ঝামেলা নেই।

এখান থেকে ডাউনলোড করুন: Download↓↓↓ (911kb)

আসুন এর কাজ গুলো দেখে নেয়া যাক।

১। Convert Image:

  • যেকোনো ফটোকে HTML, Image, RTF ও ASCII-তে পরিণত করতে পারে। উদাহরণ নিচে দেখুন। ASCII Format সিলেক্ট করে ফটো Browse করে Start Conversion...এ ক্লিক করুন। হয়ে যাবে। ফটো যত স্পষ্ট হবে ASCII তত সুন্দর হবে।

  • প্রথমে ফটো আসতে সমস্যা হলে Soure Image Size এর বার টা কমিয়ে Recreate করলেই ছবিটা ছোট হয়ে আসবে। একটু প্র্যাকটিস করুন।

২। Convert Word:

যেকোন শব্দকেই আপনি ইচ্ছামতো বর্ণদিয়ে সাজিয়ে বানাতে পারবেন। উদাহরণ দেখুন।

ধরুন, আপনি গবেট...

লিখতে চান। তাহলে Char Config অংশে Word(s) এর বক্সে GOBET  টাইপ করুন। Foreground, Background-এ যে বর্ণ চান সেগুলো দিন। Start Conversion এ ক্লিক করুন। হয়ে গেছেন। আপনি না কিন্তু।  এবার কপি করে ব্যবহার করুন।  

৩। Free Draw:

এখানে আপনি যেকোন বর্ণ নিচ থেকে সিলেক্ট করে বক্সে ইচ্ছা মতো মাউস ঘুরিয়ে যেকোনো কিছুই আঁকাতে পারেন। এক কথায়, "বন্ধুয়ারে, করো তোমার মনে যাহা লয়।" যেমন দেখুন না, আমি আঁকিয়েছি "আলাদিনের আশ্চর্য প্রদীপখানা!" (আমারটা দেখলে যে কেউ আশ্চর্য হয়ে যাবে)

তো কাজ করতে থাকুন। আর উপভোগ করতে থাকুন সফটওয়্যারটি। যাই তাহলে। "চিচিং ফাঁক!" কি ব্যাপার যেতে পারছি না কেনো?  🙄 ও আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে হবে তো এইজন্যই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।

বিঃদ্রঃ কেউ আগে এটা নিয়ে টিউন করে থাকলে দুঃখিত। জানবেন এটা অনিচ্ছাকৃত। তবে আমি সার্চ করে পাইনি।

ফেইসবুকে আমি>>>

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর

আগের টিউন ! 😡

Many Many Thanks for share this software ….

সংগ্রহে রাখলাম। দারুন পোষ্ট।

ক্ষুদ্র হিসাবে কোন অংশে কম নাই । আর ও ভালো টিউন পাব এই আশা রাখি ।

ওহ… মারাত্মক জিনিস….. অনেক থ্যাংকস

@মোঃ মাসুদ রানা: জ্বি ভাই। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

bhai download link kaj korchena!

Bhai link koi?Restricted Content
This file is no longer available. eita lekha ase.

@শাহাদাত কবির: ঠিক বুঝতে পারছি না। এখন লোডশেডিং চলছে। কারেন্ট আসলেই লিংক ঠিক করে দেবো। আপাতত বুকমার্ক করে রাখুন।

@শাহাদাত কবির: ভাই, ঠিক বুঝতে পারছি না। এখন লোডশেডিং চলছে। কারেন্ট আসলেই লিংক ঠিক করে দেবো। আপাতত বুকমার্ক করে রাখুন। কাল এরকম হয় নি।

huit vai ,,, link kam kore na

সংগ্রহে রাখলাম। প্রিয়তেও রাখলাম।

লিংক আপডেট করা হয়েছে। এবার চেষ্টা করলে হবে ইনশাল্লাহ।

mamun bhai, download hoise kintu use korte parchina.ami prothome aponar dekha moto comvert image korte gea ASCII click kore brows kore chobi dekhea dei (JPG imahe).than conversation click korle ei msg ta se keno (Access violation at address 004185CF in module AAG.exe.Read of address 80000008) eita abar ki somossa?

@শাহাদাত কবির: ফটোর সাইজ বেশি বড় হলে বা ফটোটিতে কোনো সমস্যা থাকলে এ ধরনের সমস্যা হতে পারে। আপনি আরেকটা ফটো দিয়ে চেষ্টা করতে পারেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।

সংগ্রহে রাখলাম । থ্যাংকস ।

Level 0

Download link নাই।

Level 0

Download link এখনও নাই।