আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইঞ্জিনিয়ারিং পড়েন না কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাল বঝেন, আসলে তা সম্ভব হইছে শুধু প্র্যাকটিস এর মাধ্যমে। সি এস ই তে না পড়েও অনেক ভাল প্রোগ্রামার হওয়া যায় যদি আপনার অই বিষয় এর প্রতি একাগ্রতা আর নিষ্ঠা থাকে।
যাই হোক অনেক বক বক করে ফেললাম। এখন আসি কাজের কথায়।
আজকে আমি আপনাদের সাথে জাভা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ এর একটি বই শেয়ার করতে যাচ্ছি। বইটির নাম এবং লেখকঃ
Java 2: The Complete Reference
by Herbert Schildt
জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উপর লেখা একটি ভাল বই, যাদের প্রগ্রামিং বিষয়ে আগ্রহ আছে, তারা এই বইটি সংগ্রহে রাখতে পারেন। আসলে সি প্রোগ্রামিং এর পর জাভা ল্যাঙ্গুয়েজ জানা খুব গুরুত্বপুর্ণ বলে অনেক প্রোগ্রামিং এক্সপার্টরা এইটিকে সাজেস্ট করে থাকেন।
তাহলে ডাউনলোড করে রাখুন এই বইটিঃ
সাইজ ঃ ১২ মেবি
মিডিয়া ফায়ার লিংকঃ Click here
এই টিউনটি সর্বপ্রথম এইখানে প্রকাশিত।
পোস্টটি ভাল লাগলে এইখান থেকে ঘুরে আস্তে পারেন
আমি আলোর নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইংরাজি শেয়ার না করলেও চোলতো, বাংলা আছে ?