সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা। আশা করি সবাই বন্ধু-বান্ধুবী(!) নিয়ে ভালই আনন্দে আছেন। আমিও আমার সেরা বন্ধু টেকটিউনস নিয়ে ভালই মজাতে আছি। বন্ধু দিবসের বিশেষ উপহার নিয়ে আমার আজকের টিউন।
আজকে যে সফটওয়্যারটি নিয়ে টিউন করছি তার নাম হলো MP3 Remix Plus। চরম জটিল একটা সফটওয়্যার। আমি সবাইকে অনুরোধ করবো অন্তত একবার হলেও ব্যবহার করে দেখবেন। আমি এততুকু নিশ্চয়তা দিতে পারি যারা গান পছন্দ করেন তাদের কাছে এটা অনেক ভাল লাগবে।
MP3 Remix Plus একটা প্লাগ ইন। যে যে প্লেয়ার সাপোর্ট করে তা হলোঃ
আপনারা হয়তো অনেক DJ সফটওয়্যার দেখেছেন বা ব্যবহার করেছেন। ঐগুলা ব্যবহার করা এতটাই কঠিন যে আমার মত নাদান ব্যাক্তিদের কোনই কাজে আসে না। কিন্তু MP3 Remix Plus প্লাগ ব্যবহার করে গান রিমিক্স করা কতটা সহজ চিন্তাও করতে পারবেন না। এটার ভিতরে প্রায় ৩২০ রকমের সাউন্ড আছে। এছাড়া আপনি নিজেও নিজের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন। এমনকি আপনার তৈরি করা রিমিক্স গান অনলাইনে শেয়ার করতে পারবেন। সব চেয়ে মজার বিষয় হলো এখানে রিমক্সের সাউন্ডের সাথে অনেক ইংরেজি কথাও যোগ করা আছে যা আমরা আজকালের বাংলা গানের সাথে প্রায়ই শুনে থাকি। আপনার রিমিক্স করা গান কম্পিউটারে রেকর্ড করে রাখতে পারবেন। ইচ্ছা করলে গানের স্পিড বাড়াতে বা কমাতে পারবেন।
ভাবছেন ব্যবহার করবেন কিভাবে? তাহলে নিচের ছবিগুলা দেখুন
রিমিক্স করা গান রেকর্ড করতে চিত্রের মত ক্লিক করে কাজ করুন।
পাওয়ার অন-অফ করার চিত্র।
গানে বিভিন্ন ইফেক্ট দিতে REMIX>Load এ ক্লিক করার পর চিত্রের মতো আসবে। এখান থেকে আপনার পছন্দ মতো একটা দিয়ে ok করুন।
MP3 Remix for Windows Media Player/Winamp 3.811
এটি মাত্র 7MB।
প্রথমে ফাইলটি আনজিপ করুন। তারপর সফটওয়্যারটি ইন্সটল করুন।
সাথে keygen নামের একটা ফাইল আছে। ঐটা ওপেন করলে যেটা আসবে সেখান থেকে generate বাটনে ক্লিক করুন।
তারপর দেখবেন ঐ ফোল্ডারে CR-MR3PL নামের একটা আইকন এসেছে। ব্যস ঐখানে ডাবল ক্লিক করে ফুলভার্শন করে নিন।
আর একটা কথা গানকে ভিন্ন মাত্রায় শুনতে চাইলে আমার এ টিউনটি দেখতে পারেন। যেটা বেশ ভালই সাড়া ফেলে দিয়েছিল।
আশা করি সবার ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
আমার আছে ভাই। ধন্যবাদ।
All Fullversion software download here.
http://www.freedownloadcenter.tk