একটি ক্লীক করেই আপনার কম্পিউটারের চেহারা পাল্টে দিন।

আসসালামুআলাইকুম

আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই চাই যেন আমাদের কম্পিউটার এর চেহারা আর্কষনীয় হয়। তাই আমরা প্রায়ই কম্পিউটার এর চেহারা আর্কষনীয় করার জন্য বিভিন্ন সফটওয়্যার সেট আপ দেই। কিন্তু তাতে আমাদের কম্পিউটার কিছুটা হলেও ভারি অথবা ধীর গতি সম্পন্ন হয়ে যায়। ফলে বাধ্য হয়ে সফটওয়্যার গুলো আনইস্টল করে দিতে হয়। এই সমস্যা প্রায়ই দেখা দেয় যারা মুলত কম গতি সম্পন্ন কম্পিউটার ব্যবহার করে থাকেন। এখন প্রশ্ন হলো যারা কম গতি সম্পন্ন কম্পিউটার ব্যবহার করেন তারা কী কম্পিউটার এর বিভিন্ন আকর্ষনীয় থিম থেকে বঞ্চিত হবেন?
না এখন আমি আপনাদের একটি খিম উপহার দিব যেটি দিয়ে আপনি আপনার কম্পিউটার এর চেহারা পাল্টিয়ে দিতে পারবেন। আসুন থিমটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।

নাম: জুনি ব্ল্যাক থিম।
ভারসন: ১।
সাইজ: ২২৬ কিলোবাইট।
বৈশিষ্ট্য: কম গতি সম্পন্ন কম্পিউটার ব্যবহার কারী ইউসারও এই থীমটি ব্যবহার করতে পারবেন।
সুবিধা: একটি ক্লীক করলেই পাল্টে যাবে কম্পিউটার এর চেহারা।
এবার আসুন দেখি থীমটি দেখতে কেমন:

যেখান খেকে ডাউনলোড করবেন:
জেডশেয়ার থেকে ডাউনলোড:

যেভাবে ইনস্টল করতে হবে:

  • প্রথমে ডাউনলোড করুন।

  • ফাইলটি আনজিপ করুন।

  • এবার Zune Black Theme.exe সফটওয়্যারটি ওপেন করুন।

  • সফটওয়্যারটিতে ইনইস্টল বাটনে ক্লীক করুন।

  • সিরিয়াল কী হিসেবে টাইপ করুন 6322-9948।

  • ইনইস্টল হলে সফটওয়্যারটি অটোমেটিক ওপেন হবে।

  • এবার এপলাই বাটনে ক্লীক করে ওকে বাটনে ক্লীক করুন।

ব্যাস আপনার কাজ শেষ। দেখুন আপনার কম্পিউটারের চেহারাই পাল্টে গেছে। যদি এই টিউনটি কারো উপকারে আসে বা কারো ভালো লাগে বা যদি কোন মন্তব্য থাকে তাহলে কমেন্টস করতে ভুলবেন না যেন। আর একটি কথা দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন এবং দেশের কল্যাণ কমনা করুন। সবাইকে ধন্যবাদ।

এখানে প্রথম প্রকাশিত হয়েছে

Level 0

আমি আব্দুর রহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুঁদে কম্পিউটার বিজ্ঞানী হতে মন চাইলেও মনের দিক থেকে আমি কিন্তু সাদা মনের মানুষ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খারান একটু পরে ডাওনলোড করতাছি

Level 0

dawnload-e to hoi na….. valo akta download link den na

    ব্যাড বয় !! হা হা

    কী বলছেন ভাই। ডাউনলোড হয়না! 🙁 কিন্তু আমি আপনার কমেন্টস পড়ে এখুনি ডাউনলোড করলাম। ডাউনলোড হলো।:D ভাই দয়া করে আবার ডাউনলোড করুন। ধন্যবাদ!

    কী বলছেন ভাই। ডাউনলোড হয়না! 🙁 কিন্তু আমি আপনার কমেন্টস পড়ে এখুনি ডাউনলোড করলাম। ডাউনলোড হলো। 😀 ভাই দয়া করে আবার ডাউনলোড করুন। ধন্যবাদ!

    Level 0

    vai kindly amak mail koren jodi paren.. ami download korte partasi na.. ([email protected])

    ঠিক আছে ভাই।

    সালমান ভাই আপনার মেইল এড্রেস [email protected] এ আমি ফাইলটি এটাচ হিসেবে পাঠিয়ে দিছি। দয়া করে মেইল চেক করুন।

ভাল জিনিস।

———————————————
আমার ব্লগ- আপনি আমন্ত্রিত

    বাবর ভাই ধন্যবাদ। ওয়েব সাইট এ টিউন কম আছে কিন্তু একটি টিউন আমার কাজে লেগেছে। 😀

সুন্দর থিম।
ধন্যবাদ।

ভালই হয়েছে । ধন্যবাদ

Level 0

ভাল হয়েছে, ধন্যবাদ আপনাকে।

ভাল লাগল আপনােক ধন্যবাদ

ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ,এত দিন পর আবার টেকটিউন আমাদের মাঝে ফিরে আসার জন্য……………

Level 0

ভাইজান অনেক ভালা কাম করেলন।
সবারই রমজান মাসে এমন ভালা ভালা কম করন উচিত।

thanx big bro.

Level 0

nice dude