ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) এর বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস যা হয়তো আপনি জানেন না (Part-01)

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার হচ্ছে বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় এবং সবচেয়ে বেশী ব্যবহৃত ডাউনলোড সফটওয়্যার। কম্পিউটার ব্যবহার করে অথচ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের নাম জানে না এমন লোকের সংখ্যা নগন্য। যাই হোক আজকে আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের গুরুত্বপূর্ণ কিছু টিপস দেখাব।

১. ফাইলের এক্সটেনশন যুক্ত করাঃ

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার(IDM) এ আমাদের দরকারী অনেক ফাইলের একটেনশন (যেমনঃ MP3, MP4, AVI,, MKV, DOCX, APK, IPA ইত্যাদি) রয়েছ যার সাথে মিল খুঁজে পেলেই আইডিএম অটোমেটিক ডাউনলোড শুরু করে। কিন্তু অনেক সময় দেখা যায় ঐ ফাইলটি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার(IDM) দ্বারা ডাউনলোড না হয়ে ব্রাউজার দ্বারা ডাউনলোড হয় যা অনেক বিরক্তিকর। এই সমস্যা দূর করতে IDM এর উইন্ডোটি ওপেন করুন। সেখান থেকে Downloads মেনু হতে Options এ click ক্লিক করে File Types এ যান। এবার যে ধরনের এক্সটেনশন অটোমেটিক ডাউনলোড করতে চান সেটা File Type এ যুক্ত করে দিয়ে OK করে দিন।
IDM feature

২. যেকোন সাইটকে পুরাপুরি ডাউনলোড করে নিনঃ

কোন ওয়েবসাইটকে অফলাইনে ব্যবহার করার জন্য IDM এর রয়েছে চমৎকার একটি ফিচার Grabbar। IDM এর নেভিগেশন বার থেকে Grabbar এ ক্লিক করেন। সেখানে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের লিংকটা দিয়ে next দিয়ে কন্ডিশন অনুযায়ী কাজ করেন। কিছুক্ষণ পর আপনার কাঙ্ক্ষিত সাইট ডাউনলোড হয়ে যাবে যা পরবর্তীতে ইন্টারনেট ছাড়াও ব্যবহার করতে পারবেন।
IDM Grabber

৩. স্পেশাল কী ব্যবহার করে ফোর্স ডাউনলোডঃ

অনেক বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট থেকে একের অধিক ফাইল ডাউনলোড হয় না। লিংকে ক্লিক করলে "Internet Download Manager Cant download this file" এমন পপআপ দেখায়। এক্ষেত্রে স্পেশাল কী(ctrl বা shift বা alt) চেপে ধরে ডাউনলোড লিংকে ক্লিক করলে সহজেই ডাউনলোড হবে।

যদি কখনো এমন কোন ডাউনলোড লিংক পান যেখানে লিংকে ক্লিক করেও কাজ হয় না তখন এই পদ্ধতি কাজে লাগাবেন। তবে এমন ফাইল শেয়ারিং সাইট খুব কম দেখা যায়। (আমি সমস্যায় পরেছিলাম। তাই লিখলাম...)
IDM force Download

৪. শিডিউল ডাউনলোডের সুবিধাঃ

IDM এ রয়েছে আপনার পছন্দের সময়মত ডাউনলোড শুরু করা এবং শেষ করার সুবিধা। এ জন্য এখান থেকে ধাপে ধাপে অনুসরণ করেন।
i. প্রথমে schedular নেভিগেশন বারে ক্লিক করুন।
ii. এর পর Scedule সাব মেনুতে যান।
iii. এখান থকে আপনার পছন্দ অনুযায়ী ডাউনলোডের অপশন নির্বাচন করুন। তবে এখান থেকে যে কোন একটা অপশন নির্বাচন করা ভাল।
iv. ডাউনলোড হয়ে গেলে কি পিসি স্টিল থাকবে না বন্ধ হয়ে যাবে তা আপনার ইচ্ছামত নির্বাচন করতে পারেন।
v. পরবর্তনগুলো apply করেন।
vi. এই মুহূর্তে চালু করতে চাইলে start now বাটনে ক্লিক করুন।
Schedular download

৫. নিজের মতো করে ডাউলোড করার সুবিধাঃ

আপনি চাইলে অনেকগুলো ফাইল একসাথে ডাউনলোড না করে একটার পর একটা ডাউনলোড করতে পারেন। সে জন্য আপনাকে schedular নেভিগেশন বারে ক্লিক করতে হবে। সেখান থেকে Files in queue ট্যাবে ক্লিক করেন। এবার যে কয়টা ফাইল একসাথে নামাতে সে নাম্বার দেন। IDM এর ডিফল্ট ৪ টি ফাইল একসাথে ডাউনলোড করা যায়। কিন্তু একসাথে ৪ টি ফাইল ডাউনলোড করলে ডাউনলোড হতে অনেক সময় লাগবে। কারণ, সব ফাইল সমানভাবে স্পীড টানলে টোটাল স্পীড কমে যায়। আর তাই বুদ্ধিমানের কাজ হল একটা একটা করে ডাউনলোড করা।

IDM Queue

যারা ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার(IDM) এর রেজিস্ট্রেশন নিয়ে ঝামেলায় আছেন, তারা আমার নিচের পূর্বে প্রকাশিত একটি পোস্ট দেখতে পারেন।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) আজীবন মেয়াদী করে নিন এবং সবসময় আপডেট রাখার ট্রিকস

আজ এই পর্যন্ত। দ্বিতীয় পর্বে আরো নতুন কিছু টিপস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন।
সবাইকে ধন্যবাদ।

সৌজন্যেঃ ফ্রিলান্সিং ক্যারিয়ার হেল্পলাইন  গ্রুপ

ফ্রিলান্সিং ক্যারিয়ার সম্পর্কে পরিপূর্ণ গাইডলাইন পেতে যুক্ত হতে পারেন "ফ্রিলান্সিং ক্যারিয়ার হেল্পলাইন" গ্রুপে ।

Level 0

আমি Mahabub Rajj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello World! I am here for learnig..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Very nice post❤❤❤❤

    @Yasin ali: আপনাদের ভাল লাগাই একজন লেখকের সার্থকতা… 🙂

ভাই, অনেক ধন্যবাদ।

    @ফ্রীওয়্যার সিজান: আপনাকে জানাচ্ছি স্বাগতম 🙂

Special Key এর ব্যপারটা ঠিক বুঝলাম না।

    @Mosharaf Tanvir: যদি কখনো এমন কোন ডাউনলোড লিংক পান যেখানে লিংকে ক্লিক করেও কাজ হয় না তখন এই পদ্ধতি কাজে লাগাবেন। তবে এমন ফাইল শেয়ারিং সাইট খুব কম দেখা যায়। (আমি সমস্যায় পরেছিলাম। তাই লিখলাম…)

ভালো লিখেছেন

    @alihasan045: যতটুকু জানি শেয়ার করার চেষ্টা করেছি। ভাল না খারাপ তা বলতে পারব না। মতামতের জন্য ধন্যবাদ

Onek kajer post. Thanks vi

+ + + +

ভাল লাগলো, অনেক গুলাই জানতাম না।

    @নাফিউল ইসলাম: আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা 🙂

৩ নম্বরটা বুজলামনা, যেসব সাইট থেকে অধিক ফাইল ডাউনলোড হয় না তার কয়েকটা নাম বলুন। সেসব সােইট থেকে কীভাবে ডাউনলোড করবো …? এই বিষয়টা ক্লীয়ার করে বলুন।

    @মাহমুদ কলি।: যদি কখনো এমন কোন ডাউনলোড লিংক পান যেখানে লিংকে ক্লিক করেও কাজ হয় না তখন এই পদ্ধতি কাজে লাগাবেন। তবে এমন ফাইল শেয়ারিং সাইট খুব কম দেখা যায়। (আমি সমস্যায় পরেছিলাম। তাই লিখলাম…)

Level 2

ধন্যবাদ ভাই । Post – টা অনেক উপকারে লাগছে ……

    @Rezwan.MMR: স্বাগতম ভাই 🙂

চমৎকার লিখেছেন। ভালো লাগলো।

    @সানিম মাহবীর ফাহাদ: ধন্যবাদ ভাই 🙂

valo laglo

যারা IDM নতুন ব্যবহার করে বা এখনো করে না তাদের কাজে লাগবে।

    @Shihab Khan: আপনি কি মনে করেন পুরাতন সবাই এই টিপসগুলো জানে?

Level 0

vaia, jokhon browse korbo tokhon idm download speed besi niye ney fole browse krte gele tar page load hte cai nah, eta ki solution?

    @limon777: লিমিট দিয়ে ডাউলোড দেন। ধরুন আপনার ১ এমবিপিএস এর লাইন। তাহলে রেগুলার ডাউলোড স্পীড পাবেন ১২৮ কেবিপিএস( মূল স্পীডের ৮ ভাগের একভাগ)। আপনি যদি ডাউলোড স্পীড ৬০/৭০/৮০ কেবিপিএস লিমিট করে দেন তাহলে ব্রাউজিং করতে কোন সমস্যা হবে না।
    আশা করি বুঝতে পেরেছেন।

nice..nice..nice..nice..nice..nice..nice..nice..nice..nice..nice..nice..nice..nice..nice..nice..nice..nice..nice..nice..

    @হারুন অর রশিদ: আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা। দ্বিতীয় অংশের জন্য অপেক্ষা করুন। আরো কিছু নতুন টিপস নিয়ে আসছি। (আসলে ব্যস্ততার কারনে সময় করতে পারি না)
    ধন্যবাদ হারুন অর রশিদ ভাই।

ধন্যবাদ চমৎকার টিউনের জন্য।

    @আজিজুর রহমান দুলাল: আপনাকে জাচ্ছি স্বাগত 🙂

যদিও জানতাম, তারপরেও ধন্যবাদ সবাইকে জানিয়ে দেওয়ার জন্য।।।

জানা ছিল তবুও থ্যাংকস ।

ধন্যবাদ। সুন্দর হয়েছে।

    @ভগীরথ দাস (পশ্চিমবঙ্গ, ভারত): আপনাকে স্বাগতম। আপনার কমেন্ট পরে খুব ভাল লাগল। পশ্চিমবঙ্গের হয়েও পূর্ববঙ্গের মানুষের সাথে মিশে আছেন। একটা পিউর বাঙ্গালীর জন্য আসলে সীমানা কোন বাধা নয়।
    আপনার সাথে যোগাযোগ করতে পারলে ভাল লাগত…
    ফেসবুকে আমিঃ https://www.facebook.com/mahabubrajj

ভাই আমি yoytube download করতে পারছিনা সাহায্য করুন ।

    @রফিক সরকার: মজিলার জন্য Addons টা enable করে দিন। একই ভাবে chrome এ গিয়ে chrome://extensions/ লিখে এন্টার দিয়ে IDM এর এডঅনসটা একটিভ করে দিন।

অসাধারন টিউন, ধন্যবাদ

    @সেলিম মাহমুদ: আপনাদের মত পাঠকদের কারনে একজন লেখক তার লেখায় সার্থকতা খুজে পায়।
    স্বাগতম ভাই সেলিম মাহমুদ……… 🙂