আপনি কি টাইপইং এ দুর্বল…? তাহলে এ টিউন টি আপনার জন্য।

আসসালামুয়ালাইকুম। আবারও হাজির হলাম আপনাদের সামনে। কম্পিউটার এ কম বেশি আমরা সবাই টাইপ করি।কেউ টাইপইং এ ভাল দক্ষতা অর্জন করেছেন আবার কেউ করেননি, কেউ হয়ত একদম চালু আবার কেউ টাইপইং সকালে শুরু করলে শেষ হয় বিকেলে ( মজা করলাম)। যাক আসল কথায় আসি আজ আমি আপনাদের একটি সফটওয়্যার দেবো যা ব্যাবহার করে আপনার টাইপইং স্পীড ১% হলেও বাড়বে। যদিও এটার সাথে অনেকে পরিচিত। এতে রয়েছে টাইপ টেস্ট করার পাশাপাশি কয়েক রকমের টাইপইং এর উপর গেম। যা আপনি মাত্র ১ সপ্তাহ ট্রাই করে আপনার টাইপইং  স্পীড এর অভাবনীয় পরিবর্তন আনতে পারেন। সফটওয়্যারটার  নাম হছে TypeingMasterPro (Full)

ডাউনলোড করুন এখান থেকে।

ফেসবুক এ আমি।

আমার সাইট ভাল লাগলে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি পাপ্পু ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank you…………………..

ধন্যবাদ শেয়ার করবার জন্য ।

অনেক অনেক ধন্যবাদ ভাই। আসলে অনেক দিন আগে এক বড় ভাই এই সফট টা দিয়েছিল, বাট ওটা ট্রায়াল ভার্সন ছিল তাই সান্তি মত কাজ করতে পারতাম নাহ। কিন্ত এটা প্রো ভার্সন তাও আবার ফ্রি। ওহ্ আমার খুশি দেখে কে???????!!!!!! :p