গান রিমিক্স করা এত সহজ! সত্যি অবিশ্বাস্য(বন্ধুত্বের উপহার)

সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা। আশা করি সবাই বন্ধু-বান্ধুবী(!) নিয়ে ভালই আনন্দে আছেন। আমিও আমার সেরা বন্ধু টেকটিউনস নিয়ে ভালই মজাতে আছি। বন্ধু দিবসের বিশেষ উপহার নিয়ে আমার আজকের টিউন।

আজকে যে সফটওয়্যারটি নিয়ে টিউন করছি তার নাম হলো MP3 Remix Plus। চরম জটিল একটা সফটওয়্যার। আমি সবাইকে অনুরোধ করবো অন্তত একবার হলেও ব্যবহার করে দেখবেন। আমি এততুকু নিশ্চয়তা দিতে পারি যারা গান পছন্দ করেন তাদের কাছে এটা অনেক ভাল লাগবে।

MP3 Remix Plus একটা প্লাগ ইন। যে যে প্লেয়ার সাপোর্ট করে তা হলোঃ

  1. Winamp
  2. Windows Media Player

আপনারা হয়তো অনেক DJ সফটওয়্যার দেখেছেন বা ব্যবহার করেছেন। ঐগুলা ব্যবহার করা এতটাই কঠিন যে আমার মত নাদান ব্যাক্তিদের কোনই কাজে আসে না। কিন্তু MP3 Remix Plus প্লাগ ব্যবহার করে গান রিমিক্স করা কতটা সহজ চিন্তাও করতে পারবেন না। এটার ভিতরে প্রায় ৩২০ রকমের সাউন্ড আছে। এছাড়া আপনি নিজেও নিজের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন। এমনকি আপনার তৈরি করা রিমিক্স গান অনলাইনে শেয়ার করতে পারবেন। সব চেয়ে মজার বিষয় হলো এখানে রিমক্সের সাউন্ডের সাথে অনেক ইংরেজি কথাও যোগ করা আছে যা আমরা আজকালের বাংলা গানের সাথে প্রায়ই শুনে থাকি। আপনার রিমিক্স করা গান কম্পিউটারে রেকর্ড করে রাখতে পারবেন। ইচ্ছা করলে গানের স্পিড বাড়াতে বা কমাতে পারবেন।

ভাবছেন ব্যবহার করবেন কিভাবে? তাহলে নিচের ছবিগুলা দেখুন

রিমিক্স করা গান রেকর্ড করতে চিত্রের মত ক্লিক করে কাজ করুন।

পাওয়ার অন-অফ করার চিত্র।

গানে বিভিন্ন ইফেক্ট দিতে REMIX>Load এ ক্লিক করার পর চিত্রের মতো আসবে। এখান থেকে আপনার পছন্দ মতো একটা দিয়ে ok করুন।

ডাউনলোড লিঙ্কঃ

MP3 Remix for Windows Media Player/Winamp 3.811
এটি মাত্র 7MB।

ফুলভার্শন করবেন যেভাবেঃ

প্রথমে ফাইলটি আনজিপ করুন। তারপর সফটওয়্যারটি ইন্সটল করুন।
সাথে keygen নামের একটা ফাইল আছে। ঐটা ওপেন করলে যেটা আসবে সেখান থেকে generate বাটনে ক্লিক করুন।

তারপর দেখবেন ঐ ফোল্ডারে CR-MR3PL নামের একটা আইকন এসেছে। ব্যস ঐখানে ডাবল ক্লিক করে ফুলভার্শন করে নিন।

আর একটা কথা গানকে ভিন্ন মাত্রায় শুনতে চাইলে আমার এ টিউনটি দেখতে পারেন। যেটা বেশ ভালই সাড়া ফেলে দিয়েছিল।

গান শোনা যাবে এখন ভিন্ন মাত্রায়!!! (না পড়লে সব Miss করবেন)

আশা করি সবার ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার আছে ভাই। ধন্যবাদ।

All Fullversion software download here.
http://www.freedownloadcenter.tk

আশা করি সবাই বন্ধু-বান্ধুবী(!) নিয়ে ভালই আনন্দে আছেন।

আর একটু পর বের হচ্ছি। এখন তো অনেক রোদ। কালো হয়ে গেলে সমস্যা (!) . তা আপনি কখন বের হবেন? সারাদিন তো ফেসবুকেই দেখি।

ডাউনলোড করছি, আজ রিম এ টাকা ঢুকাইছি। এখন আমি অনেক মেগাবাইটের মালিক !

হাসান ভাইয়া! হুম কতটা সহজ আমি জানি!! এটা দিয়ে ত শুধু কিছু ইফেক্ট দেয়া যায়। এর চেয়ে এডভান্স অনেক আছে। তারপরও যারা সখের বশে রিমিক্স করতে চান তারা এটা ব্যবহার করে দেখতে পারে। আর যদি ভালো সফট আর ডিজে মেশিন থাকে তাহলে তো কথাই নেই। আমার ভাই ডিজে মেশিন নেই আসে খালি একটা স্ক্র্যাচ মেশিন। অইটা দিয়ে শুধু স্ক্র্যাচ দিতে পারি সাউন্ড পিসিতেই বানাতে হয়… ঝামেলা। মাসে মাত্র ৩ থেকে ৪ টা মিক্স করি। সময় লাগে অনেক………

    ভাই আপনিতো মনে হচ্ছে প্রফেশনাল DJ। প্রফেশনালদের কথা আলাদা। এটা আমার মতো সাধারনদের জন্য।
    ধন্যবাদ।

    না ভাই প্রফেসনালদের ডিজে মেশিন আর কারভ থাকে আমার শুধু স্ক্র্যাচ মেশিন আসে। সব সম্য লাইভ মিক্স করতে হলে পিসি নয়তো ল্যাপ্টপ লাগেই!! 🙁

    DJ ARIF ROCKS @ আপনার ১/ ২ টা গান রিমিক্স করা গান আমাদের সাথে শেয়ার করেন না । ডাউনলোড করব। অবশ্যই আলাদা আলাদা আপলোড করবেন ।

    ওকে! ঠিক আছে। কিন্তু টিউন আকারে দিব নাকি মেইল করে দিব? আর ১-২ টা না আরো বেশি দিব। জানাবেন! কিভাবে দিলে ভালো হবে!

খাইসে! ধন্যবাদ দিতে তো ভুলেই গেসি!!! ধইন্যা!

nice tune
COMPUTER TIPS & TRICKS
http://www.a2zbd.info

আপনাকে ও বন্ধু দিবসের শুভেচ্ছা । সুন্দর উপহারটির জন্য অসংখ্য ধন্যবাদ।

Happy Friendship day n take care u>>>>>>>>>>

bhai full verson to hoy naa.pls kichu koran.as soon as possible.soft. tar full verson kora ghub jorori.please…………………………………………………………..sombpehob hola apnar phone number divan.

অনেক সুন্দর টিউন ধন্যবাদ।

সুন্দর

Level 0

প্রিয়তে রাখলাম, সময় করে একবার ব্যবহার করে দেখব। ধন্যবাদ।

Level 0

Thanks

bhai apni jakhana bolasan double click korta sakhana double click nay na.ki korbo pls>>>>>>>>>>pls mail me details at [email protected]

খুব সুন্দর জিনিস।

Nice tune……………………………..thanks………………………………

আপনার বাড়িতে এসে বন্ধু দিবসের ভালোবাসা জানিয়ে গেলাম।নিলেন তো?

প্রথমে বন্ধু দিবসের শুভেচ্ছা। সুন্দর সুন্দর টিউনস দেয়ার জন্য আপনাকে অসংখ্যা ধন্যবাদ।

খুবই সুন্দর বিনোদন মূলক টিউন ।

ধন্যবাদ ম্যাডাম!! আপনার টিউনটি জটিল হউছে
আশাকরি ম্যাডামের কাছ থেকে আগামীতেও এই ধরনের জটিল টিউন আমরা পাবো………….থুক্কু কি লিখতে কি লিখি আরে এতো দেখছি আমাদের হাসান ভাই!!
হায়!! হায়!!……………….আপনাকে বান্ধবী দিবসের শুভেচ্ছা!!!!!!

ধন্যবাদ হাসান ভাই…………রেখে দিলাম পার্টি দেয়ার সময় লাগতে পারে।

Level 0

হাসান ভাই, আপনাকে বন্ধু দিবসের শুভেচ্ছা । সুন্দর উপহারটির জন্য অসংখ্য ধন্যবাদ।

দারুন মজার জিনিস।

গতকাল ইন্টারনেটের স্পিড কম থাকায় Download এবং কমেন্ট কিছুই করতে পারি নাই। আজ Download দিছি দেখি কি হয়। ভাল থাকবেন। ধন্যবাদ।

আমার কেন এমন হলো 🙁
ফুল ভার্সন করতে পারলাম না। আপনার পদ্ধতি অনুযায়ী সব করেছি 🙁
আর এটা সেটাপ দেবার পর Winamp গান প্লে করলে ইরোর দিয়ে Winamp বন্ধ হয়ে যাচ্ছে। ~X(

Level 0

amar mone hoi eta windows 7 e chole na, karon ami install kore eta use korte parini!!

Level 0

আমিও দেকছি…………………… কারে কনতো দেখি????????

Amer Dj Site theke Download korun Dj Song . Asa korchi Remix Gulo 100 percent Choise hobe.
http://wWw.DjAvijitBNP.tk

Remix Jodi vlo lage Apnader r apnara jodi chan tutorial post krbo. but age mix gulo sunun. Bhalo na lagle bad e deben.