আমরা আমাদের পিসিতে কাজ করার সময়, বিভিন্য সফটওয়্যার ইন্সটল আনইন্সটলের সময় এবং বিভিন্য কারনে অপ্রয়োজনীয় রেজিস্ট্রি জমা হয় এবং নানা রকম ঝামেলা করে।আমাদের পিসিতে অনেক সময় খালি এরর ম্যাসেজ দেখায় যা আমাদের চরম বিরক্তির কারন হয়।এ সবই হয় পিসির রেজিস্ট্রির সমস্যার কারনে।আমরা অনেকেই এইসব রেজিস্ট্রি ক্লিন করার জন্য বিভিন্য সফটওয়্যার ইউজ করি, আমিও করতাম।কিছুদিন আগে আমি এমন একটা রেজিস্ট্রি ক্লিনারের সন্ধান পাই যা আমাকে অন্য সব সফটওয়্যারের কথা ভুলিয়ে দেয়। এটি আপনার পিসির চিপায়, চাপায় অলিতে গলিতে যত সব,যত রকম অপ্রয়োজনীয় রেজিস্ট্রি জমা হয়ে আছে তা খুজে বার করে এবং কপাকপ ক্লিন করে।এটি দিয়ে রেজিস্ট্রি ডিফ্র্যাগমেন্টও করা যায়। তো আর প্যাচাল না পেরে সরাসরি চলে যাই সচিত্র বর্ননায়...................
১. এটি স্টার্ট পেজ, এটির সাহায্যে জানতে পারবেন আপনার পিসির বর্তমান অবস্থা।
২. উপরুক্ত আইটেম গুলো থেকে এটি রেজিস্ট্রি ক্লিন করে।
৩. এটি পিসির রেজিস্ট্রি সংক্রান্ত সকল সমস্যা দূর করে।
৪. এর আছে একটি চমৎকার রেজিস্ট্রি ডিফ্র্যাগমেন্ট অপশন।
৫. এটি দ্বারা আপনি চমৎকার ভাবে রেজিস্ট্রি ডিফ্র্যাগমেন্ট করতে পারবেন
৬. সেটিংসে বিভিন্ন অপশন পাবেন। নিজের পছন্দ মত সেট করে নিন আপনার Registry Gear.
তো আর দেরি না করে দ্রুত ডাউনলোড করুন মাত্র 3mb এর অত্যান্ত কাজের এই সফটওয়্যারটি। crack সাথে দেওয়া আছে। যে ফোল্ডারে সফটওয়্যারটি ইন্সটল দিবেন শুধু crack টি সেখানে পেস্ট করবেন।
অনেক সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন। ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার টিউনটা অনেক সুন্দর হয়েছে ।