- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ -
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
যে জিনিসের কাজ যতো বেশি সে জিনিসকে সহজ কথায় প্রকাশ করা ততো কঠিন। কাউকে যদি প্রশ্ন করা হয় যে, সারা জীবনে কী কী কাজ করেছেন তা সংক্ষেপে বলুন। মজার ব্যাপার হলো, এই প্রশ্নের উত্তরে অধিকাংশ মানুষ কোন উত্তর দিতে পারবেনা। কারন কী কী বলবে সেগুলো বাছায় করার জন্যও তাকে যথেষ্ট সময় নিতে হবে। আজকের টিউনের ভুমিকাতেও আমার একই অবস্থা হয়েছে। জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এডোবি এর কোন প্রডাক্ট কেউ ব্যবহার করেনা এ কথা পাগলেও বিশ্বাস করতে পারবে না। এডোবি রিডার, এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো আমরা প্রায় সবাই ব্যবহার করি। কিছু কিছু না করলেও নামটা অন্তত সবাই জানি। কিন্তু আজ এই সফটওয়্যার কোম্পানি এডোবি এর সবগুলো প্রডাক্টের ডাউনলোড লিংক নিয়ে টিউন করতে এসে কোন প্রডাক্ট সম্পর্কে কিছুই মাথায় আসছেনা। যাহোক, আজাইরা প্যাচাল মাথায় যতো কম আসবে ততোই ভালো। চলুন টিউনের মুল কথায় আসা যাক। আজকের টিউনে আমরা এডোবি সিসি সহ এডোবি এর সবগুলো প্রোডাক্টের লেটেস্ট ভার্সন ডাউনলোড করবো এবং তারপর সেগুলোকে ফুল ভার্সন করবো। কিন্তু এডোবি এর প্রডাক্টগুলো অন্যান্য সফটওয়্যারের মতো একটি exe ফাইলে থাকেনা। প্রত্যেকটা প্রডাক্টের জন্য অনেকগুলো করে ফাইল থাকে। তাই আপডেট বের হলে সেটাকে আলাদা করে বের করা হয়। তো প্রথমে আমরা ২০১৪ সালে রিলিজ হওয়া মেইন ফাইল ডাউনলোড করবো এবং তারপর সেগুলোর আপডেট ডাউনলোড করবো।
এডোবি এর সবগুলো ভার্সনের ডাইরেক্ট ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। এখন আপনার কাজ শুধু পছন্দ মতো প্রোডাক্ট ডাউনলোড করা। ডাউনলোডের ক্ষেত্রে পর্যাপ্ত ডাটা ব্যাকআপ নিয়ে ডাউনলোড শুরু করুন। কারন এখানে ছোট আকারের কোন ফাইল নেই।
এডোবির এই সবগুলো প্রোডাক্ট ডাউনলোড করবো আমরা এডোবির নিজস্ব সাই্ট হতে। আর একারনে আপনার অবশ্যই একটি এডোবি ফ্রি-অ্যাকাউন্ট প্রয়োজন হবে। অ্যাডোবি অ্যাকাউন্ট ছাড়া আপনি যদি নিচের কোন লিংক ব্যবহার করেন সেক্ষেত্রে access denied অথবা অন্যান্য এরর মেসেজ দেখাবে। সুতরাং কোন প্রকার ঝামেলা ছাড়া সফটওয়্যারগুলো ডাউনলোড করতে নিচের নির্দেশনা অনুসরণ করুন।
মেইন ফাইলতো ডাউনলোড করে ফেলেছেন। এবার সর্বশেষ আপডেট ডাউনলোড করার পালা। নিচের ডাউনলোড লিংক গুলো থেকে প্রয়োজনীয় আপডেট ডাউনলোড করে নিতে পারবেন। আপডেট ডাউনলোড করতে কোন প্রকার এডোবি আইডির প্রয়োজন হবেনা। আপনি সরাসরি কোন প্রকার ঝামেলা ছাড়ায় আপডেটগুলো ডাউনলোড করতে পারবেন। তবে আপডেট ডাউনলোড না করলেও সব ধরনের ব্যবহারকারীর খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা নয়।
মেইন ফাইল এবং আপডেট ফাইলগুলো ডাউনলোড শেষ হয়ে থাকলে এবার ইনস্টল এবং ফুল ভার্সন করার পালা। নিচের নির্দেশনা মেনে প্রত্যেকটা প্রোডাক্ট ইনস্টল এবং ফুল ভার্সন করুন।
টিউনটি আপনাদের প্রয়োজনের কথা ভেবেই অনেক কষ্টে তৈরী করা হয়েছে। টেকটিউনসে প্রথমবারের মতো এরকম একটি মেগাটিউন করতে পেরে অনেক ভালো লাগছে। তবে আপনারা হয়তো কয়েক মিনিটেই টিউনটি পড়ে শেষ করে ফেললেন কিন্তু টিউনটি করতে আমার কয়েকদিন সময় লেগে গেছে। আপনাদের কাছে টিউনার কোন প্রতিদিন প্রত্যাশা করে না। তবে টিউনটি যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত জানিয়ে টিউমেন্ট করে টিউনারকে তার কাজের জন্য উৎসাহিত করতে পারেন। কারন আপনার একটা টিউমেন্ট টিউনারকে অনেকখানি উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাতে সক্ষম। আর টিউনটি যদি নির্বাচিত টিউন হওয়ার যোগ্যতা রাখে তাহলে অবশ্যই নির্বাচিত টিউন হিসাবে মনোনয়ন দিতে ভুলে যাবেন না। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি.
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
What a crazy tune, is it possible by a single tuner?
It’s really awesome and super mega tune. Thanks a lot ফাহাদ ভাই for your hard work as well as it’ll be a great support for all to adopt with design and fulfill all needs.
** Again Thanks. 🙂