আসসালামুওয়ালাইকুম।
অনেক দিন পরে আজ টিঊন করতে বসা। পড়াশুনার চাপের কারনে অনেক দিন টিউন করা হয় না। সময় থাকে না তাই চেইন টিউন গুলো করে পারি না। আজ হাতে সময় থাকায় টিউন করে বসলাম।
আজকের বিষয়টা অতি সাধারন। আমরা অনেকেই পিসি ইউজ করি কিন্তু অনেকেই আডিও ফাইলে ছবি অ্যাড করতে পারি না। সফটওয়্যার ছাড়াও প্লেয়ার থেকে ছবি যোগ করা যায় কিন্তু সেটা অনেকের কাছে ঝামেলা মনে হয়। তাই আমি দেখাব কিভাবে সফটওয়্যার থেকে সহজেই একসাথে অনেক গুলো আডিও ফাইলে ছবি অ্যাড করা যায়।
সফটওয়্যারটির নাম হল MP3Tag. । সফটওয়্যারটি সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
এই সফটওয়্যারটি দিচ্ছি কারন আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করে আসছি।
প্রথমে সফটওয়্যারটি সাধারন নিয়মে ইন্সটল করুন । তারপর এটি ওপেন করুন। এবার যে গানটায় ছবি অ্যাড করতে চান সেটা ড্রাগ করে সফটওয়্যারএর উপর এনে ছেরে দিন। যদি একসাথে অনেকগুলো গানে ছবি যোগ করতে চান তাহলে গানগুলো সিলেক্ট করে এনে সফটয়্যারের উপর ছেরে দিন।
আপনি ইচ্ছা করলে পুরো ডিরেক্টরি একসাথে সিলেক্ট করে একসাথেই কম্পিউটারের সকল গানের ছবি এবং অন্যান্য ট্যাগ অ্যাড রিমুভ করে নিজের ইচ্ছা মত লাগাতে পারেন।
গানগুলো import করে সব সিলেক্ট করে প্রথমে ট্যাগ রিমুভ করে পরে আপনার ইচ্চামত করে ট্যাগ অ্যাড করুন। ছবি যোগ করার জন্য অডিও গুলো সিলেক্ট করে উপরের দেখানো যায়গায় রাইট ক্লিক করে ছবি অ্যাড করুন। কাজ শেষ হলে সেভ বাটনে প্রেস করুন। ব্যাস কাজ শেষ । এবার দেখুন আপনার অডিও তে ছবি যোগ হয়ে গেছে।
যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন।
টিউনে কোন ভুল হলে ক্ষমা করবেন!
আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।
Thanks for Sharing