কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমাকে যে দুই-তিনজন সফটওয়্যার নিয়ে টিউন করার জন্য অনুরোধ করেছেন তার মধ্যে ঘুমন্ত জাহাঙ্গীর ভাই একজন। আমার পছন্দের মন্তব্যকারীদের মধ্যে জাহাঙ্গীর ভাই একজন। উনার অনুরোধ ছিল বেকগ্রাউন্ড পরিবর্তন করার কোন সফটওয়্যার থাকলে তা নিয়ে যেন টিউন করি। খুজতে খুজতে পেয়ে গেলাম। আর তাই এ টিউনটি উৎসর্গ করলাম ঘুমন্ত জাহাঙ্গীর ভাইকে।
Picture Cutout Guide নামের এই ছোট সফটওয়্যারটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ছবির বেকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এমনকি এক জায়গার ছবি কেটে নিয়ে অন্য স্থানে জোড়া লাগাতে পারবেন। নিচের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন।
আর এ সব কিছুই সম্ভব করেছে এই সফটওয়্যারটি।
সব চেয়ে ভাল খবর হলো ব্যবহার করা খুব সহজ। সাথে ভিডিও টিউটোরিয়াল আছে।
Picture Cutout Guide 1.1
এটি মাত্র 2MB। সাথে প্যাচ ফাইল আছে। ইন্সটল করার পর প্যাচ ফাইল ওপেন করে সফটওয়্যারটির EXE ফাইলটি দেখিয়ে দিন। ব্যস প্যাচ কম্পলিট। এখন যেকোন সিরিয়াল কী দিয়ে ফুল ভার্শন করে নিন।
আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ধন্যবাদ, সুন্দর একটা টিউন উপহার দেয়ার জন্য