-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
আমরা অনেকেই আমাদের প্রিয় কম্পিউটারে বই পড়তে পছন্দ করি। আমার নিজেরও কম্পিউটারে বই পড়তে অনেক ভালো লাগে। আমার সাম্প্রতিক টিউনগুলোতে মনে হয় এর প্রভাব পড়েছে কারন পিডিএফ রিডার এবং এডিটর নিয়ে কয়েকটি টিউন ইতিমধ্যে করে ফেলেছি, আজও করছি। একটা কথা আমাদের মানতেই হবে যতোই ইবুক পড়ি আসল বইয়ের মজা কিন্তু ইবুকে পাওয়া যায় না। বইয়ের পাতা উল্টিয়ে পড়ার মজায় আলাদা। বছর ২ আগে সম্ভবত টিউনার প্রবাসীর একটি টিউনে Page Flip Professional বা এই জাতীয় একটি সফটওয়ার পেয়েছিলাম যার সাহায্যে যেকোন পিডিএফকে 3D বইয়ে কনভার্ট করে পাতা উল্টিয়ে পড়া যেত। সফটওয়ারটি ভালো ছিলো কিন্তু ঝামেলাও অনেক ছিলো বলে বেশিদিন ব্যবহার করতে পারিনি। এরপর খুঁজে পেয়েছিলাম এমন একটা সফটওয়ার যার সাহায্যে কোন পিডিএফ ফাইলকে সরাসরি 3D মোডে পড়া যায় কনভার্ট না করেই। তো এটাই ব্যবহার করছিলাম দীর্ঘদিন থেকে। হঠাৎ মনে হলো টেকটিউনসে শেয়ার করলে কেমন হয়? তারপর ভাবলাম কেউ হয়তো এটা নিয়ে টিউন করে ফেলেছে কারন ভালো কিছু টেকটিউনসে সবার আগে আসে। কিন্তু সার্চ করার পর যা পেলাম তা নিচে দেখানো হলো।
এতোক্ষণে হয়তো আপনারা সফটওয়ারটি নাম জেনে গেছেন। অনেক কাজের কাজী এই সফটওয়্যারটি এক কথায় অসাধারন একটি সফটওয়্যার। আপনি যে এর সাহায্যে শুধু 3D মোডে বই পড়তে পারবেন এরকম ভাবার কোন কারন নেই। এর রয়েছে বহুমুখী কাজের ক্ষেত্র। আমি এখন সফটওয়্যারটি সম্পর্কে অতি সংক্ষেপে কিছু আলোচনা করবো।
সফটওয়্যারটি নাম নিয়ে কারো মনে প্রশ্ন জাগার কোন কারন দেখছিনা কিন্তু নামের শেষে OCR অংশটুকু নিয়ে অনেকের মনেই নিশ্চয় প্রশ্ন জেগেছে। আপনাদের সুবিধার জন্য বলে রাখছি সফটওয়্যারটি PDF এডিট করার জন্যও একটা অনন্য সফটওয়্যার। আর এর ফাইল এডিটিংয়ের স্পেশাল ফিচারের অন্যতম অংশ হলো OCR। OCR শব্দের পূর্ণরূপ হলো Optical Character Recognition। বুঝতে পারতেছি এখনো অনেকের কাছেই ব্যাপারটা ঝাপসা লাগতেছে। তবে এটাই একটু পরিষ্কার করে বলছি-
আপনি যখন একটি পিডিএফ ফাইল এডিট করতে যাবেন তখন সব সময় এরকম নাও হতে পারে যে আপনার ফাইলটি টেক্সট থেকে পিডিএফ করা হয়েছে। এমন অনেক পিডিএফ ফাইল বা ইবুক পাবেন যেগুলো ইমেজ থেকে তৈরী করা হয়েছে। সেক্ষেত্রে আপনার সব প্রচেষ্টা মাঠে মারা যাবে। কিন্তু আপনার এডিটরে যদি OCR ফিচার থাকে তাহলে এটা ইমেজ এর মাঝে টেক্সট গুলোকে চিনতে পারবে। এখন আপনি যদি চান তাহলে খুব সহজে ইমেজকে টেক্সট ফাইলে রূপান্তর করতে পারবেন অথবা ইমেজের টেক্সটগুলোক এডিট করতে পারবেন। এবার নিশ্চয় বুঝতে পেরেছেন?
SodaPDF + OCR তাদের প্রত্যেকটা টুলসের জন্য যে মূল্য নির্ধারন করেছে তা দেখলে যে কারো মাথা ঘুরবে। যদিও তাদের দোষ দিয়ে লাভ নেই, ভালো কিছু করতে গেলে খরচ একটু বেশি হবেই। তবে আমরা বাঙ্গালীদের কোন সমস্যা নেই, আমরা হলাম সাহসী জাতি। সফটওয়্যার দাম লক্ষ্য ডলার হলেও সেটা আমাদের বিচলিত করতে পারেনা। কারন একজন অন্ধের কাছে যেমন দিনরাত সমান তেমনি আমাদের কাছেও বেশি দামী আর কম দামী একই কথা। তবুও একটু নিচের চিত্রটি দেখে নিন যাতে মনে একটু শান্তি পান।
আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারন সফটওয়্যারটির লেটেস্ট ভার্সন আপনাদের দিতে পারছি না। লেটেস্ট ভার্সন না দেওয়ার পেছনে কারন হলো লেটেস্ট ভার্সন অনলাইনে ইনস্টল এবং একটিভ করতে হয়। একারনে অনেক খুঁজেও অফলাইন ইনস্টলার এবং একটিভ প্রয়োজনীয় জিনিস পেলাম না। তবে সুখবর হলো আমার দেওয়া ভার্সন এবং বর্তমান ভার্সনের মাঝে তেমন কোন স্পেশাল পার্থক্য নেই কারন আপডেট ভার্সন দেয়নি বলে যে একেবারে ব্যাকডেট ভার্সন দিয়েছি এরকম কিছু না। যাহোক, নিচে আমার দেওয়া মিডিয়াফায়ার লিংক হতে সফটওয়ারটি ডাউনলোড করে নিন। একটা অনুরোধ লিংক নিয়ে মিছামিছি মন্তব্য করবেন না (অনেকেই লিংক ঠিক থাকার পরেও বলে ডাউনলোড হয় না)। কারন আমার একটি ফাইল আপলোড করতে যতোটুকু সময় লাগে সে সময়ে এরকম ৫টা টিউন করা যাবে।
আপনি যদি সফলভাবে জিপ ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে এবার সেটা মাউসের রাইট বাটন ক্লিক করে Extract করুন। এখন Soda_PDF_5_Setup_5.0.133.9133.msi ফাইলটি রান করুন। সেটাপ শেষ হলে ভুলেও ওপেন করবেন না যেন। তারপর Soda_PDF_OCR_Plugin_Installer_1.0.25.9129.msi ফাইলটি সেটাপ দিন। আপনার ইনস্টলেশন শেষ। চলুন তাহলে এবার ফুল ভার্সনটা করে ফেলি-
ফুল ভার্সন করতে হলে আমার দেওয়া মেডিসিন ফোল্ডারটা ওপেন করুন। সেখানে Soda PDF 5.exe নামের একটি ফাইল দেখতে পাবেন। ফাইলটি কপি করুন এবং আপনার পিসি যদি 32 বিট হয় তাহলে “C:\Program Files\Soda PDF 5” এই লোকেশনে গিয়ে পেস্ট করুন, যদি ফাইল ওভার-রাইট করতে বলে তাহলে করুন। আর আপনার পিসি যদি হয় 64 বিটের তাহলে “C:\Program Files (x86)\Soda PDF 5” এই লোকেশনে গিয়ে পেস্ট করুন, যদি ফাইল ওভার-রাইট করতে বলে তাহলে করুন। আপনার কাজ শেষ, অধিক নিরাপত্তার জন্য ফাইলটিকে ফায়ারওয়াল দিয়ে ইন্টারনেট কানেকশন ব্লক করে রাখুন, আর ভুলেও ভুল করে আপডেট দিবেন না।
যদি সফলভাবে সফটওয়্যারটি আপনার পিসিতে ইনস্টল করে থাকেন তাহলে যেকোন একটি পিডিএফ ফাইল বা আপনার পছন্দের একটি ইবুক সফটওয়্যারটি দিয়ে ওপেন করুন। তাহলে দেখবেন সাধারন ফাইলের মতোই ওপেন হয়েছে। আপনি হয়তো হতাশ হয়ে গেলেন তাই না। হতাশ হওয়ার মতো কিছু নেই, নিচের চিত্রে চিহিৃত জায়গাতে একটু খেয়াল করুন। প্রথমে 3D Flipper অপশনে এবং পরে Fullscreen ফুলস্ক্রিন মোডে ক্লিক করুন।
এখন মাউস দিয়ে পাতা উল্টিয়ে উল্টিয়ে সত্যিকারের কাগজের বই এর মতো পড়তে থাকুন। টিউনটি এখানেই শেষ হওয়ার কথা ছিলো কিন্তু শেষ মূহুর্তে এসে মনে হলো টিউনের শিরোনামে মস্ত বড় একটা ভুল করে আসছি। টিউনের শিরোনামে বলেছি ১২৯ ডলার মূল্যে সফটওয়্যারের সাথে থাকছে আরো কিছু! এখন এই আরো কিছু নিয়ে ভাবতেই মনে হলো আপনাদের চাহিদার প্রেক্ষিতে কিছু একটা দেই। অনেকেই এরকম একটা সাধারন সফটওয়্যারটি চাইছিলেন কিন্তু আমি দিলাম একেবারেই প্রিমিয়াম।
এখন শিরোনাম দেখে হয়তো আপনারা ভাবছেন ভুল থেকেই যদি হয় দারুন কিছু তাহলে তো ভুলই ভালো! কিন্তু আমি বলবো কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। যাহোক, অনেকেই হয়তো ওয়াটারমার্ক দেওয়া পিডিএফ ফাইল পড়তে পছন্দ করেন না। কিন্তু ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন না বলেই হয়তো সব কিছু নীরবে সহ্য করতে হয়। এখন আর আপনাকে কিছু সহ্য করতে হবে না। এবার গর্জে উঠুন আপনিও, কারন এখন এক ক্লিকেই ১০০০+ ফাইলের ওয়াটার মার্ক মুছে ফেলতে পারবেন। যাহোক, ডাউনলোড প্রেমিকরা নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড শেষ হলে জিপ ফাইলটির মাউসের রাইট বাটন ক্লিক করে Extract বাটনে ক্লিক করুন। তারপর ফুল ভার্সন ইনস্টলেশনের জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন।
টিউনটির একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, টিউনে যেকোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমার সব সময়ের প্রত্যাশা। আর সব সময়ের জন্য কিছু কথা আমার কখনোই শেষ হয় না।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
বেশ ভালো হয়েছে। তবে একটা টাইটলে ভূল আছে মনে হচ্ছে। “যেভাবে 3 ডাইমেনশনাল মোডে বই পড়বেন” – এটা “যেভাবে 3ডি ডাইমেনশনাল মোডে বই পড়বেন” এভাবে হবে সম্ভবত। 😀