IDM দিয়ে টরেন্ট ডাউনলোড করুন। প্রিমিয়াম একাউন্ট ও ফ্রি।

আসসালামুয়ালাইকুম।। এটা আমার প্রথম টিউন।

টরেন্ট ফাইল ডাউনলোড করার সময় অনেক সময় স্পিড ভাল পাউয়া যায় না।সিডার থাকেনা, নানা সমস্যা। তাই আজ এমন একটি সাইট এর কথা বলব যার মাধ্যমে আমরা ফুল স্পিডে টরেন্ট ডাউনলোড করতে পারব যত খুশি।অভ্র দিয়ে লিখেছি তাই বানান ভুল বা অন্যান্য ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

(পেছনের কথাঃঃ এই সাইট এর কথা সম্ভবত আগে একবার বলা হয়েছে।কিন্তু এখন ওই পোস্ট খুজে পাচ্ছি না। খুজে পেলে সব ক্রেডিট তার। আমার ক্রেডিট লাগবেনা, ওনি সাইটটাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন।কিন্তু এই পোস্ট  ভিন্ন উদ্দেশে করা।এই সাইট এর বিটা ভার্শন ছিল আগে, তখন প্রিমিয়াম ফিচার ফ্রি ছিল, কিন্তু এখন আর নাই, আর সবাই মিলে প্রিমিয়াম একাউন্ট কিভাবে পাব তার প্রচেস্টহা করা হয়েছে এই পোস্টে।)

link:   https://app.hive.im/join/c1be

এই লিঙ্ক এগিয়ে সাইন আপ করলে আমার ফ্রেন্ড হয়ে জাবেন আর আপ্নারা আমার ফ্রেন্ড হলে, মিউচুয়া ফ্রেন্ড দের রিকুয়েস্ট পাঠিয়ে ফ্রেন্ড বাড়াতে পারবেন। আমরা সবাই মিলে আমাদের প্রত্যেকের একাউন্ট প্রিমিয়াম করতে পারব।।এই সাইট এই একমাত্র প্রিমিয়াম একাউন্ট ফ্রি।এই লিঙ্ক এ সাইন আপ না করলে আমরা আমাদের ফ্রেন্ড হতে পারব না, এখানে রেফারেল এর ব্যাপার নেই,তাই অই লিঙ্ক এ আমার ফ্রেন্ড হলে বাকিদের মিউচুয়াল ফ্রেন্ড হিসাবে পাবেন এবং তাদের ও ফ্রেন্ড বানাতে পারবেন আমার প্রোফাইল এ গিয়ে।  তাছারা bytebx.com, zbgiz.com এ অনেক ঝামেলা যা এখানে নাই।।

sign up এর পর অবশ্যই e-mail ভেরিফাই করতে হবে।। 

ওদের নিয়ম অনুসারে ১০০ ফ্রেন্ড হলে আপনার একাউন্ট প্রিমিয়াম হয়ে যাবে।। তাই আমরা ১০০ জন যদি ১০০ জনের ফ্রেন্ড হই তাহলে আমাদের ১০০ জনের একাউন্ট ই ফ্রি প্রিমিয়াম হয়ে যাবে। মিউচুয়াল ফ্রেন্ড ছাড়া ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান যায় না। তাই পদ্ধতিটা হল আমরা যাকোন একজনের বন্ধু হব, তাহলে তার মিউচুয়াল ফ্রেন্ডদের রিকুয়েস্ট পাঠাব তাহলেই আমাদের সবার একাউন্ট প্রিমিউয়াম হয়ে যাবে। এবং ১০০ জিবি টরেন্ট ও ক্লাউড পাব আমরা।।এর সাহায্যে বড় ফাইল ও ডাওনলোড করা যায়,তাছারা ক্লাউড তো আছেই, তার পাশাপাশি uptobox.com এর স্পিড লিমিট এর ও ঝামেলা এড়ানো যাবে।।

এভাবে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে হয়।

প্রিমিয়াম ফিচারঃ

এখানে রেফারেল এর কোন ব্যাপার  নাই। সবাই সবার বন্ধু হয়ে সবাই প্রিমিয়াম একাউন্ট পাব এই উদ্দেশেই এই টিউন করা।। কন কিছু জানার থাকলে কমেন্ট করুন।।

আমার ফেসবুকঃ Aunkan Mashreky

সবার জন্য শুভ কামনা।।

Level 0

আমি aunkan2012। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অ্যাকাউন্ট খুলে ফ্রেন্ড রিকোয়েস্ট করা শুরু করে দিয়েছি!! 😀

    Level 0

    @শাহরিয়ার: হা হা হা।।

    @শাহরিয়ার: Bro, আমারটাও এড করেন https://app.hive.im/join/11c5e/

      এভাবে লিঙ্ক দিয়ে নুতুন ফ্রেন্ড এড করা যায়, যারা পুরাতন তাদের মিউচুয়াল ফ্রেন্ড হিসাবেই পাঠাতে হয়। আপনার নাম কি?? আপনি কি আমার লিঙ্ক দিয়ে সাইন আপ করেছিলেন?? তাহলে আমার (aunkan mashreky) আইডি তে অনেক ফ্রেন্ড পাবেন,তাদের অনায়াসে রিকুয়েস্ট পাঠিয়ে ফ্রেন্ড বারাতে পারবেন। আর কিছুর জানার থাকলে কমেন্ট করুন আমি উত্তর দিতে চেশঠা করব।।

https://app.hive.im/join/11c5e এই লিঙ্কটা আমার । আমি তো কাউকে রিকোয়েস্ট পাঠাইতে পারতেছি না

    আপনি আপনার মিউচুয়াল ফ্রেন্ড ছাড়া কাউকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবেন না। আপনি আপনার প্রোফাইল এর ডান পাশে আমার নাম aunkan mashreky চুঝে বের করে click করুন ।। আমার ফ্রেন্ড দের লিস্ট আসবে সেখান থেকে add to your hive e click করুন। তাহলেই হবে।।

      @Aunkan Mashreky: কিন্তু পরপর কয়েকটা রিকোয়েস্ট পাঠানোর পর আর পাঠাতে পারতেছি না । ওয়ার্নিং আসতেছে

        একবারে ২ টার বেশি পারবেন না।। ৩০ মিনিট পর পর সাইট এ নতুন করে ঢুকুন এবং ২ টি করে রিকুয়েস্ট পাঠান।। আমিও এভাবেই করছি।। এ ছাড়া উপায় নেই। অল্প কয়েকদিনের মধ্যেই অনেক ফ্রেন্ড পাবেন।।আর কিছুটা ধৈর্য ধরতে হবে বৈ কি।

          @Aunkan Mashreky: আপনি কিছু নাম সাজেস্ট করেন যাদের রিকোয়েস্ট পাঠানো যায় ।

            সবাইকেই পাঠান। সবাই ই accept করবে আশা করি।

Level 0

ami to singup korlam kintu email e verify link er message astesena plz help

    অনারা আপাতত সাইন আপ এর option off রেখেছে।। কারন ওরা এতো মানুষ এর ফাইল সামাল দিতে পারছে না। পরে সার্ভার এ সমস্যা দুর হলে আপনাকে মেইল পাঠান হবে।