কয়েকদিন আগে ডিজিটাল ক্যামেরার কেরামতি দেখানো স্ন্যাপটার নিয়ে একটি টিউন করেছিলাম। যাদের ডিজিটাল ক্যামেরা আছে তারা তো খুশিতে আটে আটে ষোলখানা হয়ে গেছে। কিন্তু যাদের আবার যাদের স্ক্যানার এবং প্রিন্টার আছে তারা মোটামুটি আফসোস ই করেছেন। যাই হোক, আজ তাদের জন্যেও একটা এক্সক্লুসিভ টুলের খবর বলব।
ফটোকপিয়ার এমনই একটি টুল যার মাধ্যমে দুটি ভিন্ন মেশিনের কম্বিনেশানে আরেকটির ফায়দা নেয়া যাবে। অর্থাৎ যাদের স্ক্যানার এবং প্রিন্টার আছে তারা স্ক্যান করার সময়ই ফটোকপি মেশিনের মত ইন্সট্যান্ট প্রিন্ট পাবেন। এবার কাজের ধাপগুলো একটু দেখে নেয়া যাক -
টুলটি ব্যবহার করা অনেক সহজ। আহামরি কোন কিছুই নাই। যেমনটি দেখতে পাচ্ছেন, এর জিআইইউ অনেকটা মিডিয়া প্লেয়ারগুলোর মতই।
তো শুরু করুন কম্পু ফটোকপিং......
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
টিনটিন ভাই আমি যদি ফটোকপি মেশিন পিন্টার হিসাবে ব্যবহার কির তবে এর দরকার আছে কি
ফটোকপি মেশিন থেকে এটা দিয়ে স্কান করা য়ায় না যানালে খুশি হব ।
বেশীর ভাগ স্ক্যানার এর ডাইরেক্ট প্রিন্ট এর একটি বাটন থাকে যেটি এই ফটোকপির কাজে ব্যাবহার করা যায় এতে অন্য কোন Software install এর ঝামেলা নাই ।আর যাদের এই বাটন নাই তাদের হয়তো কাজে লাগতে পারে ।
টিনটিন ভাই আমার ডিজিটাল ক্যামেরা,স্ক্যানার,প্রিন্টার,কিছুই নেই……..