আসসালামুয়ালাইকুম। টেকটিউনস এ এটি আমার প্রথম টিউন। কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক। আমরা অনেকেই ইংলিশ, তামিল, হিন্দি মুভি দেখি। ইংলিশ মুভির ভাষা বুঝতে পারলেও মুভিতে অনেক দ্রুত কথা বলার কারনে আমরা অনেক কথাই বুঝতে পারিনা। আর তামিল ভাষা তো আমরা বুঝিই না। হিন্দিও অনেকে বুঝেন না। যারা নিয়মিত মুভি দেখেন কিন্তু সাবটাইটেল ছাড়া বুঝতে কষ্ট হয় তাদের জন্য একটা সাবটাইটেল ডাউনলোড করার সাইট নিয়ে এলাম। ওয়েব সাইট এ গিয়ে সার্চ অপশন এ আপনার যে মুভির সাবটাইটেল লাগবে সে মুভির নাম দিয়ে সার্চ করুন। ব্যাস এরপর যে ভাষার সাবটাইটেল লাগবে ওখানে ক্লিক করুন। তারপর শুধু ডাউনলোড করে মুভি দেখুন। বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন। Subtitle ডাউনলোড করার ওয়েবসাইট এর লিংকঃ- http://subscene.com/subtitles
ফেসবুক এ আমি https://www.facebook.com/FAShopnil
আমি FA Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 444 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি FA Shopnil। মানে ফেরদৌস আলম ষপ্নিল।তিতুমির কলেজ এ ১বম বর্ষের ছাত্র। কম্পিউটার নিয়ে পরে থাকি সারাদিন কিন্তু পারি না কিচ্ছু। Techtunes থেকে অনেক কিছু শিখেছি।আমার অনেক ইচ্ছা কম্পিউটার expert হয়ে ওঠার।
hummm.. thanks