সকলকে স্বাগত জানিয়ে টিটিতে আমার দ্বিতীয় টিউন শুরু করছি । টিটি মুভি নিয়ে টিউন করার জায়গা নয় - এটা সকলেই জানি কিন্তু আজ আমি একটি মুভি নিয়ে টিউন করছি যার নাম - "নিড ফর স্পীড "। এর কারন হল , "নিড ফর স্পীড" একটি জনপ্রিয় গেমিং সিরিজ । এই গেম টি নকিয়া সিরিজ ৪০ জাভা সাপোর্টটেড মোবাইল থেকে শুরু করে পিসি সকল ডিভাইস এর জন্যই সমানভাবে উপলভ্য । "নিড ফর স্পীড" গেমের নাম শোনেনি বা খেলেনি এমন কাউকে টিটি কেন যেকোনো জায়গাতেই খুঁজে পাওয়া কষ্টকর । তাছারাও কম সাইজ এ হাই কোয়ালিটি মুভি খুঁজে পাওয়া যায় না , সঙ্গে বাংলা সাবটাইটেল । তাই আশা করি কোন নেতিবাচক মতামত করবেন না । মুভিটা আমার খুব ভাল লেগেছে , আশা করি সকলের লাগবে । ভাল লাগলে কমেন্ট করবেন ।
স্টোরি - Tobey Marshall, একজন রেসার এবং মেকানিক ,তার বন্ধু পিট কে তারই এক চিরপ্রতিদ্বন্দ্বী খুন করে(রেসিং এর সময়) এবং তার উপর দোষ চাপিয়ে তাকে জেলে পাঠায় । সে জেল খেটে বেরনোর পর প্রতিশোধ নেবার কথা ভাবে । কিভাবে প্রতিশোধ নেবে বা সফল হবে কিনা জানতে অবশ্যই দেখতে হবে , পুরোটা জেনে গেলে দেখতে ভাল লাগবে না । তাছাড়া আপনাদের সুবিধার জন্য বাংলা তো আছেই । এককথায় "This is a story about love, redemption, revenge and motor oil all swirled together, but above all; It’s a story about fast, fast cars."
স্ক্রীনশট -
গান , সফটওয়্যার , মুভি , গেম , ই-বুক , ট্রিক্স , নিউজ , ফান সব কিছু এক জায়গায় পেতে হলে গুরে আসুন আমার ব্লগ অল-ইন-ওয়ান থেকে ।
আমি নীলোৎপল বেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুভিটা শুনলাম ভালই… ডাউনলোড দিলাম 🙂