-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
আমি যখন প্রথম কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি সেদিনই প্রথম ফায়ারফক্স সম্পর্কে জেনেছিলাম যদিও গুগল ক্রোম সম্পর্কে আমার জানাশোনা হয় ২০১১ সালে। কিন্তু তার আগে এবং বর্তমান সময়ে আমি ফায়াফক্সকেই ডিফল্ট ব্রাউজার হিসাবে ব্যবহার করছি। আপনারাও হয়তো আমার মতোই ফায়ারফক্স ব্যবহার করেন কিন্তু ফায়ারফক্স এর বিকল্প যে আরো দুটি ব্রাউজার আছে এ ব্যাপারে কয়জন জানেন সেটা আমি জানিনা। টেকটিউনসে আমি ওয়াটারফক্স এবং সাইবারফক্স এই দুটো ব্রাউজারের নাম লিখে সার্চ করছিলাম কিন্তু কোন রকম টিউন বা তথ্য পাওয়া যায়নি। আমার আজকের টিউনে আমি আপনাদের ওয়াটারফক্স এবং সাইবারফক্স সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা দিতে চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি টিউনের মূল বক্তব্য।
ওয়াটারফক্স ব্রাউজারটি এতোটা পরিচিত না হওয়ার পেছনের কারন হলো এটা শুধুমাত্র ৬৪বিট উইন্ডোজ ভার্সনে চলে। উইন্ডোজের ৩২বিট ভার্সনে আপনি ওয়াটারফক্স চালাতে পারবেন না। কিছুদিন আগে পর্যন্ত আমি ৩২বিট চালাতাম বলে ওয়াটারফক্স ব্যবহার করতে পারিনি। কিন্তু ৬৪বিট উইন্ডোজ দিতেই প্রথমেই ওয়াটারফক্স ডাউনলোড করেছি। যাহোক, আপনারা ডাউনলোড করার পূর্বে জেনে নিন কিছু সুবিধা।
আপনার পিসিতে যদি আগে থেকেই ফায়ারফক্স ইনস্টল করা থাকে যেটাতে আপনার পছন্দের সব এডনস বা থিম বা সাইট প্রিফারেন্স থাকে তাহলে ফায়ারফক্স ইনস্টল থাকা অবস্থাতে যদি আপনি ওয়াটারফক্স ইনস্টল করেন তাহলে অটোমেটিক ফায়ারফক্সের সমস্ত সেটিংস ওয়াটারফক্সে চলে যাবে। তাছাড়া ফায়ারফক্স যে সমস্ত এডনস বা থিম বা প্লাগিন সাপোর্ট করে ওয়াটারফক্সও তাই করে। কিন্তু আমার মতে ওয়াটারফক্স আরো বেশি দ্রুতগতির এবং ব্যবহার বান্ধব। তবে বাকিটুকু নির্ভর করবে আপনাদের ব্যবহারের উপর। ওয়াটারফক্স ব্যবহার করতে চাইলে নিচের ডাউনলোড লিংক থেকে ওয়াটারফক্স লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিন।
ওয়াটারফক্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সাইবারফক্স ব্রাউজারটি ফায়ারফক্স কিংবা ওয়াটারফক্সের চেয়েও উন্নতমানের। এটা উইন্ডোজ পিসির ৩২ বিট কিংবা ৬৪বিট দুই ভার্সনেই চলে। সাথে লিনাক্স অপারেটিং সিস্টেমেও ভালো সাপোর্ট পাওয়া যায়। তবে সফটওয়্যারটি আপনার প্রসেসরের উপর ভিত্তি করে ডাউনলোড করতে হবে। কারন ইন্টেলের জন্য একটা ভার্সন আবার এএমডির জন্য অন্য ভার্সন। তাহলে ডাউনলোড করার সময় অবশ্যই ভেবে চিন্তে ডাউনলোড করবেন।
আর যদি ফিচারের দিক চিন্তা করি তাহলে সেই একই কথা। আপনার পিসিতে যদি আগে থেকেই ফায়ারফক্স ইনস্টল করা থাকে যেটাতে আপনার পছন্দের সব এডনস বা থিম বা সাইট প্রিফারেন্স থাকে তাহলে ফায়ারফক্স ইনস্টল থাকা অবস্থাতে যদি আপনি সাইবারফক্স ইনস্টল করেন তাহলে অটোমেটিক ফায়ারফক্সের সমস্ত সেটিংস সাইবারফক্সে চলে যাবে। তাছাড়া ফায়ারফক্স যে সমস্ত এডনস বা থিম বা প্লাগিন সাপোর্ট করে সাইবারফক্সও তাই করে। কিন্তু আমার মতে সাইবারফক্স সব চেয়ে বেশি দ্রুতগতির এবং ব্যবহার বান্ধব। তাছাড়া সাইবারফক্স ব্যবহার করলে কেউ আপনাকে ট্র্যাক করতে পারবে না। এরপর বাকিটুকু নির্ভর করবে আপনাদের ব্যবহারের উপর। সাইবারফক্স ব্যবহার করতে চাইলে নিচের ডাউনলোড লিংক থেকে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী সাইবারফক্স লেটেস্ট ভার্সনগুলো ডাউনলোড করে নিন।
আমরা টিউনটির একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। তবে ডাউনলোডের ব্যাপারে একটি কথা বলতে চাই, আপনারা যদি পিসি ছাড়া অন্যকোন কিছু দিয়ে ডাউনলোড করতে করতে গিয়ে সমস্যার মুখোমুখি হোন সেক্ষেত্রে টিউনার দায়ী থাকবেনা। তবে যাওয়ার আগে শেষ কথাটি রয়েছে এখনো বাকি..................
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
dhjonnobad, ei duita browser ki firefox alader e