ইচ্ছা মতো আপনার ছবির বেকগ্রাউন্ড পরিবর্তন করুন আর দেখুন কত মজা!!!

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমাকে যে দুই-তিনজন সফটওয়্যার নিয়ে টিউন করার জন্য অনুরোধ করেছেন তার মধ্যে ঘুমন্ত জাহাঙ্গীর ভাই একজন। আমার পছন্দের মন্তব্যকারীদের মধ্যে জাহাঙ্গীর ভাই একজন। উনার অনুরোধ ছিল বেকগ্রাউন্ড পরিবর্তন করার কোন সফটওয়্যার থাকলে তা নিয়ে যেন টিউন করি। খুজতে খুজতে পেয়ে গেলাম। আর তাই এ টিউনটি উৎসর্গ করলাম ঘুমন্ত জাহাঙ্গীর ভাইকে।

Picture Cutout Guide নামের এই ছোট সফটওয়্যারটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ছবির বেকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এমনকি এক জায়গার ছবি কেটে নিয়ে অন্য স্থানে জোড়া লাগাতে পারবেন। নিচের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন।

আগে

পরে

জোড়া লাগানোর পর

আগে

পরে

লেবু এখন গাছে আছে

কিন্তু ঐ লেবু এখন টেবিলে

আর এ সব কিছুই সম্ভব করেছে এই সফটওয়্যারটি।
সব চেয়ে ভাল খবর হলো ব্যবহার করা খুব সহজ। সাথে ভিডিও টিউটোরিয়াল আছে।

ডাউনলোড লিঙ্কঃ

Picture Cutout Guide 1.1
এটি মাত্র 2MB। সাথে প্যাচ ফাইল আছে। ইন্সটল করার পর প্যাচ ফাইল ওপেন করে সফটওয়্যারটির EXE ফাইলটি দেখিয়ে দিন। ব্যস প্যাচ কম্পলিট। এখন যেকোন সিরিয়াল কী দিয়ে ফুল ভার্শন করে নিন।

আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ, সুন্দর একটা টিউন উপহার দেয়ার জন্য

Valo laglo apner software ti…………………….R ota ki apner bandobi………………………….

চমৎকার !!!!
ধন্যবাদ আপনাকে :-bd

Level 0

ধন্যবাদ হাসান যোবায়ের ভাই আপনাকে,, আর দুই দিন আগে দিতে পারলেন না! আপনার জরিমানা হইছে.. কত কষ্ট কইরা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম..
আর একটা কথা আপনার “আগে” “পরে” এই লেখা দেইখা আমার সালসা কোম্পানির কথা মনে হইতাছে,,
ওষুধ সেবনের আগে——- ঔষধ সেবনের পরে……. হাহাহাহাহাহাহাহাহাহাহাহা

Level 0

F

ডাউনলোড করে দেখলাম। দারুন কাজ করে। স্যাম্পল গুলোর চেয়েও ভাল।

আপনার টিউনগুলো বরাবরই instant কাজ করার মত এমন সফটওয়্যার নিয়ে করেন । বেশ ভাল লাগে । শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

ভাই আপনাকে অনেক ধইন্যা। এটাই খুজছিলাম।

Brother,What is the any serial key?

বেশির ভাগ সময় তো ফেসবুকেই দেখি, সফটওয়্যারটা খুঁজলেন কোন সময়, আর টিউন লেখলেনই কখন, ভেবে পাই না………… আর গতকালতো টেকটিউন্সেই নাকি ঢুকতে পারছিলেন না !

হাসান যাকে উতসর্গ করলে তার খবর নাই কেন? উনি কি এখনো ঘুমায় আচেন নাকি? ঘুমন্ত জাহাঙ্গীর ভাই ঘুমটা ভাঙ্গান। 🙂

    উনার ঘুম ভাঙ্গে রাত্রি বেলা। তাই উনাকে রাতের বেলাই দেখা যায়।

    হাহাহাহা 🙂

    হাসান যোবায়ের (আল-ফাতাহ্) says:
    ৩ অগাষ্ট, ২০১০ at 4:02 অপরাহ্ন
    উনার ঘুম ভাঙ্গে রাত্রি বেলা। তাই উনাকে রাতের বেলাই দেখা যায়।

    কথা সত্য !!!!

    শাওন ভাই

    এতা ঘুমাইলে কি চলবে। 🙂

সুন্দর টিউন করেছেন হাসান ভাই।

Level 0

ধন্যবাদ হাসান অনেক কাজের সফট দিলেন , তা আপনি কোথায় পড়েন ।

হাসান ভাই জোস ! দারুন কাজ দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ এই টিউনের জন্য………।

Level 0

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই, ডাউলোড দিলাম ,চেস্ঠা করে দিখি কাজ হয় কিনা ..ধন্যবাদ,,,,,,,,,,।

হাসান যোবায়ের (আল-ফাতাহ্ আপনার টিউন গুলি খুবেই প্রশংসার দাবিদার।

এই ধরনের সফট এর জন্য তুমি নাম্বার ওয়ান আমি আগেই বলেছি,ভালো টিউন আর শেয়ার করার জন্য ধন্যবাদ.

Level 0

এই টিউনটাও বরাবরের মাত হয়েছে, ধন্যবাদ আপনাকে।

কে জানি আপনাকে ফটোশপ স্পেশালিস্ট নামটা দিছিলো……………..পারফেক্ট নামই দিছে

হাসান ভাই প্রথমে দু:খিত এত দেরীতে আপনার টিউনে কমেন্ট করছি বলে………..আসলে আমি কেবল রাতের বেলায় নেট ইউজ করি তাই রাতেই টেকটিউনসে আসি

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার অনুরোধ রক্ষা করার জন্য এত কষ্ট করে ব্যাকগ্রাউন্ড চেন্জ করার এই অসাধারণ সফটি খুজে বের করেছেন এবং এটি নিয়ে টিউন করেছেন তবে তার চেয়েও অবাক হয়েছি আপনি টিউনটি আমাকে উৎসর্গ করেছেন দেখে …………………সত্যিই আপনার এই উপহার আমার জীবনে বড় পাওয়া গুলোর একটি হয়ে থাকবে!!
টেকটিউনসে আসলেই যাদের টিউন গুলো আগে খুজিঁ এবং যাদের কে আমার সবচেয়ে আপন মনে হয় তাদের মধ্যে প্রবাসী ভাই,আলমাস.স্বপ্না আপু,লাকি এফএম,নাবিল ভাই.আতাউর ভাই,স্বাধীন ভাই,ফাহিম রেজা বাধঁন ভাই,রহুল ভাই,ফাহিম ভাই এবং আপনি অন্যতম।
ভালো থাকবেন আপনারা সবসময়!!!!

    আপনিযে নেট রাতে ব্যবহার করেন তা আমি উপরে এক মন্তব্যেও বলেছি।
    আপনি যে আমাকে মনে রাখবেন এটাইবা আমার জন্য কম কি?
    অনেক ধন্যবাদ ভাই।

ধন্যবাদ, উদাহরন গুলো ভালো লেগেছে।

দারুন হইছে, চালাইয়া যান।

কারেন্ট এর জন্য কমেন্ট করতে দেরী হয়ে গেল 🙁
দারুন কাজের সফটওয়্যার..
এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড চেন্স করার পর ফটোশপে হালকা রিটার্চ করলেও পুরা ঝাক্কাস 😉
অনেক ধন্যবাদ যোবায়ের ভাই। 🙂

কারেন্ট এর জন্য কমেন্ট করতে দেরী হয়ে গেল 🙁
দারুন কাজের সফটওয়্যার..
এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড চেন্স করার পর ফটোশপে হালকা রিটার্চ করলেই পুরা ঝাক্কাস 😉
অনেক ধন্যবাদ যোবায়ের ভাই। 🙂

Picture Cutout Guide- সফ্টওয়্যারটি তো ভাই নাই মামার চেয়ে কানা মামার মত। এর চেয়ে ফটোশপের Pen Tool দিয়ে ছবি ব্যাকগ্রাউন্ড কাটলে অনেক নিখুঁত ভাবে কাটা যায়। Picture Cutout Guide-এ কাটার মত এবড়ো-থেবড়ো হয়ে থাকার কথা নয়। আমার এ মন্তব্যটি করার একটি কারণ আছে। সেটি হলো- আমি আপনার দেয়া নমুনা ছবি গুলো দেখে ভাবলাম হয়তো খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারব। কিন্তু সফ্টওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করতে গিয়ে হতাশ। ধন্যবাদ।

Level 0

ভাই ছবি কাটার পর পিছনে অন্য ছবি কিভাবে সেট করব সেটা পারতেছিনা।একটু বলে দিলে অনেক উপকৃত হতাম। আপনিতো খুব সুন্দরভাবে screen shot-এ ঐ ছেলেটির পিছনে অন্য ছবি সেট করেছেন।কিন্তু আমি পারছিনা।please ভাই একটু বলেদেন।

ধইন্যা ধইন্যা আর চুম্মা লও……

Level 0

vaiya, apnar cell no. plzzzzzzzzzzzzz
[email protected]

shawon