ডাউনলোড জোন [৫ম পর্ব] :: ডাউনলোড করুন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার অটোডেস্ক অটোক্যাড ২০১৫

আসসালামুওয়ালাইকুম।

অনেকদিন পরে আবারো ডাউনলোড জোনের আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।

আজ আমি ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার অটোক্যাডের সর্বশেষ ভার্শন নিয়ে হাজির হলাম। আটোক্যাড হল একটি ইঞ্জিনিয়ারিং ড্রইং সফটওয়্যার। বিভিন্ন রিয়েলস্টেট প্রজেক্টে আটোক্যাড বহুল পরিমানে ব্যবহার করা হয়ে থাকে। আগে একটা সময় ছিল যখন কোন বাড়ি কিংবা প্রপার্টি ডিজাইনে হাতে কলমে ডিজাইন করা হয়ে থাকত। কাগজের উপরে প্লটিং করায় ছিল নানা রকমের অসুবিধা। ডিজাইনে কোন রকমের ভুল হলে ইরেজার দিয়ে ঘসতে ঘসতে কাগজের বারটা বেজে যেত। তাছারা কাগজে কলমে কাজ করলে লেয়ারের বিষয়েও বেশ বেগ পেতে হত। অনেক সময় ক্লায়েন্টকে শুধুমাত্র ডাইমেনশন দেওয়ার প্রয়োজন পরতে পারে অথবা কেবলমারত্র শেপ, সেক্ষেত্রে ডিজাইন করার সময় একটা কাগজে ডিজাইন অন্য কাগজে ডাইমেনশন এভাবে একটার উপর একটা লেয়ার করে কাজ করতে হত, যা ছিল অনেক ঝামেলার কাজ । কিন্তু এখন কম্পিউটারের যুগের পুরো ব্যবস্থাটাই বদলে গিয়েছে। এখন নানা রকমের সফটওয়্যারের মাধ্যমে এই কাজটি অনেক সহজেই করা যায়। সেইসব সফটওয়্যার এর মধ্যে অটোক্যাড একটি জনপ্রিয় সফটওয়্যার।

আমরা অনেকেই অটোক্যাড শিখতে চাই। অনেকে অটোক্যড শেখার জন্য অনেক কোর্স করে থাকেন। কিন্তু অনলাইনে অটোক্যাডের অনেক টিউটোরিয়াল পাওয়া যায়। এসব টিউটোরিয়াল দেখে আপনি সহজের বিনামুল্যে আটোক্যাড শিখতে পারবেন। বাসায় বসে মাঝে মাঝে প্রাকটিস করতে পারলে আস্তে আস্তে আটোক্যাডে আরো দক্ষ হয়ে ওঠা সম্ভব। এজন্য প্রথমে আপনার কাছে সফটওয়্যারটি থাকা প্রয়োজন। অনেকে আটোক্যাডের পুরোনো ভার্শন ইউস করেন। আপনি যদি সেই পুরোনো ভার্শনে কমতোর্ট ফিল করেন তাহলে সেইটাই ব্যবহার করুন । কিন্তু আমি মনে করি আমাদের আস্তে আস্তে নতুন ভার্শনের কাজ সম্পর্কে জানা উচিত । নতুন ভার্শনে আগের তুলনায় আরো অনেক বেশি ফিচার থাকে এবং এর সাহায্যে আপনি আপনার ড্রইং কে আরো পারফেক্টভাবে তুলে ধরতে পারবেন।

এজন্য আমি আজ আটোক্যাডের ২০১৫ ভার্শন নিয়ে হাজির হলাম।

অটোক্যাড ২০১৫ ডাউনলোড করুন এখান থেকে।

>>>>ডাউনলোড<<<<

আমার স্কাইপি আইডিঃ "skmirajbn"

Level 0

আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সফটওয়্যার না দিয়ে যদি আপনার তৈরী কিছু ভিডিও টিউটরিয়াল বা প্রজেক্ট করে দিতেন তাহলে আমার খুবই উপকার হত। আপনি যদি অটোক্যাডে এর পারর্দশী হয়ে থাকেন তাহলে প্রজেক্ট করে টিউটরিয়াল দিয়েন তাহলে tt তে আপনার প্রফেসনাল হয়ে ওঠতে বেশি দেরি লাগবে না।

Level 0

এটা ডাউনলোড জোনের চেইন টিউন। বলতে গেলে আমিও অটোক্যাড শিখতেছি। কারো লাগতে পারে সফটওয়্যারটা তাই দিলাম।

Crack অথবা keygen কি ISO এর ভিতরে দেয়া আছে?

Level 0

সব দেওয়া আছে!